19/12/2023
#সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় সুযোগ পেলেন #দক্ষিণ_করিমগঞ্জ (আছিমগঞ্জ তাতিরবন্ধ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র #শাকিল_হোসেন আছিমগঞ্জ হইতে রওয়ানা হলেন। যাওয়ার পথে আসিমগঞ্জে উনাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় সংক্ষিপ্ত আকারে সংবর্ধনা জানান মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের বরাক জোনের ইনচার্জ মৌলানা বদরুল হক একটি আসামি গামছা ও সঙ্গে কিছু টাকা পয়সা উপহার দেন এবং বলেন শাকিল আহমদ আমাদের বরাকের গৌরব তাই আজকে উনি সর্ব ভারতীয় প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পেয়েছেন আমরা এলাকাবাসী খুবই আনন্দিত এবং গৌরবান্বিত এলাকাবাসীর পক্ষ থেকে সবাই উনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে উনাকে প্রথম স্থান অধিকার করার সুযোগ দান করেন । সেই সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার হেড মৌলানা হাফিজ মর্তুজা মোশারফ হোসেন।আসিমগঞ্জ কানাই বাজার কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান কাজী খয়রুল হক ও মাদ্রাসা কমিটির সহ-সম্পাদক হবিবুর রহমান ।আল মদিনা ট্যুরস এন্ড ট্রাভেল্স এর কর্ণধার রশিদ আহমদ। এম এস এফ এর পাতারকান্দি সমষ্টি কমিটির সভাপতি জয়নাল উদ্দিন। সমাজসেবী হুসাইন আহমদ (হোসেন ড্রাইভার) প্রায় শতাধিক জনসাধারন মিলে গাড়িতে উঠিয়ে দেন।