19/08/2025
“👉🏻দালালদের জন্যই
সমাজ আজ কলঙ্কিত।
ওরা চায় আবার প্রতিনিধির আসন জুড়তে যারা দালালি করে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। এরা শুধু নিজের স্বার্থ দেখে, সাধারণ মানুষের স্বপ্ন বিক্রি করে। দালালদের হাত ধরে দুর্নীতি বাড়ে, মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়। তাই সময় এসেছে দালালদের চিনে নেওয়ার, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। জনগণ আজ সচেতন, দালালি আর মিথ্যার রাজনীতি কোনোদিন সফল হবে না। সততা আর ন্যায়ের পথে চলাই আমাদের শপথ—দালালদের হাত থেকে সমাজকে মুক্ত করবো।”
👆👆👆
“আমাদের প্রাণপ্রিয় বিধায়ক প্রার্থী ইকবাল হোসেন মানুষের জন্য কাজ করে গড়ে তুলছেন সুনামের ইতিহাস।”
জনগণের ভালোবাসাই আমাদের বিধায়ক প্রার্থীর আসল শক্তি ও সুনাম।”
যিনি জনগণের জন্য নিরলস কাজ করেন, তিনিই আসল জননেতা।”
সুনাম আসে কাজের মাধ্যমে, আর আমাদের বিধায়ক প্রার্থী সেই কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।”