
14/09/2025
গঠিত হলো করিমগঞ্জ-সুতারকান্দি আমদানি রফতানি কারক সংস্থার নতুন কমিটি।
ফের সভাপতি হলেন #সাহাবুল ইসলাম চৌধুরী পারুল (সিলেকশন) এবং ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হলো সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে #রুহুল কুদ্দুস পেয়েছেন ৩২-টি ভোট এবং ৩৫-টি ভোট পেয়ে মাত্র ৩ টি ভোটের ব্যবধানে আগামী তিন বছরের জন্য করিমগঞ্জ সুতারকান্দি আমদানি রফতানি কারক সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন #দিলোয়ার হুসেইন চৌধুরী মুন্না। পাশাপাশি সহ সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে #রুহুল কুদ্দুসকে।
゚