Nayan Halder - নয়ন হালদার

Nayan Halder - নয়ন হালদার জাতি- ধর্ম নির্বিশেষে মানুষ হয়ে ওঠাই লক্ষ্য

04/02/2025

যোগী বাবার পুলিশের নমুনা...
কুম্ভ মেলাতে এরা পরিবারের একজন সদস্যের নিখোঁজ তা নিয়ে জানাতে গেছিলেন তার পরিবর্তে যোগী বাবার পুলিশ তাদের কিভাবে অত্যাচার করছো এটা যদি পশ্চিমবাংলায় হতো তাহলে মাকু এবং ফেকুরা দল বেঁধে আন্দোলনে নেমে পড়তো কিন্তু এখন তারা চুপ।

বিদ্র: পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলায় কোটি কোটি মানুষের সমাগম হয়েছিল। না পুলিশের অত্যাচার ছিল না কোন মৃত্যু এমন কোন ঘটনা ঘটেনি। এখানকার পুলিশ প্রশাসন ছিল সহযোগিতা এবং দায়িত্বশীলতার ভূমিকা আর তফাতটা এখানে যোগী আর মমতা বন্দ্যোপাধ্যায় এর।


24/09/2024

বলছি যারা এনাকে নিয়ে ট্রোল করছেন কটুক্তি করছেন তাদের বলব এত মানুষ আপনার বাড়ি নিমন্ত্রিত করলেও পাবেন না।
আপনাদের যোগ্যতা ও শিক্ষা প্রকাশ পায় কটুক্তির মধ্যে দিয়ে!
আর কথায় আছে যাদের যোগ্যতা যত কম তাদের কটুক্তি করাটা তাদের অভ্যেস...

ইনি হচ্ছে বীরভূমের আবেগ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।।
power of Anubrata Mondal ✊

23/09/2024

🔱🕉️হর হর মহাদেব শম্ভু 🕉️🔱

゚viralfbreelsfypシ゚viral ゚viral ゚

20/09/2024

কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় তার বিধানসভা এলাকায় কিছু বিজেপি সমর্থকদের থেকে AIIMS হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন এবং তিনি টাকা নেয়া সত্ত্বেও সেই বিজেপি কর্মীদের কাজ দেননি। তাদের হকের চাকরি অন্য কোথাও তিনি বিক্রি করেছেন এমনটাই অভিযোগ বিক্ষুব্ধ বিজেপি কর্মী নেতৃত্বদের।
তাই নিয়ে বিজেপি কর্মীরাই কল্যাণী AIIMS হাসপাতালের সামনে বিজেপির বিধায়ককে গাড়ি দাড় করিয়ে অবরোধ করলেন।

এরা আবার বলে দুর্নীতির কথা,
চোরের মায়ের বড় গলা বর্তমান বিজেপির অবস্থা

20/09/2024

গোয়ালে গুতোগুতি:-

কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়
এই দুর্নীতিগ্রস্ত অপদার্থ বিধায়ক তিনি AIIMS হাসপাতালে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি দলের কর্মী সমর্থকদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে অন্যদের চাকরি দিয়েছে ।
তাই নিয়েই এম এল এর অফিসের সামনে সাধারণ মানুষ এবং বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থক দের।

বিধায়ক হওয়ার পর তিনি সাধারণ মানুষের কোন কাজে আসে না শুধুমাত্র তার #বগলা_মামা_শুভেন্দু তার আশেপাশে তাকে দেখা যায়।

কেউ এই MLA অম্বিকা রায় এর অত্যাচারে ভালো নেই তাই স্পষ্ট।।


#বহিরাগতএমএলএহাঁটাওকল্যানীবাঁচাও

#বিজেপিহাঁটাও

29/08/2024

বন্ধু প্রীতম দত্ত ধন্যবাদ চোখে চোখ রেখে উচিৎ কথা বলার জন্য..
এই ভাবেই আমাদের সকলকে বাংলাদ্রোহী, বাংলা বিদ্বেষী, বিজেপির পা চাটা চ্যানেল গুলোকে প্রতিবাদ করতে হবে...

দালালি না করে নিরপেক্ষ খবর পরিবেশন করুন, আপনাদের উস্কানি মূলক মিথ্যে ভুয়ো খবরের জন্য সমাজ হিংসাত্মক হচ্ছে ।

সবে বাংলা হান্ট এক এক করে প্রতিবাদ হবে বিজেপির দালাল চ্যানেল গুলো প্রস্তুত থাকুন...

copy by নয়ন হালদার

29/08/2024

যারা এনাকে সাধু বেশ ভেবে বাবা বানিয়েছেন,
এই ভন্ড বাবার আসল উদ্দেশ্য,পরিচয়, বৃত্তান্ত শুনে নেবেন...
রাবণ সাধু বেশ ধারণ করে #মা_সীতা কে হরণ করে ছিল...!
রাম রহিম সিং ও বাবা ছিলেন ...!

সত্যতা প্রকাশ #নির্ভিক_উত্তরের সাংবাদিক
Anindya Chowdhury দাদা ...

29/08/2024

নবান্ন ঘেরাও ছাত্র আন্দোলনের নেতার কাহিনী শুনুন,
শিবপুর DB ওপেন কলেজ পরে । নিজে কি নিয়ে পড়েছে, তার সাবজেক্ট কি তার পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন আদেও কি ছাত্র।

বিজেপি দিনকে দিন হাস্যকর জায়গা পৌঁছে যাচ্ছে...
আমরা বলি তোমরা এই ভাবেই হাসিয়ে যাও
আমরা এমনই এন্টারটেইনমেন্ট চাই 🤣

26/08/2024

"স্কুলে মেয়েদের সন্মান করার subject হওয়া উচিত " - Dev

যে যতই সমালোচনার করুক, তোমার রাজনীতি নিয়ে প্রশ্ন করুক,
অন্য নায়কদের সাথে তোমার তুলনা করুক তোমার পরিচয় কর্মের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে।

সুতরাং আর পাঁচ জনের থেকে তুমি আলাদা তার প্রমাণ তুমি বারে বারে দিয়েছো আজও তার ব্যতিক্রম হলো না।
দিনকে দিন তোমার প্রতি সম্মান আর ভালোবাসা বেড়েই চলেছে।।

18/08/2024

সময়ের ডাক সেনাপতি পথ দেখাক...

Abhishek Banerjee Dada 💚

Address

Kalyani

Alerts

Be the first to know and let us send you an email when Nayan Halder - নয়ন হালদার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayan Halder - নয়ন হালদার:

Share