North Karimganj Today

North Karimganj Today North Karimganj Today is Registered by web portal Govt of India registration No UDYAM-AS-18-0012269

24/08/2025

প্রস্তুতি চূড়ান্ত আজ সন্ধ্যা ৬ ঘটিকায় মাইজডিহি গ্যালাক্সি গার্ডেনে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে গণ অভিবর্তন।

24/08/2025

📌জড়েরবাজারে ঝাঁকালো সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মাননা জানানো হলো। নারী নেতৃত্বের উত্থান পঞ্চায়েতি রাজে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
📌গ্রামের উন্নয়নে সকলে একসাথে এগিয়ে আসার আহ্বান জানালেন নেতৃবৃন্দ।

23/08/2025

দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত সিংগুয়া গাঁও পঞ্চায়েতে আয়োজিত দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের সভায় বক্তব্য রাখছেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন।


23/08/2025

📌জমিয়ত উলামায়ে হিন্দকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
📌সুযোগ পেলে মাদানিকেও বাংলাদেশে পাঠিয়ে দেবেন- হিমন্ত বিশ্ব শর্মা।

23/08/2025

দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত জড়ের বাজারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাতু-সজপুর জিপির সভানেত্রী স্নিগ্ধা দাস।

23/08/2025

মৃত্যুর ১১ দিন পর ইমরান ভাইয়ের মরদেহ কবর থেকে তোলা হয়ে ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে 😥
কাকে বিশ্বাস করবে, বিশ্বাস কোথায় আজ? খুলিছড়া জিপি সভাপতি ইমরান ভাইয়ের মৃত্যুর সঙ্গে জড়িত সবাইকে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি 🙏

21/08/2025

📌📌ইমরানের গাড়ি চালক ইমরানের স্ত্রীর মধ্যে, এই সেই হোয়াটসঅ্যাপ চ্যাটিং, যেখান থেকে ঘটনার রহস্য বেরিয়ে আসে।

21/08/2025

নিজের গাড়ি চালকের সঙ্গে স্ত্রীর পরকীয়ার বলি হলেন এক যুবক। ধলাইর প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা রাজনগর-খুলিছড়া জিপির নবনির্বাচিত সভাপতি #ইমরান হোসেন বড়ভূইয়ার মৃত্যুর ১১ দিন পর এনিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ ইতিমধ্যে স্ত্রী এবং গাড়ি চালককে গ্রেফতার করেছে।জিজ্ঞাবাদের জন্য আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট মাত্র ত্রিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতিশ্রুতিবান যুবক, উদীয়মান রাজনৈতিক নেতা ও সফল ব্যবসায়ী, রাজনগর খুলিছড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়া। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা ধলাই ভাগা অঞ্চল বাকরুদ্ধ হয়ে পড়েছিল।শেষপর্যন্ত এই মৃত্যু ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

20/08/2025

📌 বাসাইলকে হারিয়ে জয় হাসিল করলো রাতাবাড়ি
📌অবশেষে ৫ বারের বিজয়ী বাশাইল একাদশ কে ২-০ গোলে হারিয়ে পাঁচ গ্ৰামে অনুষ্ঠিত Haji Nijam Uddin Choudhury Knock Out Football Tournament এ শিরুপা অর্জন করলো RATABARI SPORTS ASSOCIATION(RSA).

20/08/2025

📌 পাঁচগ্ৰাম ইনটেক মাঠে ফুটবল ফাইনালে কে জয়ী হবে বাশাইল নাকি রাতাবাড়ি।
📌এত দর্শক আমার জীবনেও দেখিনি বাসাইল vs রাতাবাড়ি ফাইনাল ম্যাচ

18/08/2025

📌দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত প্রসারপুর জিপি সভানেত্রীর দায়িত্ব গ্ৰহন অনুষ্টানে বক্তব্য রাখছেন প্রতিনিধি জহিরুল ইসলাম।

Address

Karimganj
788709

Website

Alerts

Be the first to know and let us send you an email when North Karimganj Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share