Kaliachak Breaking News

  • Home
  • Kaliachak Breaking News
25/07/2025

#কালিয়াচকে_টপ_মডেলে_সাদিয়া

24/07/2025

:am :-
কালো মেঘে আকাশ ঢেকে ঝমঝমিয়ে নামল তুমুল বৃষ্টি, কালিয়াচক সহো মালদহের বিভিন্ন এলাকাজুড়ে

23/07/2025

শাসক দল ত্যাগ করেই কি বললেন তিনি ! সায়েম চৌধুরীর নেতৃত্বে রাজনগর গ্রা:প: প্রধান, মাহমুদা আক্তার যোগদান করলেন জাতীয় কংগ্রেস দলে।
.

22/07/2025

গুলিবিদ্ধ ব্যবসায়ী ।

21/07/2025

#২১শেজুলাঈ মঞ্চ থেকে প:ব: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া

20/07/2025

মালদা: গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামলেন খোদ বিজেপি প্রধান। ভোটার লিস্ট হাতে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি প্রধান। আর তাতেই সন্ধান মিলল দুই জন ভুয়ো ভোটারের। ভোটার লিস্টে নাম রয়েছে অথচ এলাকায় তাদের বসবাস নেই। আজ এই রকমই দুজন ভুয়ো ভোটারের হদিশ বের করে লিখিত আকারে জেলা প্রশাসনকে জানালেন মালদহের গাজোল বিধানসভার কেন্দ্রের গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী। দলীয় কর্মী এবং এলাকাবাসীদের সাথে নিয়ে ভুয়ো ভোটার ধরতে বিজেপির প্রধান উর্মিলা রাজবংশী এদিন ঘাকসোল বুথে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যান। বাড়ি বাড়ি ভোটার লিস্ট মিলানোর পর বেরিয়ে আশে লাল বানু খাতুন এবং ইয়াসমিন খাতুন নামে দুইজন ভুতুড়ে ভোটারের নাম যাদের ভোটের লিস্টে নাম থাকলেও বসবাস নেই এলাকায়। এরপরই বিষয়টি প্রশাসনকে লিখিত আকারে জানান বিজেপি প্রধান। এলাকাবাসীরা জানাচ্ছেন এই দুজনকে তারা চেনেন না, এরা বহিরাগত। এখানে তাদের বসবাস নেই অথচ ভোটার লিস্টে তাদের নাম রয়েছে।
স্থানীয় বিজেপি বিধায়ক চিনময় দেব বর্মন জানান, তৃণমূল সরকার বহিরাগতদের প্রবেশ করিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। তার এটি উদাহরণ।
অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ আমাদের নেত্রী ভুয়ো ভোটার নিয়ে আগেই সতর্ক করেছিল। ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যেই বিজেপি দিল্লিতে জিতেছে এই রাজ্যে আমরা তা হতে দেবো না।

18/07/2025

রতুয়া, ১৮ জুলাই : ফের খুনের ঘটনা ঘটল মালদায়! এবারে মালদার রতুয়া থানার বাংলা-বিহার সংযোগকারী এলাকায় বিহারের এক যুবককে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে নিহত যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করল রতুয়া থানার পুলিশ। শুক্রবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের নাকাটি ব্রীজ সংলগ্ন এলাকায়। জানা গেছে, নিহত যুবকের নাম আকবর আলি। বয়স ৩৫ বছর। বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি রতুয়ার বিলাইমারি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। এরপর রাত আটটা নাগাদ আকবরের মোবাইলে তার পরিবারের লোকজনেরা ফোন করেন। কিন্তু তার মোবাইল সুইচ অফ বলে। তাই পরিবারের লোকজনেরা আকবরের খোঁজ করতে বিলাইমারি গ্রামে যান। কিন্তু আত্মীয়ের মুখ থেকে জানতে পারেন আকবর রাত আটটা নাগাদ তাদের বাড়ি থেকে বেড়িয়ে গেছেন। তাই পরিবারের লোকজনেরা তার খোঁজ শুরু করেন। অবশেষে রাত সাড়ে নটা নাগাদ মহানন্দাটোলা নাকাটি ব্রীজ থেকে প্রায় একশো মিটার দূরে বাংলা-বিহার সংযোগকারী রাস্তার একটি কালভার্টের কাছে আকবরের ক্ষত-বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনেরা।সেই সঙ্গে লক্ষ্য করেন তার মোটর বাইক ও মোবাইল পড়ে রয়েছে কিছুটা দূরেই। এই পরে খবর পেয়ে রাতেই রতুয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মোট পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় রতুয়া থানায়। তার ভিত্তিতে বিহারের আমদাবাদ এলাকার কৌশিক মন্ডল নেমের এক যুবককে পুলিশ আটক করেছে বলে খবর। খুনের কারণ সম্পর্কে পরিবারবর্গ কিছু জানাতে না পারলেও, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাস্তার কাজে বালি, পাথর সাপ্লাই নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। কারণ নিহত যুবক পেশায় ছিলেন বালি, পাথর সাপ্লাইকারী। তবে ব্যবসা সংক্রান্ত গন্ডগোল, নাকি অন্যকোন কারণে এই খুন তা জানতে তদন্ত শুরু চালাচ্ছে রতুয়া থানার পুলিশ।

18/07/2025

"আইনা''ডিটারজেন্ট কোম্পানির পক্ষ থেকে উপহার আসল কালিয়াচকে।

17/07/2025

২১শৈ জুলাই ধর্মতলা চল অভিযান নিয়ে তোড়োজোড় কালিয়াচকে ,

17/07/2025

খারাপ রাস্তায় তাদের এক অভিনব পদক্ষেপ, এলাকায় উন্নয়নের স্বার্থে রিপোর্ট টি তুলে ধরুন।

16/07/2025

বিদেশ থেকে গোল্ড মেডেল জিতে' আসল কালিয়াচকের সন্তান ।

15/07/2025

370,পাহেলগাঁও হামলা এবং নোট বান্দি 370 ,

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kaliachak Breaking News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaliachak Breaking News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share