16/10/2024
মাঝে মাঝে আত্মাটি চিৎকার করে বলে, "ওরে তুই তো ভেতর থেকে একদম ভালো নেই, তবে কেনো ভালো থাকার মিথ্যে অভিনয় করছিস"।
আমি বলি," আমাকে একটু সাহায্য কর, আমি যে সব কিছু তোর ভিতর লুকিয়ে রেখে নিজেকে জোকারের মতো নাচিয়ে সবাইকে ভালো থাকার সার্কাস দেখাই, জানি তোর উপর জুলুম করছি কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নাই"।
তখন আত্মা বলে " কাফন ছাড়া দাফন কেনো দিয়েছিস আমাকে? "।
আমি বলি " এটাও পরোপকারের জন্য, আর কোনো প্রশ্ন করবি না আমাকে "।
আত্মা তখন তাঁর উপর চাঁপিয়ে রাখা কষ্ট নামক পাহাড়ের ঝর্ণা থেকে ছেড়ে দেয় নিরব স্রোতে কিছু লবণাক্ত জল!
আমি তখন দেহের চক্ষু নামক ইন্দ্রিয় থেকে পড়তে দেখি আত্মার সেই কষ্টের পাহাড়ের নিরব স্রোতের লবণাক্ত বিষাদময় জলগুলোকে!
হয়তোবা মানুষ এটাকে কান্না বলে, কিন্তু আমি তাঁকে বলি প্রশান্তি! কেনো জানেন? মেঘ যদি বৃষ্টি হয়ে ঝরে না পড়তো আকাশটা কি তাঁর উজ্জ্বলতা খুঁজে পেতো? তদ্রুপ মানুষের আত্মার ভিতর যখন কষ্ট পাহাড় সৃষ্টি করে ফেলে তখন আত্মা যদি তাঁর থেকে কিছুটা জল প্রসারিত না করতো পৃথিবীতে তিন ভাগের দুই ভাগ জলের যায়গায় মানুষকে এখন বলতে হতো " পৃথিবীর তিন ভাগের দুই ভাগ কষ্টের চাঁপে মরে যাওয়া মানুষের আত্মার কঙ্কাল"।
✍️ আমির
Hilight Design