28/09/2025
সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, আজ মহাষষ্ঠী🌸
ষষ্ঠী তিথি থেকে আনুষ্ঠানিকভাবে দেবী দুর্গার পূজা শুরু হয়। এর আগে মলমাসে দেবীকে আহ্বান জানানো হলেও ষষ্ঠীর দিন থেকেই দেবী দুর্গার বোধন, অধিবাস ও আমন্ত্রণ হয়।
প্রধান মাহাত্ম্য:
1. বোধন ✨
ষষ্ঠীর দিনে দেবী দুর্গার বোধন করা হয়। বিশ্বাস করা হয়, এই দিন থেকেই তিনি মর্ত্যে আগমন করেন।
2. অধিবাস 🌺
ষষ্ঠীতে দেবীর অধিবাস হয়। দেবীকে পূজার জন্য পূর্ণরূপে প্রতিষ্ঠা করা হয়। গাছ, কলাবউ (কলাগাছকে দেবীর সঙ্গিনী রূপে গণ্য করা হয়) এনে তাঁকে স্নান করিয়ে সাজানো হয়।
3. আমন্ত্রণ 🙏
এই দিনে দেবীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় যেন তিনি সমগ্র মানবজাতিকে আশীর্বাদ প্রদান করেন।
4. পুরাণকথা অনুসারে 📖
বলা হয়, মহিষাসুরের অত্যাচারে দেবতারা বিপর্যস্ত হয়ে দেবীর আরাধনা করেছিলেন। ষষ্ঠী তিথিতে দেবী দুর্গা জাগ্রত হয়ে মহিষাসুর বধের সংকল্প নেন।
তাই ষষ্ঠী হলো “দেবীর জাগরণের” দিন
ষষ্ঠীর দিনে উপবাস ও ব্রত রাখলে পরিবারের মঙ্গল, সন্তান লাভ ও অকল্যাণ দূর হয় বলে মনে করা হয়।
ষষ্ঠী দেবীকে সন্তান রক্ষাকারিণী দেবীও ধরা হয়, তাই সন্তানদের মঙ্গল কামনায় অনেক মা ষষ্ঠীর দিনে ব্রত রাখেন।
👉 সংক্ষেপে, দুর্গা ষষ্ঠী মানেই দেবীর আগমন, বোধন ও মহাপূজার সূচনা।