Md Abid Hussain

Md Abid Hussain Hi.My Name is Md Abid Hussain. I'm from India. State, Assam. District, Karimganj.

27/08/2023

কে শুনে নীরব অভিশাপের কথা ?
কে বুঝে নীরবে সহ্য করা আর্তনাদের ব্যথা ?
সব জায়গায় সবাইকে কষ্ট দিতে নেই।
😓😓😓

24/08/2023

সময় এবং মানুষ, পরিবর্তনশীল।
সবসময় একসমান থাকেনি,
থাকবেও না।
😅😅😅

08/08/2023

যেই বয়সে নিত্যনতুন স্বপ্ন বোনার কথা,
সেই বয়সে এসে স্বপ্ন পুড়তেছি।
স্বপ্ন দেখা ভালো,
তবে যা পুড়তে হয়, তা নয়।
😅😅😅

30/07/2023

বেঁচে থাকতে কামড়াকামড়ি করবে,
মরে গেলে বিরহের যন্ত্রনা দেখাবে ।
এটাই তোমাদের ভালোবাসা?
(হ্যা এটাই ভালোবাসা।💔💔💔)

30/07/2023

মনের ছোট্ট গহীনে জমিয়ে রাখা দুঃখ, কীভাবে বুঝবে ?
যদি না পারো, মনের গহিনে গিয়ে খুঁজতে।
😓😓😓

07/06/2023

মানুষ মুখে অভিশাপ দেয়না,
কিন্তু আত্মা ঠিকই অভিশাপ দিয়ে দেয়।
চাইলেও আত্মা কষ্ট ভুলে যেতে /মাফ করে দিতে পারেনা।
🙂🙂🙂

07/06/2023

কিছু মানুষকে চাইলেও এখন আর ভালোবাসতে পারিনা।
এদের কথা স্মরণ হলে শুধুই ঘৃণা করে।
🙂🙂🙂

02/06/2023

প্রিয়জনদের মুখ থেকে প্রশংসার বাণী, তখনই সীমা ছাড়বে, যখন শেষ পালকিতে শুইয়ে, শেষ বিদায় দিবে।
বেঁচে থাকতে শুধুই কাঁদায়।
😓😓😓

31/05/2023

শরীরের আঘাত একটা মানুষকে নিমিষেই শেষ করে দেয়।
কিন্তু, মস্তিষ্কের আঘাত একটা সুস্থ মানুষকে কুড়ে কুড়ে খেয়ে, তারপর ছেড়ে দেয়।

একসময় আমাকে সবাই হাসানোর চেষ্টা করতো, কিন্তু এখন আর কেউ আমাকে হাসানোর চেষ্টা করেনা।👉👉👉এখন একা নিজেকে নিজেই হাসাতে হয়।কখন...
03/04/2023

একসময় আমাকে সবাই হাসানোর চেষ্টা করতো,
কিন্তু এখন আর কেউ আমাকে হাসানোর চেষ্টা করেনা।
👉👉👉এখন একা নিজেকে নিজেই হাসাতে হয়।
কখনও আবার,নিজেকে হাসাতে ব্যর্থ হয়ে একরাশ অভিমান নিয়ে স্বাভাবিক ভাবে সবার সাথে চলি।

হ্যা এটাই আমি।🙂🙂🙂

04/03/2023

ফ্রিল্যান্সিং কি?(What is freelancing?)

ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা।
আপনি যখন, যেখান থেকেই চান, তখন সেখান থেকেই এই পেশায় জব করতে পারবেন।

চাইলে আপনি ঘরে বসে কিংবা অফিসে, অথবা আত্নীয়স্বজনের বাড়িতে থেকেও করতে পারবেন।
এখানে অন্যান্য পেশার মতো, সময়মতো অফিসে গিয়ে কাজ করতে হয়না এখানে।

ফ্রিল্যান্সিং এ কয়েকটি মার্কেট প্লেস রয়েছে,যেমন ফাইবার,আপওয়ার্ক,ফ্রিল্যান্সিং, লিনকডিন,ইত্যাদি রয়েছে।
এবং এখান থেকে মাস শেষে ভালো একটা ইনকাম করাও যায়, যদি আপনার ভালো স্কিল(দক্ষ) থাকে।

দক্ষতার মধ্যে কিছু দক্ষ এখানে উল্লেখ করা হলো, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মারকেটিং, এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, সসিয়েল মিডিয়া মেনেজার, ভিডিও এডিটিং, ফটো এডিটিং ইত্যাদি রয়েছে।

আপনার যদি এখান থেকে যে কোন একটি বিষয় নিয়ে ভালো স্কিল থাকে, তাহলে আশা করা যায় আপনিও একজন ফ্রিলান্সার হতে পারবেন।

আর যদি না থাকে তাহলে কোর্স করে শিখে নিয়ে তারপর ফ্রিলান্সার হতে পারবেন।

শুকরিয়া

01/03/2023

Address

Assam;
Karimganj
788722

Alerts

Be the first to know and let us send you an email when Md Abid Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abid Hussain:

Share