21/05/2024
CSK হেরেছে। MSD উইকেট গিয়েছে তা দেখে rcb রা ট্রোল করেছে। কিন্তু তাদের বুঝা উচিৎ ছিলো যে তাদের মতো তো প্রত্যেক বছরে csk হেরে যায়না। কাপ 5 টা অলরেডি আছেই csk দের। কিন্তু rcb দের কয়টা আছে? একটাও নেই। আমরা csk fan দের কে কাপের প্রয়োজন নেই এ বছর, আমরা শুধু থাকি অন্য প্লেয়ার তাড়াতাড়ি wkt গিয়ে সেই 7 number player র অপেক্ষায় যে কখন সে ফিল্ড এ আসবে কখন সে হেলিকাপ্টার শট মারবে। খেলার হার জিতের জন্য আমরা খেলা দেখিনা। এইবছর হয়তো ধনী তার ফ্যানের জন্যই খেলেছে কাপ জেতার জন্য নয় কারণ যদি কাপ জেতার জন্যই খেলত তাহলে যাওয়া বছর রিটায়ার নিয়ে নিত কাপ জেতার পরই। কোমরে ব্যথা, পা তে চারজারি করা। পাতে ফিতা কোমরে ফিতা বেঁধে তবুও সে তার ফ্যানদের মুখে হাসি ফুটানোর জন্যই খেলেছে। যদি নিজের স্বার্থের জন্যই খেলত তাহলে প্রথম ওভার থেকেই খেলতো। মাহী ভাই তোমার প্রতি কোন অভিযোগ নেই, নেই কোন আবদার। তুমি যেটা দেশকে দিয়েছো হয়তো বিশ্বের সবথেকে সেরা প্লেয়ারগুলোও পারেনি। যে মানুষগুলো তোমাকে নিয়ে সমালোচনা করে যে তুমি এ পারোনি ওই পারোনি সে মানুষগুলোকে বলতে ইচ্ছে করে। যেটা তুমি পেরেছ সেটা ওদের ফেভরেট প্লেয়ারগুলোও পারেনি। তুমি যে ভারতবর্ষের মানুষকে ২৮ বছর পরও ওয়ার্ল্ডকাপের মুখ দেখিয়েছো সেটা এখন অব্দি তাদের ফেভরেট প্লেয়ার গুলোও পারেনি। পুরো ভারতবর্ষের মানুষ জানে তুমি তাদেরকে কি দিয়েছো। যেটুকু বাকি ছিল সেটুকু দিয়েছো তুমি তোমার সবটুকু দিয়েও ভারতবর্ষের মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আরে না থাকুক তোমার দশ হাজার রান, না থাকুক তোমার 75 পঞ্চাশটায় হাফ সেঞ্চুর, ফুল সেঞ্চুরি দরকার নেই আমার। যেটা ডিজার্ভ করি সেটাই তুমি আমাদেরকে দিয়েছো অনেক ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি। অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য