পাথারকান্দি টুডে

পাথারকান্দি টুডে Patharkandi Today ---- First and Original with Dedication!
একটি দীর্ঘ বির?

12/09/2025
11/09/2025
31/08/2025
Krishnendu Paul
25/08/2025

Krishnendu Paul

ইমরানের স্ত্রী রীনা বেগম আর তার গাড়িচালক বিজু আহমেদের অনৈতিক সম্পর্ক অনেক আগেই টের পেয়ে গিয়েছিল ইমরান, তাই বিজুকে বেশ...
22/08/2025

ইমরানের স্ত্রী রীনা বেগম আর তার গাড়িচালক বিজু আহমেদের অনৈতিক সম্পর্ক অনেক আগেই টের পেয়ে গিয়েছিল ইমরান, তাই বিজুকে বেশি কিছু না বলেই চাকরি ছেড়ে চলে যেতে বলেছিল।

কোন এক সময় (শিলচর– ধলাই সমষ্টির- রাজনগর জিপির নবনির্বাচিত সভাপতি)- ইমরান, বিজু আর রীনা একই সাথে পড়াশুনা করতো, তাই তারা ভালো বন্ধুর মতো ছিল কিন্তু বিজুর অনৈতিক কার্যকলাপ দেখে সে বেশি কিছু না বলেই বিজুকে গাড়িচালকের চাকরি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে। সেই অনুযায়ী বিজু Bangalore চলে যায় সবকিছু ছেড়ে।

প্রাপ্ত তথ্য মতে বেশ কয়েকমাস পর বিজুর বৃদ্ধ মা ইমরানকে বারবার অনুরোধ করছিল যে ছেলে বিজুকে কোন একটা কাজের সুযোগ করে দিলে সে আবার এখানে চলে আসবে, তার Bangalore থাকা আর ভালো লাগছে না।

ইমরানের মা সমতুল্য তথা বিজুর মার অনুরোধ রেখে অবশেষে ইমরান নিজে বিজুকে ফোন করে আসার প্রস্তুতি নিতে বলে আর তাকে বিমানের টিকিট পাঠিয়ে দেয়ে।

তারপর বিজু আবার ইমরানের কাজকামে যোগ দেয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু বিজু আর রীনা আবারো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে তবে এবার তারা খুব সাবধানে তাদের খেলাধুলা চালিয়ে যাচ্ছিল যাহাতে ইমরান বুঝতে না পেরে যায় আগের মতো।

গত 10 আগষ্ট ইমরান একটি জমি কেনার জন্য নগত 60 লক্ষ টাকা তার ঘরে এনে আলমারিতে রেখেছে তা রীনা জেনে যায়। এই খবর রীনা মারফত বিজুর কানে চলে যায় যে মোটা অংকের নগদ আলমারিতে রাখা আছে।

প্লান অনুযায়ী বিজু নেশা জাতীয় কিছু সামগ্রী খুব সম্ভবত ঘুমের ট্যাবলেট রীনাকে এনে দেয়ে আর রীনা সেই ট্যাবলেট কালাই ডালের সাথে ইমরানকে খেতে দেয়ে। এই ডাল খেয়ে কিছুক্ষণের মধ্যেই ইমরান অচেতন হয়ে পড়ে আর অবশেষে মৃত্যু হয় তার। আশপাশের মানুষকে হৃদয়রোগে আক্রান্ত বলে রটানো হয়।

কিন্তু গত রাত ইমরানের কিছু নিকটাত্মীয়, বন্ধুরা বিজুর উপর কিছু সন্দেহ হলে তারা বিজুর মোবাইল ফোন কেড়ে নিয়ে whatsapp এ থাকা নানা Chat দেখে তাদের সন্দেহ আরো যেন মজবুত রোপ ধারণ করে।

ইমরানকে কিভাবে মারতে হবে, নেশার ট্যাবলেট আনা থেকে শুরু করে তারা দুইজন কিভাবে দুবাই পাড়ি দেবে সবকিছু তন্ন তন্ন উল্লেখ করা আছে। 60 লক্ষ টাকার লোভ সামলাতে না পেরেই তারা এতো বড় পদক্ষেপ নেয়ে।

অবশেষে মামলা এখন পুলিশের আওতায়। বিজু, রীনা, রীনার বাবা, ভাই, রীনার বড়ো বোন সবাই এখন শিলচর সদর থানায় জেরার মুখে।

তো আমি আমার মূল মুদ্দায় আসি। ইমরান যখন তার স্ত্রী আর বিজুর অনৈতিক সম্পর্ক বিষয়ে জানতে পারছিল, তখনই তাকে হুশিয়ার হওয়ার দরকার ছিল। একজন বিবাহিত মহিলা যখন স্বামী ছেড়ে অন্য পুরুষের পালং গরম করার সিদ্ধান্ত নিয়ে নেয়ে, মানে সে এখন আওতার বাইরে। তাকে আর টেনে রাখাটা সময়ের সাথে লড়াই। এই ক্ষেত্রে হয়তো একজন পুরুষকে দোহাই দিয়ে আটকানো সম্ভব, তবে মহিলাদের ক্ষেত্রে তাহা প্রযোজ্য নায়।

রীনা বিজুর সাথে বাংগালরেও রীতিনীতি যোগাযোগে ছিল, বিজুর মাঁ র মারফত ইমরানকে অনুরোধ করা থেকে শুরু করে তাকে আবারো কাজে লাগানো সবই এই বৃহৎ প্লানের অংশ ছিল।

নিরীহ ইমরান এই ষড়যন্ত্র মোটেও বুঝতে পারে নাই। আজ তার বড় আত্মা তার কাল হয়ে তারই প্রান কেড়ে নিল।

দুটি শিশু তাদের, বাবা মৃত আর মাঁ হাজতে। এমন পরিস্থিতি যেন কারো জীবনে না আসে।

গৃহস্থী জীবনে একটু খেয়াল রাখবেন। এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে প্রযোজ্য। 🙏

Copy sultana Begam post

19/08/2025

Address

Main Road
Patharkandi
788724

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাথারকান্দি টুডে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাথারকান্দি টুডে:

Share