Bartamaner Katha News

Bartamaner Katha News Official News Website page

08/08/2025

ব্রেকিং...। পশ্চিম বর্ধমান আসানসোল বানপুর

হঠাৎ জলে ডুবল প্রায় ৫০ টি বাড়ি।

পুকুরের জল সঙ্গে বৃষ্টি তে ডুবল বাড়ি গুলি। বাড়ির বাইরে সাধারণ মানুষ। আসানসোলের রাধানগর রোড রেলগেট খাটাল, মশান ঘাট ও ছিন্নমস্তা এলাকার প্রায় ৫০টি বাড়িতে জলমগ্ন হয়ে পড়ে। তারফলে খাবার থেকে শুরু করে বই খাতা যাবতীয় বাড়ির জিনিস নষ্ট হয়ে যায়। সমস্যায় পড়ে স্থানীয় বাসিন্দারা। ভয়ে রাস্তায় জড়ো হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুকুর ভেঙ্গে জল ঢুকে যায় এলাকায়। স্থানীয় কাউন্সিলর শ্রাবণী মন্ডল জানান উপরে হতলা পুকুর ভেঙ্গে গিয়েছে তার ফলে এইসব এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে তারা এলাকায় ছুটে আছেন। তাছাড়াও কর্পোরেশনের বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন।

08/08/2025

আবারো বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার,সুরক্ষিতভাবে তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে

নদিয়া জেলার শান্তিপুর শহরের নতুনহাট রাজপুত পাড়া লেন এলাকায় রাস্তায় দেখা মিলল এক বিরল প্রজাতির কচ্ছপের। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা মন্টু ভবাই প্রথম কচ্ছপটিকে দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং সযত্নে কচ্ছপটিকে তুলে দেন তাদের হাতে।

বনদপ্তরের আধিকারিকরা জানান, কচ্ছপটি একটি বিরল প্রজাতির এবং এটি সাধারণত এই অঞ্চলে দেখা যায় না। তাদের ধারণা, প্রবল বর্ষা ও জলের তোড়ে কচ্ছপটি তার স্বাভাবিক আবাসস্থল থেকে সরে এসে এই এলাকায় চলে এসেছে।

মন্টু বাবু বলেন, "প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে। আমাদের উচিত এই ধরনের বন্যপ্রাণীদের সুরক্ষিত পরিবেশে ফিরিয়ে দেওয়া। কেউ যদি এই ধরনের প্রাণী দেখতে পান, অনুগ্রহ করে নিজে না রেখে বনদপ্তরের হাতে তুলে দিন।"

তবে এই ঘটনা নিঃসন্দেহে পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মন্টু বাবুর এই উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে পরিবেশপ্রেমী মহল আশা করছেন, এই ধরনের পদক্ষেপ আরও অনেককে বন্যপ্রাণী সংরক্ষণে উৎসাহিত করবে। সম্প্রীতি একটা সময় দেখা গেছে এই ধরনের বিরল প্রজাতির কচ্ছপ সাধারণ মানুষের হাতে পড়লে তা অন্যত্র হস্তান্তর হয়ে যায়, অর্থাৎ পাচারকারীদের হাতে পড়ার সম্ভব না থাকে। কিন্তু এখন সাধারণ মানুষ যথেষ্ট সচেতন, বন্যপ্রাণী কিংবা জল প্রাণী সব ক্ষেত্রেই তাদের রক্ষা করার দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষ। যার অন্যতম নিদর্শন দেখা গেল এই বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার ঘিরে।

08/08/2025

ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি, এলাকায় বৃষ্টি না হলেও ঘোলা জলের স্রোত ডুয়ার্সের হাতিনালায়

ডুয়ার্সের বানারহাট ব্লকের আকাশ মেঘলা। যদিও ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির দরুন বানারহাট ব্লকের হাতিনালা আচমকা রীতিমতো ফুলেফেঁপে উঠেছে। সকালে সেরকম জল না থাকলেও ১০ টার পর থেকে রীতিমতো ঘোলা জলের স্রোত বইছে হাতিনালায়।পাহাড়ি নদীতে যেরকম হরপা দেখা যায় ঠিক সেরকমই আচমকা জলের স্রোত দেখা গেল হাতিনালায়। এদিকে আচমকা হাতিনালার জল বাড়ায় কিছুটা আতঙ্ক ছড়িয়েছে বিন্নাগুড়ির এস এম কলোনী, নেতাজি পাড়া এলাকায়। কেননা প্রায় প্রতিবছর বর্ষায় হাতিনালার জলে প্লাবিত হয় ঐ এলাকাগুলো। যদিও এখনো পর্যন্ত সেরকম জল বাড়েনি। বর্তমানে হাতিনালার জল তেলিপাড়া চা বাগান হয়ে আংরাভাসা নদীতে গিয়ে পড়ছে। তবে এই মুহূর্তে বানারহাটের আকাশ মেঘলা। কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির । সেক্ষেত্রে যদি ভুটান পাহাড়ে এবং বানারহাটে যদি একসাথে ভারী বৃষ্টি হয় তবে হাতিনালার জলে প্লাবিত হতে পারে, এস এম কলোনি নেতাজি পড়া সহ একাধিক এলাকা।

08/08/2025

উত্তাল গঙ্গায় হঠাৎ করে হেলিকপ্টার থেকে অস্ত্রধারী সেনারা নামছে, তারপর স্পিডবোর্ডে গঙ্গায় চক্কর কাটতে শুরু করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফরাক্কায়।

শুক্রবার সকালে ফরাক্কা তালতলা গঙ্গাঘাটে এই ঘটনা দেখতে জড়ো হয় অনেক সাধারন মানুষ। এদিন ফরাক্কা হেলিপ্যাডে একটি বায়ুসেনার হেলিকপ্টার নামে। বর্ষার গঙ্গার মধ্যেই সেই হেলিকপ্টার থেকে সেনারা অস্ত্রসহ নামে স্পিডবোর্ডের উপর। তারপর সেই স্পিডবোর্ড গঙ্গায় চতুর্দিকে টহল দিতে শুরু করে। যদিও সেনা দপ্তর সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে এই বায়ুসেনার হেলিকপ্টার আসে মহরার জন্য। ৭০-৮০জনের মতো সেনা জওয়ান ছিল। তবে সেনা দপ্তরের আধিকারিকরা কেউ এই বিষয়ে মুখ খোলেনি।

08/08/2025

পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সাইকেলে চেপে হুগলি থেকে গঙ্গাসাগরে পৌঁছালো যুবক।
হুগলি

সাগর: পরিবেশ সুস্থ থাকলে তবেই আমরা সুস্থ থাকব'-এই বার্তা নিয়েই হুগলির মহানাদ গ্রামের যুবক সাগর কর রওনা নিয়েছিলেন গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে।তাঁর উদ্দেশ্য, মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়ানো। পেট্রোল-ডিজেল নয়, একেবারে সাইকেলে চেপেই পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিচ্ছেন নানা প্রান্তে। সাগরের এবারের যাত্রাপথের গন্তব্য সুন্দরবন।
ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে। যাত্রাপথে পথে পথে ঘোমে গাছ লাগানো, জল অপচয় রোধ এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে। তাঁর গায়ে থাকা গেঞ্জিতেলেখা- গ্রিন বাংলা, ক্লিন বাংলা', 'পরিবেশকে সুস্থ রাখুন' ইত্যাদি সচেতনতামূলক বার্তা। সাগর জানিয়েছেন, 'সাইকেল পরিবেশ বান্ধন। এতে কোনও দূষণ নেই পেট্রোল বা ডিজেল লাগে না। আমি চাই মানুষ বুঝুক, দৈনন্দিন জীবনে পরিবেশ-বান্ধব বিকল্প ব্যবহারের গুরুত্ব কতটা।' বলা বাহুল্য, সাগর শুধু সুন্দরবন নয়, অতীতেও বহু গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছেন সাইকেলে করে।কন্যাকুমারী, তিরুপতি বালাজী, দক্ষিণেশ্বর, কালীঘাট সব জায়গাতেই তাঁর একটাই উদ্দেশ্য ছিল- পরিবেশ রক্ষা। সাগরের মতে, সুন্দরবন শুধু একখানা বন নয়, এটা আমাদের অস্তিত্বের রক্ষাকবচ একে রক্ষা করতেই হবে। আমি প্রত্যেকটি এলাকায় গিয়ে মানুষকে বোঝাতে চাই পরিবেশ ধ্বংস হলে, শেষমেশ আমরাও রক্ষা পাব না। সাগরের আগামী গন্তব্য বকখালি। সেখানেও তিনি সচেতনতা বার্তা পৌঁছে দেবেন বলে জানান। সাগরের কথায়, আসুন, আমরা সবাই মিলে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার শপথ নিই। পরিবেশ বাঁচলে তবেই মানুষ বাঁচবে।'

08/08/2025
08/08/2025

শহর শিলিগুড়িতে এক সময় ঝুলন উৎসব ঘিরে যেভাবে পাড়ায় পাড়ায় জমে উঠত ভিড়, আজও সেই স্মৃতি ফিরিয়ে আনছে কলেজপাড়ার ঝুলন যাত্রা। যুদ্ধ নয়, বরং সৃজনশীলতার প্রতিযোগিতা—কার ঝুলন সেরা, কার থিম আলাদা, তা নিয়েই চলত অঘোষিত লড়াই।

এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন উজ্জ্বল বিশ্বাস। ছোটবেলার সেই ঝুলন যাত্রার স্মৃতি মনে রেখে প্রতিবছরই তিনি নিজ বাড়িতে তৈরি করেন থিম ঝুলন। এবছর তাঁর থিমে উঠে এসেছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক পরিচিত স্থান।

উজ্জ্বলবাবুর কথায়, “প্রতি বছরই কিছু আলাদা করার চেষ্টা করি। এবার ভাবলাম, আমাদের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্রগুলোকে একসাথে তুলে ধরি ঝুলনে।”

এবারের ঝুলনে তিনি তুলে ধরেছেন দক্ষিণবঙ্গ: কলকাতার মায়াপুর, ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স এবং উত্তরবঙ্গ: সেবক সেতু, বেঙ্গল সাফারি পার্ক, পাহাড়ি গ্রাম

এই থিম দেখতে ইতিমধ্যেই ভিড় জমছে এলাকাবাসীর মধ্যে। ছোট-বড় সবাই উপভোগ করছেন এই শিল্পময় আয়োজন।

উজ্জ্বল বিশ্বাসের এই উদ্যোগ শুধু শিল্প নয়, এক ধরনের সাংস্কৃতিক সংযোগও গড়ে তুলছে—উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে।

08/08/2025

বীরভূমের সিউড়ি :-ভেঙে গেল তিলপাড়া ব্যারেজের ৪টি এক্সটেনশন ওয়াটার ডিভাইডার পিলার! পুলিশে পুলিশে ছয়লাপ ব্রিজ। বন্ধ করে দেওয়া হলো মোটরসাইকেল যাতায়াতও।

08/08/2025

অতিবৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, চাপা পড়ে মৃত্যু আদিবাসী মহিলার — অল্পের জন্য বাঁচল মেয়ে ।
বীরভূমের রামপুরহাট।
রামপুরহাট এক নম্বর ব্লকের সুফলকুড়ি গ্রামে অতি বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ির একটি দেওয়াল। সেই ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক আদিবাসী মহিলা। মৃতার নাম মাইতি টুডু, বয়স আনুমানিক ৩৬ বছর।

ঘটনাটি ঘটেছে আজ, দুপুর প্রায় তিনটে নাগাদ। পরিবার সূত্রে জানা গেছে, মাইতি টুডু ও তাঁর মেয়ে উঠানে ঘুমিয়ে ছিলেন। হঠাৎই লাগাতার বৃষ্টির কারণে মাটির বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে তাঁদের ওপর। মেয়েটি ভাগ্যক্রমে রক্ষা পেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।

দুর্ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা ভিতরে ঘুমোচ্ছিলেন। তড়িঘড়ি পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাইতি টুডুকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান, তবে ততক্ষণে সব শেষ। ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে ফিরিয়ে এনে সম্পন্ন হবে শেষকৃত্য।

এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বর্ষায় জর্জরিত বহু দুর্বল মাটির বাড়ি বিপদের মুখে – প্রশাসনের নজরদারি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

08/08/2025

টানা বৃষ্টিতে প্লাবিত লাভপুরের একাধিক গ্রাম, ফসল নষ্টের আশঙ্কা কৃষি দফতর ও জেলা পুলিশের তৎপরতা

বীরভূমের লাভপুর।
টানা প্রবল বৃষ্টির জেরে বীরভূমের লাভপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা বর্তমানে জলমগ্ন। কুয়ে নদীর জল বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়ে জামনা, ঠিবা, জয়চন্দ্রপুর, হরিপুর, চতুর্ভুজপুর-সহ অন্তত ১৫টি গ্রামে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে।

বিশেষ করে ঠিবার কাঁন্দরকূলা থেকে বাঘসিনহা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তায় নদীর জল ঢুকে পড়ায় যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চরম বিপদের মুখে পড়েছেন এলাকার চাষিরা। ধান সহ একাধিক ফসল জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য কৃষি দফতর সক্রিয় হয়েছে। ইতিমধ্যেই উচ্চপদস্থ কৃষি আধিকারিকেরা এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিপূরণ বাবদ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। কৃষি বিমা পাওয়ার জন্য শুরু হয়েছে ফর্ম বিতরণ, খুব শীঘ্রই ক্যাম্প করেও বীমার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলিতে জেলা প্রশাসনও তৎপর। কীর্ণাহার থানার উদ্যোগে ১৫০টির বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। জলবন্দি মানুষজন নৌকার মাধ্যমে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। ইতিমধ্যেই একাধিক ত্রাণ শিবির চালু হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

এই দুর্যোগের মধ্যে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের কাছে।

Address

Roy Colony
Kaliaganj
733129

Alerts

Be the first to know and let us send you an email when Bartamaner Katha News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bartamaner Katha News:

Share