01/08/2025
*গুরুত্বপূর্ণ নির্দেশনা ।👇🏻🚨*
✍️
"ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR।
এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা BLO আপনার বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিলআপ করাবেন। সঙ্গে লাগবে নিচের ছবিতে উল্লেখিত ১২ টা ডকুমেন্টস এর মধ্যে যেকোনো একটি।
🔥এই প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবেন।
👉১) জুলাই,১৯৮৭ এর আগে জন্মগ্রহন করা ভোটার।
এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে ওই ১১ টার মধ্যে।
👉২) ১৯৮৭ - ২০০৫ এর মধ্যে জন্মগ্রহণ করা ভোটার।
এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই ১২ টির মধ্যে, (তবে ২০০৫ সালে আমাদের রাজ্যে হওয়া শেষ SIR অর্থাৎ ভোটার তালিকায় যদি তাদের নাম থাকে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো ডকুমেন্ট দরকার নেই)।
👉৩) ২০০৫ এর পর জন্ম নেওয়া ভোটার।
এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়েরই ডকুমেন্ট।
(এই ক্ষেত্রেও ২০০৫ এর শেষ SIR বা ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটি জমা দিলেই হবে।
এই রিভিশন, ভুয়ো ভোটার বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে, তাই চিন্তা কোনো কারণ নেই।
যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন, আপনি অনলাইনেও ফরম ফিলাপ করতে পারবেন। আপনি রাজ্য কিংবা আপনার স্থায়ী ঠিকানার বাইরে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি সাথে রাখুন অথবা জোগাড় করে নিন।
ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিলাপ করতে হবে,নয়ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে। BLO বাড়িতে এলে পূরণ করা ফর্ম এর একটা কপি নিজের কাছে রাখবেন।"
সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। 🙏