G N N 24×7

G N N 24×7 News

13/10/2025

হালিশহরের প্রাক্তন মন্ডল সভাপতি কাশীশ্বর চক্রবর্তীর বাড়িতে সৌজন্য সাক্ষাতে এলেন বিজেপি নেতা শংকর ঘোষ! আরো উপস্থিত ছিলেন হালিশর মন্ডলের বর্তমান সভাপতি সঞ্জয় সেন তার সাথে মন্ডলের দুই সাধারণ সম্পাদক আশীষ নন্দী ও প্রশান্ত ঘোষ এবং মন্ডলের বিভিন্ন নেতৃবৃন্দ!

13/10/2025

দেড় ঘণ্টা অপেক্ষা, তবু এল না এম্বুলেন্স! সন্তান জন্ম দিয়েই অকালে নিভে গেল ২৫ বছর বয়সী গৃহবধূর প্রাণ! ফারাক্কা ব্লক হাসপাতালে বিক্ষোভ

রেফার করার পর টানা দেড় ঘণ্টা ধরে মরিয়া চেষ্টা। ফোনের পর ফোন। তবুও মিলল না সরকারি এম্বুলেন্স! শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণী মা। হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে।

পরিবার সুত্রে জানাযায়, মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন (২৫), বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে। অভিযোগ, রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর জামিলাকে ফারাক্কা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। এরপর শুরু হয় অপেক্ষা—একবার নয়, বারবার ফোন করা হয় ১০২ নম্বর সরকারি এম্বুলেন্স সার্ভিসে। তবুও দেড় ঘণ্টা কেটে যায়, কিন্তু দেখা মেলেনি এম্বুলেন্সের। অবশেষে দীর্ঘক্ষণ পর নিজেদের উদ্যোগেই অর্জুনপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই গৃহবধূকে জঙ্গিপুর নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু না, অসহায় পরিবারের চোখের সামনেই মৃত্যু হয় জামিলা খাতুনের বলে জানাযায়। নবজাতককে কোলে নিয়েই ভেঙে পড়েন স্বজনরা। আজ দুপুরে মুহূর্তে হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয় বিক্ষোভ।

স্থানীয়দের অভিযোগ, “সরকারি এম্বুলেন্স সার্ভিস যদি সময়মতো না আসে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতা।” ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। এম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার করেছেন ফারাক্কা ব্লক হাসপাতাল এক চিকিৎসক। এদিকে এক নবজাতক পৃথিবীর আলো দেখল ঠিকই, কিন্তু জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মাকে হারাল। প্রশ্ন উঠছে—একটি ফোনকলের জবাব সময়মতো পেলে কি বাঁচানো যেত না এই তরুণী মাকে? স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সাধারণ মানুষের অভিযোগ, শুধু ফারাক্কা ব্লক নয়, সর্বত্রই ১০২ নম্বর এম্বুলেন্সের গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। অবিলম্বে বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন আমজনতা।

11/10/2025

জুটের বস্তা চালু করতে হবে, বন্ধ করতে হবে প্লাস্টিক বস্তার ব্যবহার! এই দাবীতে অভিনব প্রতিবাদে মুখর শ্রমিক নেতা সুশীল ঠাকুর!

10/10/2025

পুরাতন মালদায় চাঞ্চল্যকর ঘটনা — শ্বশুরের যৌনাঙ্গ চেপে হত্যার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ, পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের মাধাইপুর মোরগ্রাম এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নূর শেখ (বয়স প্রায় ৬০)। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, পুত্র (যিনি ভিনরাজ্যে শ্রমিক), এবং অভিযুক্ত বৌমা সুলতানা বিবি সহ তার পুত্রের পাঁচ সন্তান।

ঘটনাক্রমে জানা যায়, এদিন বাড়িতে পারিবারিক অশান্তি বাধে। সেই সময় উত্তেজনার বশে সুলতানা বিবি allegedly শ্বশুরের হাত কামড়ে দেয় ও যৌনাঙ্গ চেপে ধরে, ফলে ঘটনাস্থলেই নূর শেখের মৃত্যু হয় বলে অভিযোগ।

ঘটনার খবর ছড়াতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ অভিযুক্ত বৌমা সুলতানা বিবিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। এলাকাবাসীর দাবি, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক প্রশাসন।

08/10/2025

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জাতীয় কংগ্রেসের তরফে বিএলও-দের তালিকা জমা দিতে এসেছেন কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায়।

07/10/2025

উত্তরবঙ্গ যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?

06/10/2025

উত্তাল সমুদ্র, স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হলো এক যুবকের!

06/10/2025

নাগরকাটায় আক্রান্ত বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা! কি বললেন তৃণমূল নেতা উদয়ন গুহ?

06/10/2025





বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভ এবং হামলার মুখে বিজেপি বিধায়ক শংকর ঘোষ। চটি ছোড়া হয় বিধায়কককে লক্ষ্য করে। ভাঙচুর করা হয় তার গাড়িতেও বলে অভিযোগ। খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। নাগরাকাটার ঘটনা।
আক্রান্ত হন বিধায়ক খগেন মুর্মুও। তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিধায়ক শংকর ঘোষ।

05/10/2025

রাতভর মেঘভাঙা বৃষ্টির যের, বিদ্ধস্ত সমগ্র ডুয়ার্স!

03/10/2025

শ্রীরামপুরে ভাইরাল ভিডিও: মদ্যপ অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরকে জনতার মারধর
জিয়াউল হক//শ্রীরামপুর
বটতলায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ, সব ডিউটি থেকে সাময়িক অব্যাহতি

শ্রীরামপুর: দুর্গাপূজোর দশমীর রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই তোলপাড় হয়েছে শ্রীরামপুর শহর। ভিডিওতে দেখা যায়—a ট্রাফিক ইন্সপেক্টর দায়িত্বরত অবস্থায় মদ্যপ বলে সোজা দাঁড়াতে পারছেন না, বারবার টলে পড়ছেন। উত্তেজিত জনতা তাকে রাস্তায় বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সহকর্মী পরে ওই অফিসিকে উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরেই চন্দননগর পুলিশ অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তিনি ক্লোজ করা হয়েছে এবং আপাতত সমস্ত ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে—কীভাবে এমন পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চন্দননগর কমিশনারেটের এক আধিকারিক। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা সম্পূর্ণভাবে এখনও যাচাই করেনি দ্য ওয়াল।

স্থানীয়দের অভিযোগ, বিসর্জন শেষে রাস্তায় মানুষের ভিড়ের সময়ই ওই ট্রাফিক ইন্সপেক্টরকে এ অবস্থায় দেখা যায়। তাঁর সহকর্মীরা চেষ্টা করেন তাকে সামলে নিয়ে যাওয়ার, কিন্তু ততক্ষণে জনতা ক্ষুব্ধ হয়ে উঠে এবং তৎপরতায় তাঁকে মারধর করে। এলাকাবাসী প্রশ্ন তুলেছেন—ডিউটিরত অবস্থায় কেন নেশাসেবনের সুযোগ পেলেন ওই পুলিশ কর্মী?

এ ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিক্রিয়া এসেছে। এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস বলেন, “আইনের রক্ষকরা যদি নিজেই আইন ভাঙেন, তা চরমভাবে উদ্বেগজনক। পুলিশ ইউনিফর্ম পড়ে মদ্যপ অবস্থায় ডিউটি গ্রহণ নিন্দনীয়।”

বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, “সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। ওই অফিসারের কাউন্সেলিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন—কারণ এক জনের আচরণ পুরো বাহিনীর ভাবমূর্তিকে আঘাত করে।”

অপর দিকে তৃণমূল যুব কংগ্রেসের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী জানান, “উৎসবটি নিরাপদভাবে সম্পন্ন হয়েছে এবং জনসাধারণের ওপর কোনও অনুপযুক্ত প্রভাব পড়েনি। একজন পুলিশ কর্মীর কারণে গোটা বাহিনীর কলঙ্ক করা ঠিক হবে না। মানুষের কাছে অনুরোধ—আইন নিজের হাতে না নিয়ে পুলিশকে কাজ করার সুযোগ দিন।”

পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে প্রযোজ্য আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

03/10/2025

দশমীর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা ধূপগুড়িতে, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ৩ ঘটনায় আহত আরও সাত।

দশমীর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ভিড়ের মধ্যেই হঠাৎ দোকানে ঢুকে পড়ে গাড়ি। ঠাকুর দেখতে বেরিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু তিনজনের। আহত অন্তত পক্ষে সাত।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪-এ ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আধিকারিকরা পৌঁছান। শুরু হয় দ্রুত গতিতে উদ্ধার কাজ। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিশপ্ত গাড়িটির চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েন।

আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ।
একদিকে প্রতিমা নিরঞ্জন অন্যদিকে ঠাকুর দেখা, সকলেই আনন্দের মধ্যে ছিল। সেই সময় হঠাৎ বিলাসবহুল একটি গাড়ি একেবারে দ্রুতগতিতে ছুটে আসে। শুধু তাই নয়, রাস্তার পাশে থাকা একটি দোকানে সরাসরি ঢুকে পড়ে। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে অনেকেই ঠাকুর দেখছিলেন। ঘাতক গাড়িটির ধাক্কায় একেবারে ছিটকে যান বেশ কয়েকজন। রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় মানুষজনই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

Address

Kanchrapara
743134

Telephone

+916290328411

Website

Alerts

Be the first to know and let us send you an email when G N N 24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G N N 24×7:

Share