
23/07/2025
*পৌরপ্রধান কমল অধিকারী স্টুডেন্টদের খালি পায়ে খেলতে দেখে সকলের জন্য বুটের ব্যবস্থা করতে চলেছেন খুশি সকল খেলা প্রেমী ছাত্ররা*
সৌভিক সরকার:: যেভাবে বীজপুর নিয়ে শিক্ষা উন্নয়ন খেলা মেলা নিয়ে সর্বদা চলছেন বিধায়ক সুবোধ অধিকারী।তেমনি বিধায়ককে সঙ্গে নিয়ে কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী উন্নয়ন শিক্ষা ও ছাত্রদের খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে এক ধাপ এগিয়ে যেতে চাইছেন। কোন ছাত্র-ছাত্রীরা পড়াশোনার দিক থেকে ও সবকিছুতে যাতে পিছিয়ে না পড়ে সর্বদা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেন। তেমনি আজ কাচড়াপাড়া হারনেট হাইস্কুলে গিয়ে সকল ছাত্রদের খালি পায়ে খেলতে দেখে সকলের জন্য আগামী দিনে বুটের ব্যবস্থা করতে চলেছেন।ছাত্ররা যাতে আরো ভালো করে খেলুক ও কাঁচরাপাড়ার নাম উজ্জ্বল করুক। পৌর প্রধানের এমনই বার্তা শুনে ভীষণ খুশি ছাত্র সহ প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা।