
10/06/2025
📰 মুসলিমবিশ্বে মেসির জনপ্রিয়তা, আর প্রেসিডেন্ট মিলেইয়ের ইসরায়েল সফর ❗
⚠️ আজ যখন গাজার মাটিতে চলছে রক্তাক্ত গণহত্যা, সেই মুহূর্তে আর্জেন্টিনার প্রেসিডেন্ট 🇦🇷 হাভিয়ের মিলেই ইসরায়েল সফর করেছেন এবং দখলদার ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
📸 সম্প্রতি প্রকাশিত এক ছবিতে দেখা যায়, মিলেই ইসরায়েলের ধর্মীয় নেতাদের সঙ্গে পশ্চিম দেয়ালে উপস্থিত।
💔 মুসলিম বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি-কে ভালোবাসে, তাকে অনুসরণ করে, তার প্রতি দোয়া করে। বিশ্বকাপে মুসলিম দেশগুলোতে আর্জেন্টিনার জয় উদযাপিত হয়েছিল যেন নিজের দেশের মতো।
🤔 কিন্তু আজ সেই দেশের প্রেসিডেন্ট এমন এক জাতির পাশে দাঁড়ালেন, যারা ফিলিস্তিনের শিশু, নারী ও নিরীহ মানুষদের রক্ত ঝরাচ্ছে।
🔎 প্রশ্ন উঠছে: ➡️ আমরা কি অন্ধভাবে শুধু খেলোয়াড়দের ভালোবেসে যাচ্ছি, অথচ তাদের দেশের নীতিনির্ধারকরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে?
➡️ মুসলিমরা কি কখনো একসাথে দাঁড়াবে নিজেদের জন্য, নিজেদের ভাইদের জন্য?
📣 আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।