
18/06/2025
বেসরকারি হাসপাতালের "হিডেন কস্ট" বন্ধে নতুন বিল রাজ্য বিধানসভায়! এই বিল অনুয়ায়ী বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে চিকিৎসা প্যাকেজের খরচের তালিকা এবার প্রকাশ্যে ডিসপ্লে করতে হবে। নির্ধারিত প্যাকেজের বাইরে রোগীর পরিবার থেকে কোনো অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।
দিদিই ভাবেন আমজনতার কথা!