Barta365.net

Barta365.net নব কলেবরে সম্প্রচারিত হচ্ছে বার্তা ৩৬৫ ডট নেট।
সজাগ থাকুন, নজরে রাখুন।
EDITOR & PROPITER : PRANESH TEWARI

08/07/2025

২৬-এর ভোটের আগে কাঁচরাপাড়া সিপিএমে ফাটল ধরালো তৃণমূল। ২১ জুলাই শহিদ দিবসে ধর্মতলা চলো অভিযানকে সফল করতে কাঁচরাপাড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁচরাপাড়া কলেজ সংলগ্ন অঞ্চলে জনসভা অনুষ্ঠিত হলো।
সভাশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদের পাশাপাশি নাম না করে মুকুল রায়কে কটাক্ষ করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন বিধায়ক সুবোধ অধিকারী?
আসুন জেনে নিই কাঁচরাপাড়া থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদনে।

08/07/2025

একটি অসুস্থ কুকুরকে পিটিয়ে মারার ঘটনা ঘটলো নদিয়ার গয়েশপুরে। মঙ্গলবার দুপুরের ঘটনা। জানা গেছে, এদিন গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির বালক বিভাগের প্রধান শিক্ষক গৌড় ভাওয়ালের নেতৃত্বে এই নিধনযজ্ঞ চলে। তাঁকে সহযোগিতা করেন অন্যান্য কয়েকজন শিক্ষক, অশিক্ষক কর্মী ও ছাত্ররা।
শিক্ষকরা হলেন জয়গোপাল বিশ্বাস, তিনি ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ও আরেকজন শিক্ষক বিভাস সাহা। তাঁদের সঙ্গে ছিলেন চতুর্থ শ্রেণির কর্মচারী তারাপদ দাস।
এদের সকলের উপস্থিতিতে স্কুলের পিছনে এই কুকুরটিকে ছাত্র-ছাত্রী শিক্ষকরা পিটিয়ে মারে। প্রসঙ্গত, স্কুলটি গয়েশপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। স্কুলটির সভাপতি স্বয়ং ওই ওয়ার্ডের কাউন্সিলর মানিক পাল।
এই ঘটনা নিয়ে গয়েশপুর জুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়।

গয়েশপুর থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদন।

যা চাইছে জনগণ, যা বলছে জনমতরেল কোচ ফ্যাক্টারি আজ বিশ বাঁও জলে!কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছিলো ভারতের স্বাধীনতার ...
08/07/2025

যা চাইছে জনগণ, যা বলছে জনমত

রেল কোচ ফ্যাক্টারি আজ বিশ বাঁও জলে!

কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছিলো ভারতের স্বাধীনতার বহু আগে ১৮৬৩ সালে। কাঁচরাপাড়া-হালিশহর-সহ সন্নিহিত এলাকার মানুষের একমাত্র জায়গা ছিলো এই রেলওয়ে ওয়ার্কশপ। দিন যতো গড়িয়েছে ততো রুগ্ন হতে শুরু করে এই রেলওয়ে ওয়ার্কশপ। ১৪-১৫ হাজার থেকে ৮ হাজার, সেখান থেকে বর্তমানে কর্মীসংখ্যা দাঁড়িয়েছে হাজার দুয়েকে। বন্ধ হয়ে গেছে বিভিন্ন শিক্ষানবিশ, দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ।
এর মধ্যে আশার আলো দেখান বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বীজপুরে রেল কোচ ফ্যাক্টারি গড়ার উদ্যোগ নেন। যদিও মাঝপথে তাঁকে সেই পদ ছাড়তে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ায়। ওই রেলমন্ত্রীর পদে বসেন বীজপুরের ভূমিপুত্র তথা তৎকালীন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। সময়টা ২০১১-১২ সাল। বহু আশা নিয়ে বীজপুরের মানুষ এগিয়ে এসেছিলেন তৃণমূলের ছত্রছায়ায়। রাতারাতি সেই কোচ ফ্যাক্টারির জন্য রেল ইয়ার্ডের বিস্তর প্রান্তরের গাছপালা কেটে, জঞ্জাল সাফ করে, ডোবা ভরাট করে পরিষ্কার করা হয় গোটা এলাকা। সূত্রের খবর, গাছ বিক্রি করে কোটি কোটি টাকার লেনদেন হয়। এমনকি বেশকিছু বিষধর সাপও ধরা পড়ে এসময়। সেগুলিও নাকি বিক্রি হয়ে যায় বলে নিন্দুকেরা বলেন। তবে সঠিক জানা যায়নি এবাবদ রেলের কোষাগারে কতো অর্থ জমা পড়েছিলো।
এসময় অনুসারি শিল্পের জন্য আরেকটি কারখানা গড়ে ওঠে। যা সম্ভবত বেসরকারি সংস্থার হাতেই আবদ্ধ! চওড়া হয় ভূতবাগান এলাকার রাস্তা। ভাঙা পড়ে বেশ কিছু দোকানপাট। কিন্তু ব্যাস ওই অবধি। তার পর থেকে রেলের বাজেটে মেলেনি এরজন্য বরাদ্দ অর্থ। স্বভাবতই আর এগোয়নি কোচ ফ্যাক্টারির কোনও কাজ। ওই বিশাল চত্বর এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
যে কারণে এই প্রতিবেদন, তা হলো খাতায় কলমে না হলেও এই বীজপুরেই এখন তিনজন বিধায়কের বাস। সকলেই তৃণমূল কংগ্রেসের। তাঁদের একজন কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়, দ্বিতীয়জন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও তৃতীয়জন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তিনজনই বীজপুরের ভূমিপুত্র। পাশাপাশি বারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গেও বীজপুরের নাড়ির সম্পর্ক। তাঁর বাবা ছিলেন হালিশহর জেটিয়া স্কুলের প্রধান শিক্ষক। যদিও সেটি নৈহাটি বিধানসভার অধীন। তাই প্রত্যক্ষ না হলেও বর্তমান সাংসদের সঙ্গে বীজপুরের পরোক্ষে গভীর যোগাযোগ। তিন ভূমিপুত্র বিধায়ক ও সাংসদ যৌথভাবে এই রেল কোচ ফ্যাক্টারি নির্মাণের জন্য কোনও পদক্ষেপ নিতে পারেন না কি!
এমনই কথা একটু কান পাতলেই শুনতে পাওয়া যায়। আশা করা যায়, আগামীতে রেল কোচ ফ্যাক্টারি নির্মাণে তাঁরা বিশেষ ভূমিকা পালন করবেন।

বার্তা ৩৬৫ ডট নেট-এর বিশেষ প্রতিবেদন।

08/07/2025

রবিবার সন্ধ্যায় কাঁচরাপাড়া নৃত্যাঙ্কুশ ইনস্টিটিউট অব ড্যান্স-এর উদ্যোগে নৈহাটির ঐকতান মঞ্চে অনুষ্ঠিত হলো কবিপ্রণাম। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে সংস্থার শিক্ষার্থীরা। এরই পাশাপাশি বেশ কিছু অতিথি অনবদ্য নৃত্য নিবেদন করেন দুই কবির গানকে আশ্রয় করে। তবে সকলের নজর কেড়েছিলো এক শিক্ষার্থীর চোখ বেঁধে নৃত্য পরিবেশন করা। অনেক আগে থেকেই কলকাতার একটি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান এধরনের নৃত্য পরিবেশন করে আসছেন। তবে নৈহাটি-সহ এতদাঞ্চলে এই প্রথম এধরনের নিবেদন চাক্ষুষ করলেন দর্শককুল।
এই পর্বে তুলে ধরা হলো উদ্বোধনের ছবি ও সংস্থার কর্ণধার কোয়েল সিং-এর বক্তব্য।

তিনি কী জানালেন?
আসুন জেনে নিই নৈহাটি থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিনিধি তানিয়া নাগের প্রতিবেদনে।

08/07/2025

জোনপুরে বেহাল রাস্তা নিয়ে কাঁচরাপাড়া পুরসভায় ডেপুটেশন জমা দিলো বাম যুব সংগঠন। কাঁচরাপাড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোনপুর এলাকার বেহাল রাস্তার কারণে জনজীবন বিপর্যস্ত। প্রতিনিয়ত যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চরম অসুবিধায় পড়তে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। এই সমস্যার সমাধানে সরব হয়েছে বাম যুব সংগঠন ভারতের যুব ফেডারেশন, কাঁচরাপাড়া ২ নম্বর ইউনিট।

ডেপুটেশন দিয়ে ঠিক কী জানালেন বাম যুবনেতা?
আসুন জেনে নিতে কাঁচরাপাড়া থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদনে।

কাল রাতে সরাসরি সম্প্রচারে আসছেন বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিষ্ঠাতা প্রাক্তন সত্ত্বাধিকারী তথা সম্পাদক দেবাশিস রায়।কিন্তু ...
08/07/2025

কাল রাতে সরাসরি সম্প্রচারে আসছেন বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিষ্ঠাতা প্রাক্তন সত্ত্বাধিকারী তথা সম্পাদক দেবাশিস রায়।
কিন্তু কেনো!
জানতে সজাগ থাকুন, নজরে রাখুন বার্তা ৩৬৫ ডট নেট-এর পর্দায়।

07/07/2025

কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো সোমবার। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো বাস। ঘটনায় একাধিক বাসযাত্রী আহত হয়েছেন। পলাতক বাসের খালাসি এবং ড্রাইভার।
ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত নতুনপাড়া এলাকায়। এলাকা সূত্রে খবর, বর্ধমান থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলো একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। বাসে থাকা একাধিক যাত্রী আহত হয়েছেন। তাদেরকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিত্যনৈমিত্তিক এই রাস্তায় পথ দুর্ঘটনা বেড়েই চলেছে বলে জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসন এবং স্থানীয়রা তৎপরতার সঙ্গে বাস থেকে আহতদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

নদিয়ার কৃষ্ণনগর থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিনিধি প্রাণেশ তেওয়ারির প্রতিবেদন।

07/07/2025

আর জি কর কাণ্ডের পরে দেখা গেল কসবা কাণ্ডে যোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের। এর প্রতিবাদে রবিবার কাঁচরাপাড়া গান্ধি মোড়ে নাগরিক সমাজের ডাকে পুরুষ ও মহিলারা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান বিক্ষোভ করে। কাঁচরাপাড়া গান্ধি মূর্তির পাদদেশে কসবার ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানায় মহিলা থেকে পুরুষ সকলে হাতে মশাল নিয়ে।
সেই প্রতিবাদ নিয়ে কী জানালেন স্থানীয় নেতৃত্ব?
আসুন জেনে নিই কাঁচরাপাড়া থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদনে।

07/07/2025

জগদ্দল বিধানসভার মামুদপুর পঞ্চায়েতের ১২ নম্বর সংসদের সুভাষপল্লির পূর্বপাড়ায় জলযন্ত্রণায় জেরবার সাধারণ মানুষ। হ্যাচারির ছাড়া জলে জীবন নির্বাহ দুঃসহ হয়ে উঠেছে স্থানীয় মানুষের। দীর্ঘ প্রায় বছর পাঁচেক ধরে চলছে এই জলযন্ত্রণা।

এই জলযন্ত্রণা নিয়ে কী জানালেন স্থানীয় বাসিন্দারা?
কী বললেন বিজেপি নেতৃত্ব?
পাল্টা কী সাফাই দিলেন পঞ্চায়েত প্রধান?

আসুন জেনে নিই জগদ্দল থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদনে।

বীজপুর কি সত্যিই শান্ত!নাকি ছাই চাপা আগুনে ঢাকা?রাজ্যজুড়ে শাসক তৃণমূল কংগ্রেসের নেতারা একের পর এক বেফাঁস মন্তব্য করে বিত...
07/07/2025

বীজপুর কি সত্যিই শান্ত!
নাকি ছাই চাপা আগুনে ঢাকা?

রাজ্যজুড়ে শাসক তৃণমূল কংগ্রেসের নেতারা একের পর এক বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন। দলীয় কর্মীদের হাতে নিগৃহীত হচ্ছেন নেতারা।
অন্যদিকে, সিবিআইয়ের তদন্তে কাউন্সিলর থেকে বিধায়ক অনেকেই দোষী সাব্যস্ত হচ্ছেন। পাশাপাশি এক বছরের মধ্যে আর জি কর, সন্দেশখালি কিংবা কালীগঞ্জ বা কাটোয়ার বিস্ফোরণ-সহ নানা বিষয়ে নাম জড়িয়েছে শাসকদল তৃণমূলের। যার জেরে বিরোধী দল বিজেপি আন্দোলনের মাত্রা বাড়াতে সক্ষম হয়েছে।

বীজপুর কি এসবের ঊর্ধ্বে!

এমতাবস্থায় বীজপুরের এক বিজেপি নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বীজপুরে এখন শ্মশানের শান্তি বিরাজ করছে। দুই ভায়ের একনায়কতন্ত্রে কোণঠাসা তৃণমূলের সবস্তরের নেতা-কর্মীরা। মুখের সঙ্গে বুকের ফারাক বিস্তর। একই স্বর শোনা গেছিলো বিধায়কের কথায়। বালিভাড়ায় তৃণমূলের এক সামাজিক অনুষ্ঠানে তিনিই সংবাদমাধ্যমে বলেছিলেন, তৃণমূল এখন পাকা কুমড়ো। যার বাইরেটা সবুজ আর ভেতরটা গেরুয়া। সত্যিই কি তাই!
বীজপুর কি সত্যিই শান্ত! নাকি ছাই চাপা আগুনে ঢাকা?
আপনারা কী বলবেন?
বীজপুর কি সত্যিই সুখে-শান্তিতে আছে? নাকি চাপা আতঙ্কে ভুগছে!
মতামত জানান কমেন্ট বক্সে।

বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদন।

07/07/2025

৯ জুলাই বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা ভারত বনধ। তার আগে বনধের সমর্থনে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো মিছিল।
মিছিলে যোগ দিয়ে কী প্রতিক্রিয়া দিলেন সিআইটিইউ নেতা শম্ভু চ্যাটার্জি ও সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত?
আসুন জেনে নিই কাঁচরাপাড়া থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদনে।

কসবা আইন কলেজের পর এবার হাওড়ার টিএমসিপি নেতার কুকীর্তি ফাঁস হলো। হাওড়ারবনরসিংহ দত্ত কলেজে র‌্যাগিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছ...
07/07/2025

কসবা আইন কলেজের পর এবার হাওড়ার টিএমসিপি নেতার কুকীর্তি ফাঁস হলো। হাওড়ারবনরসিংহ দত্ত কলেজে র‌্যাগিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে। অভিযোগের তির টিএমসিপি নেতা সৌভিক রায়ের বিরুদ্ধে। এই ঘটনার পর বিস্ফোরক মন্তব্যও করেছেন কলেজের প্রিন্সিপাল সোমা ব্যানার্জি। তিনি জানান, এই ঘটনায় ছাত্ররা আগেই অভিযোগ করেছিলো। জি বি মিটিং-এ আলোচনাও হয়। কলেজে আসতে বারণ করা হয় সৌভিককে। কিন্তু বহিরাগতদের প্রবেশ আটকানো যাচ্ছে না। বাধা দিলে সিকিউরিটি গার্ডদের হুমকি দেওয়া হয়। কলেজে হুলিগানিজম চলে বলে অভিযোগ। বারবার পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি। ঘটনাটি যখন ঘটে তখন প্রাক্তন ছাত্র সৌভিক। কিন্তু কলেজে আসত। এখনও কলেজের অনুষ্ঠানে তাকে দেখা যায় বলে ছাত্ররা জানিয়েছে। র‌্যাগিং নিয়ে টিএমসিপি-র রাজ্য সভাপতিকে লিখিত অভিযোগও জানান ছাত্ররা। কিন্তু এপ্রসঙ্গে টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কিছু জানেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

হাওড়া থেকে বার্তা ৩৬৫ ডট নেট-এর প্রতিবেদন।

Address

Kalyani

Telephone

9883287741

Alerts

Be the first to know and let us send you an email when Barta365.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barta365.net:

Share