Samachar Saatdin - সমাচার সাতদিন

Samachar Saatdin - সমাচার সাতদিন "SAMACHAR SAATDIN" Is An ONLINE NATIONALISED BENGALI News Portal.

09/07/2025

হালিশহর পৌরসভার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির

08/07/2025

আবারো CPIM - এর বিরাট ভাঙ্গন...TMC তে যোগদান শতাধিক

05/07/2025

ত্রিপর্নর কর্নধার প্রবীর সরকার সবুজায়নের বার্তায় কী বললেন.......

05/07/2025

হালিশহর বাম তাঁরা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উল্টো রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেব মাসীর বাড়ি থেকে পুনরায় রওনা দিলেন তার নিজের বাড়িতে। এই রথযাত্রা দেখতে রাস্তার দু'ধারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জয় জগন্নাথ!

05/07/2025

Power Diva Studio-এর পরিচালনায় আয়োজিত হল প্রাক পুজো এক্সিবিশন। কল্যাণী শহরের এক অভিজাত ব্যাঙ্কোয়েটে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুজয়নীল বন্দ্যোপাধ্যায়, উদ্যোক্তা স্মিতা চক্রবর্তী গড়াই সহ প্রায় ২৫জন সেলার, যারা বিভিন্ন রকমারি শাড়ি, হ্যান্ডমেড গয়না, কাস্টোমাইজ ক্যান্ডেলের পসরা সাজিয়ে বসেছেন। এই মিলনোৎসবকে ঘিরে ক্রেতাদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

01/07/2025

কাঁচরাপাড়া ৫নং ওয়ার্ডে জাতীয় চিকিৎসক দিবস পালিত হোলো

29/06/2025

বিজেপিতে আবারো বড়ো ভাঙন, তৃণমূল কংগ্রেসে যোগদান

27/06/2025

পুণ্য রথযাত্রার দিনে হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো খুঁটিপুজো

27/06/2025

দীঘা রথযাত্রায় রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জগন্নাথদেব, সুভদ্রা দেবী ও বলভদ্র। প্রথমেই আরতি করে, সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে, রথের‌ রশিতে টান দিয়ে শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রথের পেছনেই পায়ে হেঁটে হেঁটে তিনি মাসির বাড়ি পর্যন্ত যান। তার সাথে রাজ্যের মন্ত্রীদের মধ্যে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সুজিত বোস, স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায় সহ মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকগণ। দেখে নিন দীঘা থেকে আকাশ ভট্টাচার্য্যের সেই প্রতিবেদন।
Mamata Banerjee _ Egiye Bangla

27/06/2025

প্রথমবারের জন্য দীঘায় আয়োজিত রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব। বেলা গড়াতেই রথে চাপলেন জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও বলভদ্র দেব; এবার শুধু রথের রশিতে টানের অপেক্ষা। দুপুর ২:৩০মিনিটে সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু মেরে রথযাত্রার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রায় অংশগ্রহণ করতে দুর-দুরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় লক্ষনীয়।
প্রতিবেদন - আকাশ ভট্টাচার্য্য
Mamata Banerjee _ Egiye Bangla

25/06/2025

আজ নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে কলকাতা ফুটবল লীগের বর্ণাঢ্য উদ্বোধন হল। বিকেল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন জিমন্যাস্টিক, সম্বলপুরী নৃত্য, পৌষালী ব্যানার্জীর সঙ্গীত, চমকদার লেজার শো ও আতসবাজি প্রদর্শনী; এক কথায় বলা চলে এবারের উদ্বোধনী অনুষ্ঠান একেবারে জমজমাট করে তুলতে অনেকটাই সক্ষম হয়েছে আইএফএ। সাথেই ছিল দর্শকদের মধ্যে ফুটবল বিতরণ, খেলা নিয়ে তাদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিনের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে বিএসএস স্পোর্টিং এবং কালীঘাট মিলন সংঘ। তবে এত কিছুর মাঝেও আইএফএ তৃণমূলস্তরে জেলাভিত্তিক ফুটবলার কতজনকে তুলে আনতে পারে, তা আগামী দিনে বিবেচ্য বিষয়।
রিপোর্ট - আকাশ ভট্টাচার্য্য ও সোনালী ব্যানার্জী।
Indian Football Association - IFA

25/06/2025

মাদক বিরোধী দিবসে বার্তা পুলিশ প্রশাসনের

Address

Kanchrapara

Alerts

Be the first to know and let us send you an email when Samachar Saatdin - সমাচার সাতদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samachar Saatdin - সমাচার সাতদিন:

Share