আমাদের কমলগঞ্জ

আমাদের কমলগঞ্জ কমলগঞ্জ উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্? কমলগঞ্জ উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে এই পেইজে লাইক দিন।

31/10/2024

মৌলভীবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে।

31/10/2024

টাকার বস্তাসহ ঢাকার উত্তরা থেকে শ্রীমঙ্গলের সাবেক আওয়ামী এমপি ও সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার।

*বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার*ঢাকা,৩০ অক্টোবর,২০২৪ খ্রিঃরাজধানীর উত্ত...
31/10/2024

*বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার*

ঢাকা,৩০ অক্টোবর,২০২৪ খ্রিঃ

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত আনুমানিক ০৪:০০ ঘটিকায় উত্তরা ১০ নং সেক্টরের ২নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লক্ষ ২৭ হাজার টাকা; ১,১২০ কানাডিয়ান ডলার; ১,১০০ ইউরো; ৫,৩০০ থাইবাথ; ১,৯৫৩ ইউএস ডলার; ৫০০ মেক্সিকান ডলার; ৫০ হংকং ডলার; ৩০০০ রুপি; ৩,১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় রুজুকৃত উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরো দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার রাখার অপরাধে মানিলন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম
উপ-পুলিশ কমিশনার
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

পৌষ সংক্রান্তি উপলক্ষে ভানুগাছ বাজারে মাছের মেলা।
14/01/2024

পৌষ সংক্রান্তি উপলক্ষে ভানুগাছ বাজারে মাছের মেলা।

29/09/2023

ফেরাউনের লেডি ভার্সন

ঈদ মোবারক, সবাইকে জানাই পবিত্র ঈদুল আযাহা'র শুভেচ্ছা ও অভিনন্দন।
28/06/2023

ঈদ মোবারক, সবাইকে জানাই পবিত্র ঈদুল আযাহা'র শুভেচ্ছা ও অভিনন্দন।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
21/04/2023

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।

আলহামদুলিল্লাহ সৌদি আরবে 🇸🇦 মাহে রমজান মাসের চাঁদ🌙দেখা গেছে। আমাদের 🇧🇩 দেশে আজ রাঁতে তারাবি নামাজ শুরু, আাগামীকাল প্রথম ...
23/03/2023

আলহামদুলিল্লাহ সৌদি আরবে 🇸🇦 মাহে রমজান মাসের চাঁদ🌙দেখা গেছে। আমাদের 🇧🇩 দেশে আজ রাঁতে তারাবি নামাজ শুরু, আাগামীকাল প্রথম রোজা। আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান শুরু হল, রহমতের মাস। রহমতের মাসে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের অতীতের সকল গুনাহ গুলো ক্ষমা করে দেন,🤲আমিন। মহান রাব্বুল আলামীন আমাদের যেন সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন, আমিন।

20/02/2023
কমলগঞ্জে ঐতিহ্যবাহী ভানুগাছ বাজার এর পৌষ সংক্রান্তির মাছের মেলা।
14/01/2023

কমলগঞ্জে ঐতিহ্যবাহী ভানুগাছ বাজার এর পৌষ সংক্রান্তির মাছের মেলা।

মৌলভীবাজার থেকে শমশেরনগর বা কমলগঞ্জ যাতায়াত করার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করুন। চৈত্রঘাট ব্রিজ অনেকটা নিচের দিকে দেবে ...
18/12/2022

মৌলভীবাজার থেকে শমশেরনগর বা কমলগঞ্জ যাতায়াত করার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করুন। চৈত্রঘাট ব্রিজ অনেকটা নিচের দিকে দেবে গেছে। বর্তমানে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই বন্যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। মহান আল্লাহ আপনি সহায...
20/06/2022

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই বন্যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। মহান আল্লাহ আপনি সহায় হোন৷ ইয়া রব্বুল আলামীন তুমি পূর্ণ ভূমি সিলেটের বানভাসি মানুষের প্রতি সদয় হও।

প্রতি মূহুর্তে পানি বাড়ছে। অনবরত বৃষ্টি হচ্ছে। বাচ্চাদের কান্না, গরুর হাম্বা হাম্বা ডাক, গবাদিপশু ভেসে যাচ্ছে। মুরব্বিদের হা হু গোঙানির আওয়াজ। মা তার সন্তানকে হারানোর ভয়ে কাঁদছে। চোখের সামনে অনেককিছু হারিয়ে যাচ্ছে। বাবাদের অসহায় মুখ। আকাশ থেকে বৃষ্টি পড়ছে অনবরত। খাওয়ার কোনো ব্যবস্থা নেই। না আছে শোয়ার ব্যবস্থা, না আছে বসার উপায়।

এই মুহূর্তে দরকার উদ্ধার অভিযান। ট্রলার ও নৌকা দরকার। 🤲 ইয়া আল্লাহ সহায় হউন 🤲

সেনাবাহিনী ও নৌবাহিনীকে দ্রুত মোতায়েন এখন উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

এক মানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে। ইয়া আল্লাহ, রহম করুন।

সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে আর ৪ ইঞ্চির মত পানির লেভেল বৃদ্ধি পেলে পুরো সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। গ্রীড স্টেশন বন্ধ...
17/06/2022

সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে আর ৪ ইঞ্চির মত পানির লেভেল বৃদ্ধি পেলে পুরো সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। গ্রীড স্টেশন বন্ধ হওয়া মানে বুঝতে পারছেন?? প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে। চাইলেও দূর্গত এলাকায় মানুষ ত্রাণ নিয়ে এগিয়ে যেতে পারবে না পরিবহণ ব্যবস্থার কারণে। নেটওয়ার্ক ব্যবস্থা পুরো কলাপ্স করবে। সিলেটের সাথে অন্যান্য জেলার কোনো মানুষ যোগাযোগ করতে পারবে না। অলরেডি সুনামগঞ্জের অনেকের মোবাইলে চার্জ আছে। কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন।
পাওয়ার গ্রীড স্টেশনের কর্মকর্তাদের ভাষ্যমতে, উনাদের কর্মজীবনের ইতিহাসে কখনো গ্রীড স্টেশন বন্যার জন্য বন্ধ করতে হয়নি। কিন্তু এবার এটা করতে হবে তাদের কাছে মনে হচ্ছে। একবার গ্রীড স্টেশনে পানি ঢুকে গেলে সেটা পুনরায় চালু করতে অনেক বেশি বেগ পেতে হবে।
সুনামগঞ্জের মানুষদের অবস্থা বর্ণণাতীত। তারা এখন বুভুক্ষের মত ত্রাণের জন্য অপেক্ষা করছে। অতীতের কোনো বন্যাতে যাদের বাড়িতে পানি ঢুকার রেকর্ড নাই তারাও পানির নিচে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ কাকভেজা হয়ে, অনাহারে, অনিদ্রায় দাঁড়িয়ে আছে। এলাকার যুবসমাজ যারা মোটামুটি শ্রম দিয়ে সাহায্য করছিল তারাও হাঁপিয়ে গেছে। ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স এগিয়ে না গেলে মানুষগুলো এমনিতেই মারা যাবে। ফসলের মায়ায় যারা গতকাল রাত পর্যন্ত পানি কমার অপেক্ষায় ছিল তারাও আজকে জীবনের মায়ায় সব ছেড়েছুড়ে নিরাপদ আশ্রয় খোঁজে বেড়াচ্ছে।
গোয়াইনঘাট এলাকায় গেলে এখন বিশ্বাস করতে কষ্ট হবে যে এখানে মানুষের বসতি ছিল। চারদিকে পানি। ফেইসবুকে দেখলাম স্থানীয় রেসপন্স টিম কাজ করছে। কিন্তু কয়জনকে উদ্ধার করবে?
এতবড় এক বিপদের সম্মুখীন এই সিলেটকে নিয়ে মেইনস্ট্রীম মিডিয়ায় কোনো কাভারেজ নেই। ভয়াবহ এই বিপর্যয় ঘীরে যেখানে প্রত্যেকটা চ্যানেলের কাভারেজ থাকার কথা সেখানে তেমন কোনো সাড়া নেই। আমরা যারা মোটামুটি নেটওয়ার্কের আওতায় আছি তারা নাহয় ফেইসবুকে টুকটাক লিখে জানাতে পারছি। এটাও কতক্ষণ পারব জানিনা। পাওয়ার স্টেশন ডুবে গেলে সেটাও অসম্ভব হয়ে যাবে।
দেশের অন্যান্য প্রান্তে যারা ভাল আছেন তারা আমাদের ভাল থাকার জন্য দোয়া করুন, সামর্থ্য থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ফেইসবুকে সার্চ করলেই অনেক নাম্বার পাবেন যারা আপনার সাহায্যের আশায় বসে আছে। আশ্রয় কেন্দ্রের মানুষগুলো কোনো খাবার পাচ্ছেনা। সব পানির নিচে। সব..!!

® সালাহ উদ্দিন

12/06/2022

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসে ভয়াবহ আগুন।

Address

Kamalganj, Moulvibazar, Sylhet
Kamalganj
3220

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের কমলগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share