Mrinal Mia official

Mrinal Mia official সব সময় সত্য-বল এমনকি তা অন্যদের কাছে কঠিনও অপছন্দনীয় হয় তবুও সত্য কথা বল
সৎপথে চল অসৎ পথ বর্জন করো

মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে; তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষে...
25/03/2024

মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে; তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুক-এ লাইক-এর সংখ্যা দিয়ে যাচাই করা যায় না; মৃত্যুর পর উনার জানাজায় ক'জন হাজির হলেন- সেটাও দেখার বিষয়❓

24/01/2024

নিজের সন্তানদের সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলা প্রতিটি মা, বাবার ঈমানি দায়িত্ব 🕋
#ইসলামিক
#ইসলাম

ঈদ মোবারক সবাইকে 🤍🤍قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُکِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَবল, ‘নিশ্চয় আমা...
29/06/2023

ঈদ মোবারক সবাইকে 🤍🤍

قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُکِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’।
সুরা: আল-আন'আম || আয়াত: ১৬২

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ : আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করুন।

পৃথিবীর সমস্ত অংশের ইসলাম ধর্মালম্বী মুসলিম ভাই-বোন দের কে জানাই ঈদুল আয্হার শুভেচ্ছা ও মোবারক।
27/06/2023

পৃথিবীর সমস্ত অংশের ইসলাম ধর্মালম্বী মুসলিম ভাই-বোন দের কে জানাই ঈদুল আয্হার শুভেচ্ছা ও মোবারক।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমীন।
27/06/2023

আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমীন।

04/03/2023

কালেমা নিয়ে দ্বন্দ্ব কেন ইসলামে।

কথাঃ MM & Iqbal Hossain

সুরঃ Mahfuz Mamun

19/02/2023

🌹প্রতিদিন অল্পকিছু হলেও সদকা করা।🌿হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, প্রতিদিন সকালে দুজন...
14/02/2023

🌹প্রতিদিন অল্পকিছু হলেও সদকা করা।

🌿হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা (আসমান থেকে) অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ, যে দান করে তাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ, যে দান করে না, তাকে *ধ্বং*স করে দিন’।
,,,,,,(সহিহ বুখারি: ১৪৪২; মুসলিম ১০১০),,

জী অবশ্যই কথা রাখতে হবে। আলহামদুলিল্লাহ্,💯
10/02/2023

জী অবশ্যই কথা রাখতে হবে। আলহামদুলিল্লাহ্,💯

09/02/2023

Address

Sonarai, Marachara, Dhalai
Kamalpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mrinal Mia official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mrinal Mia official:

Share