Hars News

Hars News বাংলা খবর বাংলা নিউজ

16/07/2025

চায় পে চর্চা |কালিয়াগঞ্জ এর বিধায়ক কোথায় | ২১জুলাই এর পর কালিয়াগঞ্জে প্রভাব পড়বে

16/07/2025

রাজনীতিক জীবনে ভয়ংকর দৃশ্য | চোখের সামনে শহীদ মুরারি চক্রবর্তী | বামফ্রন্টের পুলিশ ১৩ জন যুব কংগ্রেসের কর্মীকে গুলি

বিজেপি  ছেড়ে যোগদান তৃণমূলে            শতাধিক বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকেরা একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান কর...
16/07/2025

বিজেপি ছেড়ে যোগদান তৃণমূলে

শতাধিক বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকেরা একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান করছে তৃণমূলে। রাজ্য সরকারের যে উন্নয়নের ধারা মানুষের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্য আমরা এই ঘাসফুল শিবিরে যোগদান করেছে।
বিরোধী দলের কর্মী সমর্থকদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তৃণমূলে যোগদান করান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। এ বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি বলেন, বিরোধীরা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এলাকায় উন্নয়ন করার জন্য এবং মা মাটি মানুষের সরকারের হাত শক্ত করার জন্য তারা তৃণমূলে যোগদান করেছে। এ বিষয়ে এক বিরোধী দলের কর্মী তিনি বলেন, এলাকায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য প্রায় শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকের আমরা আজকের বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছি।
২৬ এর নির্বাচনের আগে ইতিমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে সবুজ শিবির। বিরোধী শিবিরে একের পর এক ভাঙন ধরাচ্ছে, ঘাসফুল বাহিনী। গঙ্গাসাগরের ধসপাড়া সুমতি নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রগঞ্জ বাজারে একুশে জুলাই এর সমর্থনে একটি প্রস্তুতির সভার আয়োজন করা হয় ।উক্ত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা। একুশে জুলাই এর কথা মাথায় রেখে প্রস্তুতি সভা করা হয় প্রস্তুতির সভার শেষে সাগর বিধানসভার মোট শতাধিক বিজেপি ও সিপিএমের কর্মীরা তারা তৃণমূলে যোগদান করে।

বিজেপি শাসিত রাজ্যে বাংলাকে হেনস্তা করার প্রতিবাদে আজ পথে মমতা অভিষেক          একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতি...
16/07/2025

বিজেপি শাসিত রাজ্যে বাংলাকে হেনস্তা করার প্রতিবাদে আজ পথে মমতা অভিষেক

একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে।
বাংলার অপমানের প্রতিবাদে করবেন মিছিল।
তৃণমূলের অন্দরে বারে বারে মমতা অভিষেক দূরত্ব তত্ত্ব মাথাচারা দিতে দেখা গেছে। আজ এই মিছিলে মমতা অভিষেকের একসঙ্গে অংশ নেওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
গত কয়েক মাস ধরে ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে বারে বারে অভিযোগ উঠছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।
সেই প্রতিবাদে ই আজ বেলা ২ টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও।। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন বলে জানা যাচ্ছে।

16/07/2025

জমি রেকর্ড করে মারধর | ভাঙচুর প্রানের মারার হুমকি| জমি মাফিয়া বিরুদ্ধে থানায় অভিযোগ

15/07/2025

কানকি কলকাতা গামী ট্রেনের স্টপেজ হচ্ছে | কানকি রেলওয়ে স্টেশনের ২ নং প্ল্যাটফর্মকে নতুন করে তৈরী | কানকি রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজের শুভ উদ্বোধন

খাল খন্দে ভরা আমাদের কালিয়াগঞ্জ শহর |         উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেঠ কলোনি থেকে বাঁশতলা যাবার রাস্তা। ন...
15/07/2025

খাল খন্দে ভরা আমাদের কালিয়াগঞ্জ শহর |


উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেঠ কলোনি থেকে বাঁশতলা যাবার রাস্তা। নির্মাণের বছর ঘুরতে না ঘুরতে বৃষ্টি শুরুর হবার আগের খাল খন্দ শুরু। নির্বাচিত প্রতিনিধি ও প্রশাসন থেকে থেকে বিষয়টা দেখার আবেদন জনগনের। পথ চলতিদের অভিযোগ ও ক্ষোভ প্রকাশ দায়িত্বপ্রাপ্ত নির্মাণকারী সংস্থা, ইঞ্জিনিয়ার ও প্রশাসনের বিরুদ্ধে।
বিস্তারিত

15/07/2025

কালিয়াহঞ্জে রেশন খাদ্য পাচার |রেশনের সামগ্রী নিয়ে বিস্ফোরক বক্তব্য | এই কি বললেন গৌরাঙ্গ দাস

15/07/2025

কংগ্রেস ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিচ্ছে |পেটে ভাত, হাতে কাজ চাই : সিরাজুল ইসলাম

14/07/2025

জন্ম, মৃত্যু নাম্বার গুলো কাজ
কি ভাবে করে | নিউমারলজি নিয়ে মদন অগারওয়াল

14/07/2025

উন্নয়নের সাথে আছি |ফিতা কাটলো যায় আসে না | ইসলামপুর পৌরসভায় সুইমিং পুল নির্মাণের জন্য ১ কোটি টাকার প্রস্তাব

14/07/2025

মোদির এর বিরুদ্ধে একমাত্র নেত্রী মমতা | পুশ বেক এই কি বললেন একুশে জুলাই এর প্রস্তুতি সভায় |
বিজেপি সরকার বাংলা বিরোধী

Address

Kaliyaganj

Alerts

Be the first to know and let us send you an email when Hars News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hars News:

Share