
03/05/2024
সবাই ভাবে সিনেমাতে যেসব দেখানো হয় সব কিছুই সত্য। কিন্তু এখন যতদিন যাচ্ছে তত দেখছি সমস্ত আদর্শবান অভিনেতারা যেভাবে রাজনীতির ময়দানে নেমে মিথ্যাচারিতা করছে তাতে মনে হচ্ছে যে, মানুষের আবেগকে বস করে নিয়ে তাকে আবেগপ্রবণ করতে পারাটাও যে একটা কঠিন ব্যবসা। সেটা আর বুঝতে বাকি রইলো না😒🤔🤔