21/05/2025
ভাগনসাংগনে আমসুর সাধারণ সভা, ২১ সদস্যের কমিটি গঠন।
আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমছুর জেলা কমিটির নির্দেশে ২০/০৫/২৫ রোজ মঙ্গলবার, জেলার ভাগনসাঙ্গন এলাকার golobal coaching centre এ জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হুসেন তাপাদারের পৌরোহিত্যে চলিত সভায় দীর্ঘ সময় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি মাহবুবুর রহমান ও ,সাধারণ সম্পাদক আব্দুল হাদি সহ ২১ সদস্য বিশিষ্ট ভাগনসাঙ্গন গিরিশগঞ্জ আঞ্চলিক কমিটি নামে এক শক্তিশালী কমিটি গঠন করা হয়।
নবগঠিত আঞ্চলিক কমিটির প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ_সম্পাদক আফজল হুসেন তাপাদার , সহ -সভাপতি য়াহহিয়া আহমদ চৌধুরী , সহ - সম্পাদক জাহান চৌধুরী, জহিরুল ইসলাম প্রমুখ।
এদিন বিভিন্ন বক্তারা বলেন, নবগঠিত আমছুর ভাগনসাঙ্গন গিরিশগঞ্জ আঞ্চলিক কমিটি এলাকার সংখ্যালঘু ও সংখ্যাগুরু মানুষের হয়ে কাজ করে যাবে । যেখানেই মানুষ বিপন্ন, সেখানেই আমছুর এই কমিটি ঝাঁপিয়ে পড়বে বলে উল্লেখ করেন তাঁরা ।