
11/06/2025
রাতের আকাশে চাঁদ ও তারার সৌন্দর্য যাঁদের মুগ্ধ করে, তাঁদের জন্য রয়েছে বিরাট সুখবর। জুন মাসে আবার দেখা যাবে এক অনন্য এক পূর্ণিমা— রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। ২০২৫ সালের এই বিশেষ চাঁদ আকাশে দেখা যাবে জুনের ১১ তারিখ। শুধু তার সৌন্দর্যই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক ব্যাখ্যাও।
F/B Raju Bhai 👍