16/10/2025
মহাম্মদ শামি রঞ্জি ট্রফির আগে স্পষ্ট জানিয়েছেন, তাঁর ফিটনেস নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, “যদি ফিটনেসে সমস্যা থাকত, আমি বেঙ্গলের হয়ে খেলতাম না।” অক্টোবরের অস্ট্রেলিয়া সফরের সীমিত ওভারের দলে নির্বাচিত না হওয়ার পর শামি উল্লেখ করেছেন, রঞ্জি ট্রফি খেলতে পারলে ৫০ ওভারের ক্রিকেটও খেলতে সক্ষম।
আপনার মতে, শামি কি আগামী সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত?