16/07/2025
বিজেপি ছেড়ে যোগদান তৃণমূলে
শতাধিক বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকেরা একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান করছে তৃণমূলে। রাজ্য সরকারের যে উন্নয়নের ধারা মানুষের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্য আমরা এই ঘাসফুল শিবিরে যোগদান করেছে।
বিরোধী দলের কর্মী সমর্থকদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তৃণমূলে যোগদান করান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। এ বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি বলেন, বিরোধীরা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এলাকায় উন্নয়ন করার জন্য এবং মা মাটি মানুষের সরকারের হাত শক্ত করার জন্য তারা তৃণমূলে যোগদান করেছে। এ বিষয়ে এক বিরোধী দলের কর্মী তিনি বলেন, এলাকায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য প্রায় শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকের আমরা আজকের বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছি।
২৬ এর নির্বাচনের আগে ইতিমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে সবুজ শিবির। বিরোধী শিবিরে একের পর এক ভাঙন ধরাচ্ছে, ঘাসফুল বাহিনী। গঙ্গাসাগরের ধসপাড়া সুমতি নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রগঞ্জ বাজারে একুশে জুলাই এর সমর্থনে একটি প্রস্তুতির সভার আয়োজন করা হয় ।উক্ত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা। একুশে জুলাই এর কথা মাথায় রেখে প্রস্তুতি সভা করা হয় প্রস্তুতির সভার শেষে সাগর বিধানসভার মোট শতাধিক বিজেপি ও সিপিএমের কর্মীরা তারা তৃণমূলে যোগদান করে।