Barak Valley Updates বাংলা

Barak Valley Updates বাংলা Barak Valley Updates is a local news provider and news agency.

20/10/2023

৯৫ বছর বয়সী পাড়ায় চানাচুর বিক্রেতা টুনটুন দাদুকে দিয়েই করিমগঞ্জের ক্লাব শতভিষার মণ্ডপ উন্মোচন

03/10/2023

গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর দিল্লির নয়া সংসদ ভবনে মাতৃভাষা বাংলায় বক্তব্য রেখেছেন শিলচর রাঙ্গিরখাড়ির বাসিন্দা নেতাজি বিদ্যাভবন এইচএস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ঋতুপর্ণা পাল। গর্বিত করলেন অসম সহ বরাক উপত্যকাকে।

হাইলাকান্দিতে  বিষ্ণু রাভা দিবসহাইলাকান্দি ১৯ জুন:  অসমীয়া লোকসাহিত্যের দিকপাল বিষ্ণু রাভার জীবন-দর্শনকে জনপ্রিয় করে ত...
19/06/2023

হাইলাকান্দিতে বিষ্ণু রাভা দিবস

হাইলাকান্দি ১৯ জুন: অসমীয়া লোকসাহিত্যের দিকপাল বিষ্ণু রাভার জীবন-দর্শনকে জনপ্রিয় করে তুলতে সোমবার থেকে রাজ্য সরকারের উদ্যোগে দুইদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে রাজ্যের বিদ্যালয়গুলিতে ১৯ জুন ও ২০ জুন বিষ্ণু রাভার জীবন দর্শন তুলে ধরতে বিভিন্ন কার্যসূচির আয়োজন শুরু হয়েছে। এছাড়া বিদ্যালয়গুলির প্রাত:কালীন সভায় রাভা -সংগীত বাজিয়ে পড়ুয়াদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিষ্ণু রাভার জীবন দর্শন সম্পর্কে ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে সোমবার বিদ্যালয় গুলিতে সমবেত রাভা সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের একটি ভ্যান গাড়ির মাধ্যমে গ্রামাঞ্চলে রাভা সংগীত এবং কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার জীবন দর্শন তুলে ধরা হয় জেলা জুড়ে । এছাড়া শহরের জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগেও সোমবার রাভা সংগীত পরিবেশন করা হয় । মঙ্গলবারও জেলা জুড়ে অনুরূপ কার্যসূচি অব্যাহত থাকবে।

19/06/2023

করিমগঞ্জ জেলায় বিদ্যালয় গুলিতে পাঠদান শুরুর সময় পুনরায় সকাল ৯ টা থেকে করা হল

করিমগঞ্জ ১৯ জুন : করিমগঞ্জ জেলার বিদ্যালয়গুলিতে পাঠদান শুরু করার সময়সূচী পুনরায় পরিবর্তন করে সকাল ৯ টা থেকে করা হয়েছে বলে সোমবার জেলা শাসকের জারি করা এক আদেশে জানানো হয়েছে। এতে বলা হয়েছে বর্তমান প্রতিকূল আবহাওয়ার জন্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধের প্রেক্ষিতে তথা পড়ুয়াদের সুবিধার স্বার্থে গত ৪ জুন তারিখে জারি করা আদেশকে বাতিল করে বিদ্যালয়ের পাঠদান শুরু করার সময় পুনরায় সকাল ৯ টা থেকে করা হয়েছে। এই আদেশ সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে সমানভাবে প্রযোজ্য হবে। উল্লেখ্য, পূর্বে প্রচন্ড দাবদাহের জন্য গত ৪ জুন তারিখে বিদ্যালয় গুলিতে পাঠদান শুরু করা সময় সকাল ৭ টা ৩০ মিনিট থেকে ধার্য করা হয়েছিল।

করিমগঞ্জে বিষ্ণু রাভা দিবস উপলক্ষে সঙ্গীত সহ সুসজ্জিত ট্যাবলো সূচনা করলেন জেলাশাসককরিমগঞ্জ ১৯ জুন : অসমীয়া লোক সাহিত্যে...
19/06/2023

করিমগঞ্জে বিষ্ণু রাভা দিবস উপলক্ষে সঙ্গীত সহ সুসজ্জিত ট্যাবলো সূচনা করলেন জেলাশাসক

করিমগঞ্জ ১৯ জুন : অসমীয়া লোক সাহিত্যের দিকপাল কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার জীবন আদর্শকে জনপ্রিয় করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন কার্যসূচী হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে করিমগঞ্জে ১৯ জুন, সোমবার ও ২০ জুন, মঙ্গলবার দুই দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত হচ্ছে। এই দিবস পালনের সঙ্গে সঙ্গতি রেখে বিষ্ণু রাভার জীবন আদর্শকে জনগণের মধ্যে প্রচার করতে সোমবার করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রাভা সংগীত সহযোগে এক সুসজ্জিত ট্যাবলোর যাত্রা জেলাশাসক কার্যালয় থেকে পতাকা নেড়ে সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব। এই ট্যাবলোর মাধ্যমে সোম ও মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে প্রচার চালানো হচ্ছে। এই ট্যাবলো সূচনা করে জেলাশাসক জানান, জেলার বিদ্যালয় গুলিতে বিষ্ণু রাভার জীবন আদর্শ সম্পর্কে ছাত্রদের অনুপ্রাণিত করতে বিদ্যালয়গুলির প্রাতঃকালীন সভায় রাভা সঙ্গীত বাজিয়ে পড়ুয়াদের উদ্বুদ্ধ করা হবে। এছাড়া এই উপলক্ষে বিষ্ণু রাভার জীবন আদর্শকে প্রচার করতে জেলার চা বাগান এলাকায় মোবাইল ভ্যানের মাধ্যমে এবং এফএলএস যোগেও সঙ্গীত প্রচার করা হচ্ছে।

06/06/2023
27/05/2023
বৃহস্পতিবার কলকাতায় রাস্তার ধারের স্টল থেকে 'পানি পুরি' খাচ্ছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।
27/05/2023

বৃহস্পতিবার কলকাতায় রাস্তার ধারের স্টল থেকে 'পানি পুরি' খাচ্ছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।

20/05/2023

মহিলাদের জন্য ভারতবর্ষ যে সুরক্ষিত সেই বার্তা ছড়িয়ে দিতে সারা দেশ সাইকেল নিয়ে পরিক্রমা করছেন মধ্যপ্রদেশের এক যুবতী ।

ভারতের ১৮ টি রাজ্য সাইকেলে চরে ভ্রমণ করে শিলচরে এসে পৌঁছালেন মধ্যপ্রদেশ রাজগর জেলার আশা মালবী ।

তার এই পথ চলায় উৎসাহিত করার উদ্যেশ্যে বৃহস্পতিবার কাছাড় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ অধীক্ষক নুমাল মহাত্তা আশা মালবিকে কার্য্যালয়ে ডেকে কার্যালয়ে উষ্ণ সংবর্ধনা জানান।

সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আশা জানান, ২০২২ সালের ১ নভেম্বর ভুপাল থেকে একা সাইকেলে করে যাত্রা শুরু করেছিলেন । এখন পর্যন্ত দক্ষিন ভারত সহ ১৮ টি রাজ্য পরিক্রমা করেছেন তিনি ।
১৬ হাজার ২০০ কিলোমিটার পথ ইতিমধ্যে পরিক্রমা করে নিয়েছেন তিনি । ১৯ নম্বর রাজ্য হচ্ছে মিজোরাম।

মিজোরাম থেকে ত্রিপুরা যাবেন বলে জানান তিনি ।

তিনি আরো বলেন তার এই ভ্রমণের মুখ্য উদ্দেশ্য হল মহিলা সুরক্ষা ও মহিলা স্বশক্তিকরণ l

তাকে এই পথ চলে উৎসাহিত করার জন্য কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি l

16/05/2023

উনিশ স্মরণে মাতৃভাষা ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হিউমেন্স অফ শিলচর সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় শিলচরে এক মহা মিছিলের আয়োজন করা হয় l

মঙ্গলবার শিলচর রাঙ্গিরখারী থেকে এই মহা মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে গান্ধিবাগ মিলনায়স্থলে এসে সমাপ্ত হয় l
এদিনের মিছিলে হিউমেন্স অফ শিলচর সংস্থার ডাকে সারা দিয়ে বিভিন্ন সামাজিক সংস্থা ,এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন l

03/05/2023


দিবালোকে প্রকাশ্যে ড্রাগস পুসিং করতে গিয়ে জনৈক এক ব্যক্তির ক্যামরায় ধরা পড়ল এক যুবক। যুবকটি আশ্রম রোডের বলে জানা গেছে।বুধবার সকাল নয়টা নাগাদ শহরের অফিস পাড়ায় সড়কের পাশে দাড়িয়ে বেপরোহা ড্রাগস পুসিং করে যুবকটি। শহরের মধ্যে সক্রিয় অবৈধ ড্রাগস বাণিজ্য আর পুলিশি নিষ্ক্রিয়তার বাস্তব সাক্ষ্য বহন করে চাঞ্চল্যকর ভাইরাল বিডিওটি।সমাজে ড্রাগস সেবনের প্রবণতা মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে।কিন্তু পুলিশ সক্রিয় ড্রাগস বাণিজ্যের ঘাটি উৎখাতে রহস্যজনক ভূমিকায় রয়েছে।

কচুদরমে রহমান নগরে বিস্ফোরণ, চাঞ্চল্য মঙ্গলবার রাতে কাছাড় জেলার কচুদরম থানার অন্তর্গত রহমান নগরে বিস্ফোরণের ঘটনায় চাঞ্...
25/04/2023

কচুদরমে রহমান নগরে বিস্ফোরণ, চাঞ্চল্য

মঙ্গলবার রাতে কাছাড় জেলার কচুদরম থানার অন্তর্গত রহমান নগরে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। একটি গাছে দুষ্কৃতিরা বোমা বেঁধে রেখেছিল।আর হঠাৎ বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্তো দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

22/04/2023

শিলচর জিসি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির ক্লিন সুইপ।

১১ বছর পর শিলচর গুরুচরণ কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কড়া নিরাপত্তায় ছাত্র সংসদের সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। এতে এবিভিপি, তৃণমূল ছাত্র পরিষদ এবং এআইডিএসও মোট ১০টি আসনের জন্য ভোটে লড়ছে। পুলিশ ও সিআরপিএফ বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় । এদিন প্রথম কলেজে কম্পিউটার ভোটিং অনুষ্ঠিত হয়েছে।
এদিন সবকটি আসনে এবিভিপির প্রার্থীরা বিজয়ী হয়েছে। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবিভিপির দুই প্রার্থী জয়ী হয়েছিলেন।

22/04/2023

সমস্ত দেশের সঙ্গে শিলচরে ও পালিত হল পবিত্র ঈদ উল ফিতর l

ইটখোলা ঈদগাহ মসজিদে ঈদের নামাজ অদা করান শিলচর বড়ো মসজিদের প্রধান ইমাম আলহাজ হযরত মৌলানা সাব্বির আহমেদ লস্কর l
এদিনের ঈদের নামাজে ছোট ,বড়ো ,বৃদ্ধ সবাই অতি আনন্দের সহিত অংশগ্রহণ করতে দেখা যায় l

31/03/2023

করিমগঞ্জের পাথারকান্দি থেকে ৫৫ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার এক

30/03/2023

১৪ এপ্রিলের প্রস্তুতি, বিহুনৃত্য প্রশিক্ষণ করিমগঞ্জে

29/03/2023

অগ্নিগর্ভ বদরপুর, পুলিশের উপর প্রাণঘাতী হামলা, শূন্যে গুলি বর্ষণ, ক্লোজড ওসি চন্দন গোস্বামী

Address

Nilomoni Road
Karimganj

Alerts

Be the first to know and let us send you an email when Barak Valley Updates বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barak Valley Updates বাংলা:

Share

Category