Dreamland E Care ড্রিমল্যান্ড ই কেয়ার

  • Home
  • India
  • Karandighi
  • Dreamland E Care ড্রিমল্যান্ড ই কেয়ার

Dreamland E Care  ড্রিমল্যান্ড ই কেয়ার We provide all types of Educational and travels related Content.

(Special Intensive Revision)এর হিয়ারিং! কোন কোন কারণে ডাক পড়তে পারে আপনার?চলছে এসআইআর। ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জা...
21/11/2025

(Special Intensive Revision)এর হিয়ারিং! কোন কোন কারণে ডাক পড়তে পারে আপনার?

চলছে এসআইআর। ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। এরপর, ৭ ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন? কেনই বা আপনাকেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে?

৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন। ডিসেম্বরের ৯ তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তারপর চলবে সেই তালিকা সংশোধন। এর মধ্যে ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। এরপর, ৭ ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট।

কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন? কেনই বা আপনাকেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে?

২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা যে তথ্য জমা দিচ্ছেন, ইআরও-এর মনে হলে তাঁদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই ১১টি নথির মধ্যে ১টি নথি দেখাতে হবে।

এ ছাড়া ২০০২-এর তালিকায় যাঁদের নিজেদের নাম নেই ও পরিবারের কারও নাম নেই, তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি ১১টি নথির মধ্যে ১টি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআরের ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির।

এ ছাড়া কোনও বৈধ ভোটার হয়তও কোনও ভুল তথ্য দিয়ে ফেলেছেন। তাঁর দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তও। ওই ব্যক্তিকেও হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন।

এমনকি যাঁরা ফর্ম ফিলআপের সময় গোলমাল করেছেন, তাঁদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারে, তাহলেও ওই ব্যক্তিদের হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন।

অর্থাৎ, যেখানেই কোনও ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে, সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য। আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই মিটে গেল। এসআইআরের ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার।

Contact us:- 097750 95680
18/11/2025

Contact us:- 097750 95680

Address

Gopalpur
Karandighi
733215

Alerts

Be the first to know and let us send you an email when Dreamland E Care ড্রিমল্যান্ড ই কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dreamland E Care ড্রিমল্যান্ড ই কেয়ার:

Share