BangaDristi News

BangaDristi News এই পেজের মাধ্যমে সামাজিক কাজের খবর গু

বীজপুর সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্রের জীবনাবসান ঘটে গেলো। গতকাল মঙ্গলবার সকাল ৮'৪০ মিনিটে শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা ...
02/04/2025

বীজপুর সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্রের জীবনাবসান ঘটে গেলো। গতকাল মঙ্গলবার সকাল ৮'৪০ মিনিটে শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করলেন শ্রী শঙ্কর শীলাদিত্য মহাশয় . ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি আমাদের নিউজ এর পক্ষ থেকে.

নিজস্ব সংবাদদাতা: আজ সকাল ভোর পাঁচটায় সময় ব্যারাকপুর ব্লকের অন্তর্গত কাকিনাড়া পানপুরের একটি গ্রামের অঞ্চলে 8 টি নিম গ...
30/06/2024

নিজস্ব সংবাদদাতা: আজ সকাল ভোর পাঁচটায় সময় ব্যারাকপুর ব্লকের অন্তর্গত কাকিনাড়া পানপুরের একটি গ্রামের অঞ্চলে 8 টি নিম গাছ রোপন করলেন গ্লোবাল গ্রিন ফোর্স এর শ্যামনগর শাখার অন্যতম সদস্য কবিতা কর্মকার ( ত্রিবেণী গার্লস হাই স্কুল এর শিক্ষকা) এবং দীপাঞ্জন ঘোষ ( ভাটপাড়া অমর কৃষ্ণ পাঠশালার শিক্ষক) . এবং পুরো বর্ষা জুড়েই প্রতি সপ্তাহে চারটি করে গাছ রোপন করার প্রতিশ্রুতি নিয়েছেন এই দম্পতি, পাঁচই জুন কাঁঠাল গাছের রোপনের মাধ্যমে তাদের এই কর্মসূচি শুভ আরম্ভ হয়েছে।

23/01/2024

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান কর্মসূচি বিভিন্ন জায়গাতে পালিত হল এবং শ্রীরামচন্দ্রের পূজা-অর্চনা করা হলো বিভিন্ন অঞ্চলে সেই ছবি তুলে ধরা হলো আমাদের চ্যানেলে

17/01/2024

নিজস্ব সংবাদদাতা: সাধক কবি রামপ্রসাদ নাট্যোৎসব ২০২৪' রবিবার সকাল 11 টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত । প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত সংগীতের পর আমাদের সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা হল এবং আবৃত্তি, নাটক, শ্রুতি নাটক এবং সমবেত নৃত্যর মাধ্যমে অনুষ্ঠান পর্ব সমাপ্ত হল.

25/12/2023

23 শে ডিসেম্বর সমন্বয় ট্রাস্ট NGO র দ্বারা আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও সম্বর্ধনা অনুষ্ঠান 2023 সাড়ম্বরে উদযাপিত হলো গড় রাইপুর হাইস্কুলে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন All India NGO Welfare Association এর কেন্দ্রীয় সভাপতি ও সমাজ বিজ্ঞানী ডঃ তাপস দে, রাইপুর ব্লকের BDO হীরক বিস্বাস,বিশিষ্ট সমাজসেবী ও জেলা পরিষদের সদস্য রাজকুমার সিংহ,রাইপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল,সমন্বয় ট্রাস্টের প্রধান হেমন্ত করণ, বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক প্রশান্ত ষন্নিগ্রহী।
এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের 50 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজকর্মী।সকলকে সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়।
আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সহ অঙ্কন ,নৃত্য ও সংগীত প্রতিযোগিতা।প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কে পুরষ্কৃত করা হয়।
All India NGO Welfare Association এর কেন্দ্রীয় সভাপতি ও সমাজ বিজ্ঞানী তাপস দে রাইপুর ব্লকের একটি সমাজসেবী NGO সমন্বয় ট্রাস্টকে সমাজের বিভিন্ন স্তরে তাদের বিস্তৃত উন্নয়ন মূলক কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন ।সমন্বয় ট্রাস্টের কর্ণধার হেমন্ত করন সমাজের সকল প্রকার মানুষকে সমন্বয় ট্রাস্টের এগিয়ে চলার পথে সঙ্গী হওয়ার জন্য আহ্বান জানান।

22/11/2023

শিশু দিবস ও দীপাবলি উপলক্ষে সমন্বয় ট্রাস্ট এর আয়োজনে এবং নবোদয় সংঘের পরিচালনায় বাঁকুড়া জেলার জঙ্গলমহল তথা রাইপুর ব্লকে অনুষ্ঠিত হলো একটি সাংস্কৃতিক সন্ধ্যা । এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষ জনেদের উল্লাস এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো । প্রতিযোগিতা পর্ব গুলি ছিল কবিতা আবৃত্তি ,বসে আঁকো ,নৃত্য প্রতিযোগিতা ,মিউজিকাল চেয়ার এইভাবে সর্বমোট 15 টি। প্রতিযোগিতা আয়োজিত হয় সমন্বয়ে ট্রাস্টের প্রেসিডেন্ট কথায় - ছোট ছোট শিশুদের সাংস্কৃতিক মনোভাবাপন্ন উচ্ছাস ও অংশগ্রহণে আমরা অভিভূত এবং পেঁচাকলা নবোদয় সংঘের ব্যবস্থাপনায় আমরা ধন্য ।
প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী নরসিংহ প্রতিহার মহাশয় এবং এলাকার স্বনামধন্য সংগীত শিক্ষক শ্রী মনোজ কুমার মাইতি মহাশয় ও অনেক বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিগন ।

23/10/2023

এখন আমরা চলে এসেছি হালিশহরে সবুজ সংঘ

23/10/2023

আমরা এখন চলে এসেছি কাপার শুভেচ্ছা ক্লাবে

23/10/2023

এখন আমরা চলে এসেছি কল্যাণী রথ তলা চন্দ্রদ মন্দির

23/10/2023

কাঁচরাপাড়া আগরীপাড়া অগ্রগামী সংঘ

23/10/2023

এখন আমরা চলে এসেছি নৈহাটি মাছ বাজার রাজেন্দ্রপুর

22/10/2023

লক্ষীনারায়ণ মন্দির গয়েশপুরে যোগাযোগ সংঘ ৭৫ তম

Address

HALISAHAR
Kanchrapara
743134

Telephone

+918420831616

Website

Alerts

Be the first to know and let us send you an email when BangaDristi News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BangaDristi News:

Share