
19/06/2025
আমার খুব খুব খুব ঘনিষ্ঠ এবং প্রিয় বন্ধু পৃথ্বী! এটা তার মায়ের উদ্দেশ্যে লেখা তার বাবার তরফ থেকে চিঠি! প্রায় ২১/২২ বছর আগের লেখা। আঙ্কেল আন্টির এরেঞ্জ ম্যারেজ তবুও আন্টির প্রতি আঙ্কেলের অনুভূতি আমাকে মুগ্ধ করেছে। আঙ্কেল নিজেও যে আন্টির প্রতি কতটা মুগ্ধ হয়েছেন তার প্রমাণ এই চিঠি! ঠিক কতোটা গভীর পর্যবেক্ষণ করলে এমন নিখুঁত বর্ণনা করা যায় আমার জানা নেই, প্রতিটা শব্দ এতো বেশি সুন্দর, এতো বেশি শালীন যে প্রশংসার ভাষা নেই। তবে এরেঞ্জ ম্যারেজের ভীতি তাদের দেখে অনেকখানি কমে আসে। আঙ্কেলের এতো প্রেম শুধু আন্টিকে ঘিরে ভাবলেই মনটা বড্ড আবেগী হয়ে ওঠে ।কিশোরী বয়েসের পর থেকে জ্ঞানত আজ পর্যন্ত একটা চিঠি প্রেমের অভাব আমায় ভীষণ দুঃখ দেয় । তবে মাঝে মধ্যে হঠাৎই যখন অন্যের চিঠি চোখে পড়ে বড্ড আহ্লাদি হয়ে উঠি , যদি কেউ আমার জন্য এমন করে লিখতো !! কতোবার যে অন্যকে পাঠানো সেই চিঠি আমি পড়ি তার ইয়ত্তা নেই , এইটার বেলাতেও ব্যতিক্রম নয়।আন্টি নাকি এখনো এই চিঠির উত্তরপত্র লিখে উঠতে পারেননি, হয়তো অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়ে ওঠেনি,,,, হয়তো বা আন্টির নিজের অনুভূতির প্রকাশের ধরণ আলাদা তবে আন্টিকে দেখলে বোঝা যায় উনি আঙ্কেলের সঙ্গে কতোটা সুখী, যারা সুখী হয় তাদের দেখলেই বোঝা যায়... তাদের চেহারা জুড়ে যেন এক অদ্ভুত সুন্দর দীপ্তি ছড়িয়ে থাকে। এরেঞ্জ ম্যারেজেও যে খাঁটি প্রেম হয় তা আমার আঙ্কেল প্রমাণ করে দিলেন। খুব ভালো থাকবেন আঙ্কেল আন্টি, আপনাদের এক সঙ্গে ভীষণ মানায়।