Katigora Islamic Media

  • Home
  • Katigora Islamic Media

Katigora Islamic  Media Islamic Waz and Gojol

28/01/2025

উজান গ্রাম পুরাতন জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলে,আসনপুরি হুজুরের কান্নাভেজা দোয়া

25/01/2025

আলেমদেরকে বেইজ্জতি করা গ্রহণযোগ্য নয়।
নিভিয়া থেকে শিলচরগামী "রাজধানী" নামক ট্রাভেলস বয়কট করুন। যতক্ষন না পর্যন্ত প্রকাশ্যে কোকিল কণ্ঠী বক্তা হযরত মওলানা সালেহ আহমদ সাহেব দাঃবাঃ এর কাছে ক্ষমা না চায়। হুজুরক অনেক বেইজ্জত করছে ওর মহল্লার ওয়াজ মাহফিলে। মাহফিলে যখন হুজুরকে কালেকশন করার অনুমতি দেওয়া হয় তখন হুজুরকে পাশে বসে থাকা জনাব এলাকার একেকজন বিশেষ ব্যক্তির নাম মেনশন করে দিচ্ছেন যাতে তাদের কাছ থেকে খুছুছি কালেকশন করেন, তখন হুজুর তা করতে থাকেন যখন হঠাৎ করে ওই রাজধানী ট্রাভেলসের স্বত্বাধিকারীর নাম আব্দুস শুকুর ডাকেন যে তিনি ১০০০ হাজার টাকা দিতে পারবেন কিনা, তখন সে হুজুরকে রাগান্বিত হয়ে অনেক কিছু বলে। উল্লেখিত আব্দুস শুকুরের সাথে হুজুরের কোন সম্পর্ক নেই, বা হুজুর তাকে চেনেন নি, হুজুর নিজেকে টাকা দেওয়ার জন্য তাকেও বলেন নি, তাহলে কেন হুজুরের প্রতি এভাবে আক্রমণ করা হলো।
অতি বিলম্বে এর সঠিক বিচার চাই।

16/01/2025

গুমড়া খেলমা জামে মসজিদের মহাসম্মেলনে বক্তব্য রাখছেন গুমড়া এলাকার তরুণ বক্তা হজরত মৌলানা আবু মহসিন আব্দুল্লাহ সাহেব।

15/01/2025

হায়রে সবাই যায় মদিনাতে আমার যাওয়া হইলো না।
সুমধুর কন্ঠে বাংলা গজল

13/01/2025

হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের কন্ঠে সুমধুর গজল হজরত মৌলানা বিলাল আহমদ সিদ্দিকী।

28/12/2024

দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বাৎসরিক সিরাতুন্নবী মাহফিলে পর্দা নিয়ে খুব সুন্দর প্রদর্শনী

21/12/2024

দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দু ছাত্রীর সুমধুর কন্ঠে অসাধারণ উর্দু গজল।

19/12/2024

সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আসাম তথা বরাক উপত্যকার গর্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে গণিরগ্রাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, ১০ বছরের ছোট্ট হাফিজ আরিফুজ্জামান লস্কর। এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। তীব্র প্রতিযোগিতার মধ্যেও আরিফুজ্জামানের অসাধারণ দক্ষতা ও মেধার জয়জয়কার ঘটে।

এই অসামান্য কৃতিত্বের জন্য আজ "My Life Qur'an Foundation (Assam)"-এর পক্ষ থেকে আরিফুজ্জামান লস্কর ও তাঁর ওস্তাদগণকে সংবর্ধিত করা হয়। তাঁদের প্রতি উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন ফাউন্ডেশনের কর্মকর্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
১. **মাওলানা রুহুল আমিন লস্কর** - সভাপতি (MLQ)
২. **হাফিজ এনাম উদ্দিন** - সহ-সভাপতি (MLQ)
৩. **হাফিজ এনামুল ইসলাম** - প্রচার সম্পাদক (MLQ)
৪. **মাওলানা মুহাজির হুছাইন** - এক্সিকিউটিভ মেম্বার (MLQ)
৫. **জানাব সাকিন আহমেদ** - ওয়ার্কিং প্রেসিডেন্ট (MLQ)
৬. **হাফিজ জুনাইদ আহমেদ** - এক্সিকিউটিভ মেম্বার (MLQ)

এছাড়াও উপস্থিত ছিলেন ঐ মাদ্রাসার উস্তাদগণ, ছাত্ররা এবং My Life Qur'an Foundation-এর কর্মীবৃন্দ।

আল্লাহ তাআলা এই কোরআনের পাখির জীবন ও শিক্ষাকে কবুল করুন। আমিন। সুম্মা আমিন

18/12/2024

আমাদের উপর কি দায়িত্ব রয়েছে। গুরুত্বপূর্ণ আলোচনা মুফতি মাহবুব আলম আল ক্বাসিমী।

Support me
17/12/2024

Support me

অসম দৈনিকৰ উদ্যোগত এক ফটো প্ৰতিযোগিতা
#নিয়ম_সমূহ
১) প্ৰতিযোগীৰ যিকোনো ফটো গ্ৰহণ কৰা হব
২) যিকোনো গ্ৰুপ ফটোও গ্ৰহণ কৰা হব
৩) প্ৰতিযোগীয়ে পঠোৱা ফটো "অসম দৈনিক"ত আপলোড কৰা হব
৪) ৩১ জানুৱাৰী , ২০২৫ ৰ আগত প্ৰেৰণ কৰিব লাগিব নিজৰ নিজৰ ফটো
৫) আপলোড দিয়া ফটোত হোৱা Like, Comment, Share আৰু Reach সমূহৰ ভিত্তিত প্ৰতিযোগীক নিৰ্বাচিত কৰা হব ।
৬) WhatsApp ত প্ৰেৰণ কৰিব লাগিব ফটো
৭ 7099244205 নম্বৰত প্ৰেৰণ কৰিব লাগিব ফটো

16/12/2024

দ্বিনী অনুষ্ঠানে পুলিশ অফিসারের কন্ঠে সমাজ সংস্কার মূলক গুরুত্বপূর্ণ আলোচনা

Address


Telephone

+919395734373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Katigora Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share