08/08/2025
ব্রেকিং...। পশ্চিম বর্ধমান আসানসোল বানপুর
হঠাৎ জলে ডুবল প্রায় ৫০ টি বাড়ি।
পুকুরের জল সঙ্গে বৃষ্টি তে ডুবল বাড়ি গুলি। বাড়ির বাইরে সাধারণ মানুষ। আসানসোলের রাধানগর রোড রেলগেট খাটাল, মশান ঘাট ও ছিন্নমস্তা এলাকার প্রায় ৫০টি বাড়িতে জলমগ্ন হয়ে পড়ে। তারফলে খাবার থেকে শুরু করে বই খাতা যাবতীয় বাড়ির জিনিস নষ্ট হয়ে যায়। সমস্যায় পড়ে স্থানীয় বাসিন্দারা। ভয়ে রাস্তায় জড়ো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুকুর ভেঙ্গে জল ঢুকে যায় এলাকায়। স্থানীয় কাউন্সিলর শ্রাবণী মন্ডল জানান উপরে হতলা পুকুর ভেঙ্গে গিয়েছে তার ফলে এইসব এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে তারা এলাকায় ছুটে আছেন। তাছাড়াও কর্পোরেশনের বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন।