Barta365.Net Digital News

Barta365.Net Digital News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barta365.Net Digital News, News & Media Website, Kalyani.

01/08/2025

BREAKING NEWS Barta365.Net Digital News
নদিয়া হরিণঘাটা পৌরসভার অন্তর্গত বড়জাগুলি গোপাল একাডেমি উচ্চতর বিদ্যালয় পাশে রাজ্য সড়কের রাস্তা খুঁড়ে পাইপের কাজ,ধস স্কুলে, বিক্ষোভ অভিভাবকদের! স্কুলে প্রধান শিক্ষকের ঘরের সামনে ধরনায় বসে অভিভাবকরা!
বিস্তারিত পরের প্রতিবেদনে তুলে ধরব আমরা!
সজাগ থাকুন নজরে রাখুন!

হালিশহরে চিটফান্ড : প্রতারিতদের বিক্ষোভ হালিশহর পুরসভার চার নম্বর ওয়ার্ডে এবার চিটফান্ড কাণ্ডে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ...
31/07/2025

হালিশহরে চিটফান্ড : প্রতারিতদের বিক্ষোভ

হালিশহর পুরসভার চার নম্বর ওয়ার্ডে এবার চিটফান্ড কাণ্ডে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনা ঘটেছে। অভিযোগের তির ওই ওয়ার্ডের বাসিন্দা উজ্জ্বল রায়ের বিরুদ্ধে। এই মর্মে কানাইপদ দেবনাথ নামে এক ব্যক্তি ওয়ার্ড কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসকে লিখিত অভিযোগ জানিয়েছেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন সাড়ে ১৩ লক্ষ টাকা উজ্জ্বল রায় ও ৬ নম্বর ওয়ার্ডের রূপমকান্তি নাথের মারফত বিনিয়োগ করেছেন একটি শেয়ার মার্কেট সংস্থায়। কিন্তু তিন বছর বাদেও কোনও রিটার্ন পাননি।
এবিষয়ে দূরভাষে ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখে পুলিশ প্রশাসনকে জানাবেন। তিনি আশ্বাস দিয়েছেন, পুলিশের সহযোগিতায় উপযুক্ত ব্যবস্থা নেবেন।


হালিশহর থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদন।

Disclaimer

This channel does not promote any violent, harmful or illegal activities.

All content provided by this channel is meant for an educational purpose only.

শিলিগুড়িতে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। চা বাগানের মাঝে ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত! কাজ শেষ না করে উধাও প্রোম...
31/07/2025

শিলিগুড়িতে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। চা বাগানের মাঝে ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত! কাজ শেষ না করে উধাও প্রোমোটার! প্রতারিত দেশ-বিদেশের শতাধিক গ্রাহক।

শিলিগুড়ি থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদন।

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ফের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগে গত বছ...
31/07/2025

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ফের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগে গত বছর হঠাৎ ইডি হানা দেয় মন্ত্রীর বোলপুরের নিচুপট্টির বাড়িতে। তার কয়েকদিন পরই তাঁকে ডেকে পাঠানো হয় কলকাতার ইডি দপ্তরে। আজ বৃহস্পতিবার তাঁকে ফের তলব করা হয়েছে বলে জানা গেছে।

বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদন।

30/07/2025

প্রথম সমাবর্তনে যোগ দিতে বুধবার দুপুরে কল্যাণীর এইমস-এ আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে তিনি দীক্ষান্ত ভাষণ দেন। পরে কৃতীদের হাতে সোনা-রুপো ও ব্রোঞ্জের পদক তুলে দেন।
দীক্ষান্ত ভাষণে কী জানালেন রাষ্ট্রপতি?
আসুন জেনে নিই কল্যাণী থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিনিধি প্রাণেশ তেওয়ারির প্রতিবেদনে।

30/07/2025

নদিয়ার কল্যাণী এইমস-এ সমাবর্তন অনুষ্ঠানের যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যে কারণে এইমস-এর ভেতরে এবং বাইরের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
যদিও আজকে পরিষেবা বন্ধ রাখার কোনও পরিকল্পনা নেয়নি এইমস কর্তৃপক্ষ। কিন্তু সকাল নটায় কিছুক্ষণের জন্য ১ নম্বর গেট বন্ধ করে দিলে, যানজটের পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
সেই ছবি তুলে ধরা হলো বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিনিধি প্রাণেশ তেওয়ারির প্রতিবেদনে।

30/07/2025

রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব সমাজমাধ্যমে দিল্লিতে বাঙালি নিগ্রহের কথা জানিয়েছেন। কিন্তু তা সত্য নয়। অপপ্রচার মাত্র। এবিষয়ে মুখ খোলেন খোদ দিল্লির পুলিশকর্তা।
তিনি ঠিক কী জানালেন?
আসুন জেনে নিই বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদনে।

পাচারের আগেই শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে ৩৪ জন যুবতী উদ্ধারনিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৫৬ জন যুবতীকে পাচারের আগেই উদ্ধার কর...
29/07/2025

পাচারের আগেই শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে ৩৪ জন যুবতী উদ্ধার

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৫৬ জন যুবতীকে পাচারের আগেই উদ্ধার করে রেলপুলিশ। এবার শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে উদ্ধার হয় ৩৪ জন যুবতী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবতীদের প্রথমে বাসে করে ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়ে যাওয়ার কথা ছিলো। পরে সেখান থেকে ট্রেনে করে তামিলনাড়ু নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো বলে এমনটাই জানা গেছে।
সড়কপথে ৩৪ জন যুবতীকে ভিনরাজ্যে পাচার করে দেওয়ার চেষ্টা চলছিলো। কিন্তু তার আগেই পুলিশের তৎপরতায় ভেস্তে গেল সেই পরিকল্পনা। বাস থামিয়ে উদ্ধার করা হয় যুবতীদের। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি বাস টার্মিনাসে ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় আচমকা শিলিগুড়ি বাসস্ট্যান্ডে হানা দেয় পুলিশের একটি দল। সেখানে অভিযান চালিয়ে একটি বেসরকারি বিলাসবহুল বাস থেকে ৩৪ জন যুবতীকে উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ। ওই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। ধৃতেরা হলেন শিলিগুড়ির বাসিন্দা গৌতম রায়, ডুয়ার্সের মেটেলির বাসিন্দা পেট্রাস বেক এবং শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা জয়শ্রী পাল। অভিযানের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় শহরে। আরও জানা গেছে, প্রত্যেক যুবতী-পিছু চার হাজার টাকা করে পাওয়ার কথা ছিলো পাচারকারীদের। কিন্তু তার আগেই সেই পরিকল্পনায় জল ঢেলে দিলো প্রধাননগর থানার পুলিশ। জানা গেছে, উদ্ধার হওয়া যুবতীদের বেশির ভাগই ডুয়ার্সের চা বাগানের বাসিন্দা। প্রত্যেককেই তামিলনাড়ুর কাপড়ের কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিলো।
এ বিষয়ে প্রধাননগর থানার ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, যুবতীদের সকলকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে অভিযান চালিয়ে ক্যাপিটাল এক্সপ্রেস থেকে একই ভাবে ৫৬ জন যুবতীকে উদ্ধার করেছিলো রেলপুলিশ। ওই ঘটনাতেও এক মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের এখনও হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শিলিগুড়ির অদূরেই ভবেশ মোড় এলাকায় একটি হোস্টেল ভাড়া নিয়ে ওই যুবতীদের রাখা হয়েছিলো বলে খবর। সেই ঘটনার এক সপ্তাহের মাথায় এ বার উদ্ধার হলেন আরও ৩৪ জন যুবতী। তবে, পর পর একই ধাঁচের দু’টি ঘটনায় উদ্বেগ বাড়ছে। এর নেপথ্যে বড়সড় কোনও আন্তঃরাজ্য নারী পাচারচক্র জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

শিলিগুড়ি থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদন।

29/07/2025

কাল এইমস-এর প্রথম সমাবর্তনে যোগ দিতে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এইমস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার রামজি সিং ও ডিন ডাক্তার কল্যাণ গোস্বামী।
কী জানালেন তাঁরা?
আসুন জেনে নিই কল্যাণী থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিনিধি প্রাণেশ তেওয়ারির প্রতিবেদনে।

Address

Kalyani

Alerts

Be the first to know and let us send you an email when Barta365.Net Digital News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barta365.Net Digital News:

Share