পাথারকান্দি টুডে

পাথারকান্দি টুডে Patharkandi Today ---- First and Original with Dedication!
একটি দীর্ঘ বির?

09/11/2025
05/11/2025
05/11/2025

ভগবান শ্রীকৃষ্ণের তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে রাসযাত্রা।
আমাদের পাথারকান্দিতে এই রাস মহোৎসব অনন্যসাধারণভাবে পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে।
শ্রদ্ধেয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় আজ পাথারকান্দির উনামগাঁওয়ে অনুষ্ঠিত মহারাসযাত্রা উৎসবের শুভ অনুষ্ঠানে উপস্থিত হন।

Krishnendu Paul

05/11/2025
ফুটবলপ্রেমী জুবিন গার্গ: অসমের ফুটবল সংস্কৃতির অগ্রদূতজুবিন গার্গের একটি স্বপ্ন ছিল অসমে একটি বিশ্বমানের ফুটবল একাডেমি স...
26/10/2025

ফুটবলপ্রেমী জুবিন গার্গ: অসমের ফুটবল সংস্কৃতির অগ্রদূত

জুবিন গার্গের একটি স্বপ্ন ছিল অসমে একটি বিশ্বমানের ফুটবল একাডেমি স্থাপন করা, যেখানে তরুণেরা প্রশিক্ষণ নিতে পারবে এবং ফুটবলে তাদের প্রতিভা বিকাশিত করতে পারবে। তিনি বলেছিলেন, “আমি চাই আমাদের ছেলে-মেয়েরা সারা বিশ্বের মাঠে খেলুক।”

গৌহাটি টাউন ক্লাব (GTC) তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের নতুন ফুটবল একাডেমি প্যাভিলিয়নটির নামকরণ করেছে ‘ZG Pavilion’। এই পদক্ষেপটি জুবিন গার্গের ফুটবল এবং সংস্কৃতির প্রতি অবদানের প্রতি সম্মান প্রদর্শন।

নর্থইস্ট ইউনাইটেড এফসি সিঙ্গাপুরে একটি এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচে জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ফাঁকা সিটে তাঁর ছবি এবং “Football is life” লেখা একটি জার্সি রেখেছিল।

জুবিন গার্গের ফুটবলপ্রেম শুধুমাত্র একটি খেলা নয়, বরং অসমের তরুণদের জন্য একটি অনুপ্রেরণা। তাঁর স্বপ্ন এবং অবদান আজও আমাদের স্মরণে থাকবে।

24/10/2025

আজ অনুকুল ঠাকুরের ছোট ছেলে মারা গেল। তার জন্য অনেক কষ্ট হয় বেচারা সারা জীবন অনেক কষ্ট করলো। বাবা মারা যাওয়ার পর বড় ভাই সম্পত্তির লোভে সব সম্পত্তি নিজের করে নিয়ে বাড়ি থেকে বের করে দিল ।
অসহায় হয়ে পরিবার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল কি করে খাবে ,কি পড়বে, কোথায় থাকবে কোন পথ ছিল না। তখন পৈত্রিক ব্যবসা দীক্ষা ব্যবসা শুরু করলো। দুই চারজনকে দীক্ষা দিল । ঋত্বিক বানালো ,তারা দীক্ষা দেয়া শুরু করলো। ইষ্টভৃতি চাদা আসা শুরু হল ,আস্তে আস্তে পরিবারের স্বাচ্ছন্দ ফিরে এলো। টাকার অভাব দূর হলো ।কিন্তু পৈত্রিক সম্পত্তি আর পেল না ।নিজেই টাকা ইনকাম করে বাড়িঘর তৈরি করে থাকা শুরু করলো অবশেষে বহু টাকার মালিক হল। ভালই দীক্ষা হয়েছে ভালোই ইষ্টভৃতির টাকা এসেছে কিন্তু একটাই দুঃখ ছিল বাপের সম্পত্তি ভোগ করতে পারল না। বড় ছেলে মানে বড়দা একাই সব সম্পত্তি লুটপাট করে নিয়ে নিল। ভাইদেরকে আর দেইনি ।
যাক ভগবান তার সব ক্ষতি করুক এই প্রার্থনা করি।

Address

Main Road
Patharkandi
788724

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাথারকান্দি টুডে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাথারকান্দি টুডে:

Share