Anamul vlog

Anamul vlog I am a social worker as well as blogger of social media,who hate me I don't care.
(1)

নিলাম বাজার গান্ধাই (দাসগ্রাম) জীবনজ্যোতি হাসপাতালে গিয়ে বিভিন্ন রোগীদের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন দক্ষিণ করিমগঞ্জ উন্...
16/10/2025

নিলাম বাজার গান্ধাই (দাসগ্রাম) জীবনজ্যোতি হাসপাতালে গিয়ে বিভিন্ন রোগীদের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা জনাব ইকবাল হোসেন মহাশয়! উনার এই মহৎ কাজ ও মহানুভবতার জন্য ইকবাল হোসেন মহাশয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ঞ্জাপন করছি।

আগন্তুক 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নতুন সংযোগ হওয়া টিলা বাড়ি বান্দারকোনা জিলা পরিষদ আ...
15/10/2025

আগন্তুক 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নতুন সংযোগ হওয়া টিলা বাড়ি বান্দারকোনা জিলা পরিষদ আসনের ফরিদকোনা গাঁও পঞ্চায়েতের এলাকার এক জনসভায় উপস্থিত হন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা জনাব ইকবাল হোসেন মহাশয় এখানে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও উপস্তিতি আগামী দিনের জন্য শুভ লক্ষণ ইংগিত বহন করে!

জনাব ইকবাল হোসেন মহাশয় আজ বান্দরকোনা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সাপআলা গ্রামের কিছু স্থানীয় মানুষের সঙ্গে দেখা করেন।এবং...
15/10/2025

জনাব ইকবাল হোসেন মহাশয় আজ বান্দরকোনা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সাপআলা গ্রামের কিছু স্থানীয় মানুষের সঙ্গে দেখা করেন।এবং স্থানীয় জনগণ তাদের গ্রামের রাস্তা সহ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন!জনাব ইকবাল হোসেন মহাশয় তাদের আশ্বাস প্রদান করে যে তাদের সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্ঠা করবেন।

14/10/2025

জনসংযোগ অভিযান অব্যাহত জনাব ইকবাল হোসেন মহাশয়ের।

আজ প্রখর রৌদ্র উপেক্ষা করে মানুষের পাশে থেকে জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মূখ্য উপদ...
14/10/2025

আজ প্রখর রৌদ্র উপেক্ষা করে মানুষের পাশে থেকে জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মূখ্য উপদেষ্টা জানাব ইকবাল হোসেন মহাশয়।উনার এই পরিশ্রম দেখে নিজে সামাজিক মাধ্যমে পোস্ট করতে বাধ্য হই!দক্ষিণ করিমগঞ্জবাসি উনার এই পরিশ্রমের মুল্যায়ন করা উচিৎ বলে মনে করি।
Ekbal Hussain ❤️

দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মূখ্য উপদেষ্টা ও জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন মহাশয়ের আজ...
14/10/2025

দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মূখ্য উপদেষ্টা ও জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন মহাশয়ের আজকের জনসংযোগ কার্যক্রমের কার্যসূচি -
১) সকাল ৮ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত সেটেলমেন্ট বাসভবনে জনগণের সংগে মতবিনিময় করবেন।
২) ১২.০০ ঘটিকা থেকে ১.৩০ ঘটিকা পর্যন্ত কেউটকোনা গাঁও পঞ্চায়েতে।
৩) ২.০০ ঘটিকা থেকে ৩.৩০ ঘটিকা পর্যন্ত বারৈগ্রামের বাসভবনে জনগণের সংগে সাক্ষাৎ করবেন।
৪) ৪.০০ ঘটিকা থেকে ৫.০০ ঘটিকা পর্যন্ত বান্দরকোনা গাঁও পঞ্চায়েতে জনসংযোগ কার্যক্রম।
৭) সন্ধ্যা ৬.০০ ঘটিকা থেকে ৭.৪৫ ঘটিকা পর্যন্ত রানীবাড়ী গাঁও পঞ্চায়েতে জনসংযোগ কার্যক্রম।
৮) রাত ৮.০০ ঘটিকা থেকে ১০.০০ ঘটিকা পর্যন্ত গান্ধাই ব্রাম্মনশাসন গাঁও পঞ্চায়েতে জনসংযোগ কার্যক্রম।
৯) রাত ১০.৩০ ঘটিকা থেকে ১১.৩০ ঘটিকা পর্যন্ত কৃষ্ণনগর গাঁও পঞ্চায়েতে জনসংযোগ কার্যক্রম।
Ekbal Hussain jindabad facebook jindabad.

জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডর চেয়ারম্যান তথা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা জনাব ইকবাল হোসেন মহাশয় আজ ...
12/10/2025

জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডর চেয়ারম্যান তথা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা জনাব ইকবাল হোসেন মহাশয় আজ সন্ধ্যায় দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আঙ্গুরা গাঁও পঞ্চায়েতে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন যেখানে ইকবাল হোসেন মহাশয় সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এটাই প্রমাণ করে যে ৎদক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আমজনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন ইকবাল হোসেন মহাশয়!

Address

Karimganj
788733

Telephone

+17636855258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamul vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anamul vlog:

Share