15/05/2025
ছবিটিতে একটি উজ্জ্বল হাসি দিয়ে দাঁড়িয়ে আছে এক তরুণী। তার চোখে-মুখে আনন্দের ছোঁয়া, যেন আজকের দিনটা তার জন্য বিশেষ কিছু। পাশে থাকা আরেকজন মেয়ে একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে—মুখে মৃদু হাসি, চোখে গর্বের ছাপ।
নাম রাখা যাক মেয়েটির—মায়া। আজ ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন—প্রথমবার সে তার ছোট বোনকে নিয়ে শহরের বাইরে ঘুরতে এসেছে। দীর্ঘদিনের ইচ্ছা ছিল, কিন্তু সময় ও সাহস হচ্ছিল না। আজ সব ভয় পেরিয়ে, সে নিজের জন্য একটা ছোট জয় অর্জন করেছে।
ঘরের কাঠের দরজার সামনে দাঁড়িয়ে থাকা এই মুহূর্তে মায়া শুধু ছবি তোলেনি—সে বন্দি করেছে তার সাহসের গল্প, ভালোবাসার বন্ধন আর নতুন সূর্যের শুরু।