04/02/2025
যোগী বাবার পুলিশের নমুনা...
কুম্ভ মেলাতে এরা পরিবারের একজন সদস্যের নিখোঁজ তা নিয়ে জানাতে গেছিলেন তার পরিবর্তে যোগী বাবার পুলিশ তাদের কিভাবে অত্যাচার করছো এটা যদি পশ্চিমবাংলায় হতো তাহলে মাকু এবং ফেকুরা দল বেঁধে আন্দোলনে নেমে পড়তো কিন্তু এখন তারা চুপ।
বিদ্র: পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলায় কোটি কোটি মানুষের সমাগম হয়েছিল। না পুলিশের অত্যাচার ছিল না কোন মৃত্যু এমন কোন ঘটনা ঘটেনি। এখানকার পুলিশ প্রশাসন ছিল সহযোগিতা এবং দায়িত্বশীলতার ভূমিকা আর তফাতটা এখানে যোগী আর মমতা বন্দ্যোপাধ্যায় এর।