![আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজে 2025-26 এ Fourth Year Under Graduate [FYUG] 1st Semester এ ভর্তি হতে গেলে Commo...](https://img5.medioq.com/285/785/1059531352857858.jpg)
05/03/2025
আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজে 2025-26 এ Fourth Year Under Graduate [FYUG] 1st Semester এ ভর্তি হতে গেলে Common University Entrance Test (CUET) দিতে হবে। যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবে তাদের কলেজে ভর্তি হতে গেলে CUET বাধ্যতামূলক। CUET Apply করার শেষ তারিখ ২২শে মার্চ। পরীক্ষা হবে ৮মে থেকে । রেজাল্ট দেওয়ার পর যারা পাস করবে তারা আসাম সরকার সমর্থ পোর্টালে কলেজ সিলেক্ট করে পরবর্তিতে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন করবে। CUET তে Apply করার লিংক https://exams.nta.ac.in/CUET-UG
কোচিং এর জন্য যোগাযোগ করতে পারেন।