19/07/2025
১৭ জুলাই ২০২৫ – দিল্লি হাইকোর্ট তাবলিগি জামাত সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে।
হাইকোর্ট ৭০ জন ভারতীয় মুসলিমের বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআর ও চার্জশিট খারিজ করে জানিয়েছে যে, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও শক্ত প্রমাণ নেই। আদালত বলেছে, এই লোকেরা লকডাউনের সময় অসহায় অবস্থায় মার্কাজে ছিলেন, তাই তাদের অপরাধী বলা যায় না।
কিন্তু প্রশ্ন থেকে যায় – এই সত্য প্রকাশ হতে ৫ বছর লেগে গেল?
২০২০ সালে যখন মিডিয়া ‘করোনা জিহাদ’ বলে আমাদের ভাইদের অপমান করছিল, তখন কি কেউ তাদের কষ্ট বোঝার চেষ্টা করেছে? আদালত আজ ন্যায়বিচার দিয়েছে, কিন্তু সমাজের কাছে আমাদের যে সম্মানহানি হয়েছে, সেই ক্ষত কে পূরণ করবে?
আমি একজন মুসলিম। আমার জন্মভূমি ভারত, আমি এর জন্য গর্ব করি।
কিন্তু বারবার যখন মিথ্যা অভিযোগে আমাদের জাতি ও ধর্মকে আঘাত করা হয়, তখন বুকটা ভেঙে যায়। আজকের রায় প্রমাণ করে – সত্যকে চিরকাল দমন করা যায় না।
হাইকোর্টের এই রায় শুধু তাবলিগি জামাত নয়, পুরো দেশের জন্য বার্তা – মিথ্যা প্রচার করে কোনও সম্প্রদায়কে দোষারোপ করা যায় না।
আজ আমরা ন্যায়বিচারের আশায় একটু হালকা নিঃশ্বাস ফেললাম। কিন্তু প্রশ্ন রয়ে গেল – যারা মিথ্যা প্রচার চালিয়েছিল, তারা কি আজ ক্ষমা চাইবে?
আমরা চাই, এই রায়ের পর সমাজ আমাদের নতুন চোখে দেখুক। আমরা যেমন ভারতের জন্য রক্ত দিতে পারি, তেমনই ভারতের প্রতিটি নাগরিক হিসেবে সম্মানের দাবিদার।
সত্য ও ন্যায় সর্বদা জয়ী হোক।
"