G N N 24×7

G N N 24×7 News

24/07/2025

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ!

24/07/2025

চিনে ফেলল পরিবার! অজ্ঞাত মৃতদেহ ঘিরে রহস্য, পরিবারের দাবি– খুনের সম্ভাবনা

রামপুরহাট, বীরভূম:

অবশেষে রহস্য ভেদ হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে। মৃতদেহের পরিচয় শনাক্ত করল পরিবার। জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাকেশ শেখ ওরফে লেদা, যিনি রামপুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়ার বাসিন্দা।
পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যার পর থেকেই রাকেশ নিখোঁজ ছিলেন। তিনি আর বাড়ি ফেরেননি রাতে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করেন কিন্তু কোথাও তার হদিশ মেলেনি।
এদিন সকালে একটি খবর সম্প্রচারের মাধ্যমে পরিবারের নজরে আসে একটি অজ্ঞাত মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রয়েছে। এরপরেই পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যান ও মৃতদেহ দেখে তাঁকে রাকেশ শেখ হিসেবে শনাক্ত করেন।
তবে এখানেই শেষ নয়। পরিবারের দাবি, মৃতদেহে একাধিক চোটের চিহ্ন দেখা গিয়েছে। এই কারণেই তারা সন্দেহ করছেন যে রাকেশকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে আরও জানা যায়, তাঁরা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন।

22/07/2025

হালিশহর চৈতন্য ডোবা ঘাটে বিজেপি দিলীপ ঘোষের সম্বন্ধে পরল বিতর্কিত পোস্টার।
ওই পোস্টারে লেখা ২১ জুলাই যারা দিলীপ দা কে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের ঝাঁপ দেওয়া স্থান।
স্থানীয় বাসিন্দারা জানায় আমরা দেখিনি কে পোস্টার লাগিয়েছে কিন্তু সকাল থেকেই দেখছি এই পোস্টটার লাগানো। ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস বলেন এইসব পোস্টার বিজেপি লাগিয়েছে তারা হাইলাইট হতে যাচ্ছে আমাদের তৃণমূলের অত সময় নেই দিলীপের বিষয়ে ভাবার, আমরা ২৬ এ দিদিকে মুখ্যমন্ত্রী করার জন্য ব্যস্ত রয়েছে

21/07/2025

আসামের পরে বাংলার বুকেও বাংলায় কথা বলায় বাঙালিকে বাংলাদেশি তকমা! এ বিষয়ে কি বললেন বিশিষ্ট সাহিত্যিক দীপঙ্কর মজুমদার? শুনে নিন আমাদের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে!

21/07/2025

অসমের পর এবারে বাংলাতেও বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা! এই বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করলেন শ্রমিক নেতা সুশীল ঠাকুর!

21/07/2025

আসামের পর এবার বাংলাতেও বাঙালিকে শুনতে হলো বাংলাদেশি তকমা।

২০ জুলাই দুপুর সাড়ে তিনটা নাগাদ নিজের বান্ধবীকে ট্রেন ধরাতে গেলে কাঁচরাপাড়ার এক যুবক ও তার বান্ধবী কে হেনস্থার শিকার হতে হয় কাঁচরাপাড়া স্টেশনে। অভিযোগকারী যুবক প্রীতম ঘোষাল জানান আজ দুপুরে তিনি তার বান্ধবীকে কাঁচরাপাড়া স্টেশনে ছাড়তে এলে দুই হিন্দিভাষী যুবক দাবি করে তারা রেল পুলিশের কর্মচারী এবং অভিযোগকারী ও তার বান্ধবীকে নানাভাবে হেনস্থা করা শুরু করে অভিযোগকারীর বান্ধবীকে প্রথমে কটুক্তি করা হয় তারপর তাদের দুজনকেই তাদের আইডেন্টিটি কার্ড দেখাতে বলে ওই যুবকেরা ঘটনা ক্রমে অভিযোগকারী তাদের সাথে বাংলায় কথা বলতে চাইলে তারা বলে এটা ভারত এখানে হিন্দি ভাষা চলবে। পাশাপাশি তারা বলে হরিয়ানায় গেলে বাঙ্গালীদের কে দেখে নেওয়া হবে। এই ঘটনারই প্রতিবাদে আজ বাংলা পক্ষের তরফ থেকে কাঁচরাপাড়া স্টেশনে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয় এবং কাঁচরাপাড়া জিআরপির কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় এ বিষয়ে কি বললেন অভিযোগকারী প্রীতম ঘোষাল এবং বাংলা পক্ষের নেতৃত্ব শুনুন!

Garga Chatterjee

হাওড়া - বাংলা পক্ষ Howrah - Bangla Pokkho

বাংলা পক্ষ উত্তর 24 পরগনা শিল্পাঞ্চল Bangla Pokkho Silpanchal

19/07/2025

শুভায়ন সংস্থার একটি সুন্দর উপস্থাপনা দেখে নিন কি বললেন শুভায়ন সংস্থার কর্মধার অয়ন দাস এবং প্রধান অতিথি অনিলোভ গঙ্গোপাধ্যায়!

19/07/2025
18/07/2025

মানচিত্র ইন্ডিয়ান হিমালয়ান সেন্টার অফ এডভেঞ্চার ইকো ট্যুরিজম (IHCAE)এর প্রশিক্ষক আশাল রাই ১৫ জুলাই এক ভয়ঙ্কর বড়ফের লেন্স লাইটের শিকার হয়, ঘটনাটি ঘটেছে লাদাখ নুন কুল পর্বত শৃঙ্খলায়, এতে নর্থ বেঙ্গল সিকিম হিমালয়ান রাইটার গ্রুপের সদস্যরা বাগডোগরা বিমানবন্দর থেকে রোহিনী টোল পর্যন্ত শেষ রাইটার শ্রদ্ধাঞ্জলি, এতে রাইটার মহলে একটা শোকের ছায়া।

18/07/2025

কিসের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ?
তাহলে কি এবার একুশে জুলাই এর মঞ্চে ধর্মতলায় দেখা যাবে দিলীপকে?

17/07/2025

হুগলীতে উদ্ধার নরকঙ্কাল! এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছরিয়েছে এলাকায়!

17/07/2025

সাংবাদিকদের মুখোমুখে বিস্ফোরক দিলীপ ঘোষ!
কি বললেন তিনি?

Address

Kanchrapara

Telephone

+916290328411

Website

Alerts

Be the first to know and let us send you an email when G N N 24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G N N 24×7:

Share