15/08/2025
লক্ষ্মীছড়ির একটি এলাকায় অনেক অসহায় পরিবার বসবাস করছে। নেই কোনো স্কুল, নেই কোনো পারা কেন্দ্র। বাচ্চারা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত। কেউ মানুষের বাড়িতে কাজ করে, কেউ জমিতে—দিন শেষে হাতে আসে মাত্র ১০০ টাকা।