Social Media

নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।নাগাল্যান্ডের কোহিমার BOC এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে একজন নির্মাণ শ্র...
03/08/2025

নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

নাগাল্যান্ডের কোহিমার BOC এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে একজন নির্মাণ শ্রমিকের উপর এক অপরাধী মানসিকতার নাগা ছেলে আক্রমণ করেছে। আক্রমণকারী অশ্লীল ভাষা ব্যবহার করে ভুক্তভোগীর আইএলপি দাবি করে এবং তারপর তাকে চারতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভুক্তভোগী কোহিমার বেথেল হাসপাতালে তার জীবনের জন্য লড়াই করছেন।

স্থানীয় জনগণ এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ভুক্তভোগীর প্রতি সমর্থন জানিয়েছেন।

কোহিমা মুসলিম কমিটির সদস্যরা তার জীবন বাঁচানোর জন্য অক্লান্তভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করছেন।


Barak Valley Films Mahina Aktar

কাটিগড়া লাটিমারা গ্রামের আব্দুল মন্নান মজুমদারের ছেলে হুসেইন আহমদ মজুমদার গতকাল মুম্বাই এয়ারপোর্ট থেকে কলিকাতা হয়ে শি...
01/08/2025

কাটিগড়া লাটিমারা গ্রামের আব্দুল মন্নান মজুমদারের ছেলে হুসেইন আহমদ মজুমদার গতকাল মুম্বাই এয়ারপোর্ট থেকে কলিকাতা হয়ে শিলচার আসার পথে ইন্ডিগো বিমানে তাহাকে মারধর করা হয় এবং একটার সময় শিলচার আসার কথা থাকলেও এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
বর্তমান তার বাড়িতে মা বাবা ভাই বোন সহ আত্মীয় স্বজন পথের দিকে তাকিয়ে সুধু কান্না আর কান্নাকাটি ছাড়া কুন সহয়াতা পাচ্ছেন না।সবারই কাছে সুধু আবেদন করেছেন যদি কেহ পেয়ে বা দেখে থাকেন তাহলে দয়া করে নিচের নং যোগাযোগ করতে অনুরোধ জানান।
6000467825
শেয়ার করে সহযোগিতা করতে বিনম্র আবেদন করেছেন বাবা আব্দুল মন্নান মুজমদার।
#মানুষ_মানুষের_জন্য

*গুরুত্বপূর্ণ নির্দেশনা ।👇🏻🚨*✍️"ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইনটেনসিভ...
01/08/2025

*গুরুত্বপূর্ণ নির্দেশনা ।👇🏻🚨*
✍️
"ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR।
এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা BLO আপনার বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিলআপ করাবেন। সঙ্গে লাগবে নিচের ছবিতে উল্লেখিত ১২ টা ডকুমেন্টস এর মধ্যে যেকোনো একটি।
🔥এই প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবেন।

👉১) জুলাই,১৯৮৭ এর আগে জন্মগ্রহন করা ভোটার।
এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে ওই ১১ টার মধ্যে।
👉২) ১৯৮৭ - ২০০৫ এর মধ্যে জন্মগ্রহণ করা ভোটার।

এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই ১২ টির মধ্যে, (তবে ২০০৫ সালে আমাদের রাজ্যে হওয়া শেষ SIR অর্থাৎ ভোটার তালিকায় যদি তাদের নাম থাকে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো ডকুমেন্ট দরকার নেই)।

👉৩) ২০০৫ এর পর জন্ম নেওয়া ভোটার।
এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়েরই ডকুমেন্ট।
(এই ক্ষেত্রেও ২০০৫ এর শেষ SIR বা ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটি জমা দিলেই হবে।

এই রিভিশন, ভুয়ো ভোটার বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে, তাই চিন্তা কোনো কারণ নেই।

যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন, আপনি অনলাইনেও ফরম ফিলাপ করতে পারবেন। আপনি রাজ্য কিংবা আপনার স্থায়ী ঠিকানার বাইরে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি সাথে রাখুন অথবা জোগাড় করে নিন।

ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিলাপ করতে হবে,নয়ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে। BLO বাড়িতে এলে পূরণ করা ফর্ম এর একটা কপি নিজের কাছে রাখবেন।"
সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। 🙏

বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না  আজ বোন্দাশীল গ্রামের প্রবীণ নাগরিক ও প্রাক্তন ওয়ার্ড সদস্য...
23/07/2025

বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না আজ বোন্দাশীল গ্রামের প্রবীণ নাগরিক ও প্রাক্তন ওয়ার্ড সদস্য সাইদুর রহমান উরফে কালার পিতার অসুস্থতার খবর পেয়ে উনাকে দেখতে সাইদুর রহমানের বাসভবনে উপস্থিত হোন । এদিন উনার স্বাস্থ্যের খুঁজ খবর নিয়ে দীর্ঘ আরোগ্য কামনা করেন। বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্নার সঙ্গে উপস্থিত ছিলেন বদরপুরের কংগ্রেসি সৈনিকরা।
Panna ForBadarpur
Jakaria Ahmed Panna
North Karimgonj Assam
Karimganj District Congress
Mrinal Ahmed Barak Valley Films Sarimul Hoque Mahina Aktar
#মানুষ_মানুষের_জন্য

17/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

বদরপুর চৈতন্যনগর জগন্নাথ আশ্রমের গন্ডিচা মন্দির নির্মাণের জন্য মোটা অংকের আর্থিক সাহায্য করলেন বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ...
16/07/2025

বদরপুর চৈতন্যনগর জগন্নাথ আশ্রমের গন্ডিচা মন্দির নির্মাণের জন্য মোটা অংকের আর্থিক সাহায্য করলেন বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতি Jakaria Ahmed Panna মহাশয়। আজ চৈতন্যনগর জগন্নাথ আশ্রম পরিচালন সমিতি সাধারণ সম্পাদকের কাছে সাদিক আহমেদ খাদিম এই অর্থ তুলে দেন। পূর্বে ও বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না ভাই এই আশ্রমে একটি রান্না ঘর নির্মাণ করে দিয়েছিলেন, এই রান্না ঘরটি উনার স্বর্গীয় পিতা প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের নামে নামাঙ্কিত রয়েছে। জাকারিয়া আহমেদ পান্না ভাই জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া যেনো তাঁর এক আনন্দ। দুঃখের খবর পেলে ঘটনাস্থলে ছুটে আসেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার যেনো এক আনন্দ। উনি নিজেকে যেভাবে জনসেবা মূলক কাজে উৎসর্গ করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। স্বল্প সময়ের মধ্যে নিজের কর্মদক্ষতা তথা মানুষের সাথে আময়িক ব্যাবহার তাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। সেইজন্য তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব।

Raj Aditya Das ভাইয়ের টাইমলাইন থেকে সংগৃহীত।
#মানুষ_মানুষের_জন্য

16/07/2025
❤️❤️❤️❤️RahulGandhiVoiceOfIndia   Gaurav Gogoi Rahul Gandhi
16/07/2025

❤️❤️❤️❤️RahulGandhiVoiceOfIndia Gaurav Gogoi Rahul Gandhi

আজ গুয়াহাটির ছয়গাঁও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে ও সর্বভারতীয় কংগ্রেস সভাপতি শ্রী    মহাশয় ও সর্বভারতীয় কংগ্র...
16/07/2025

আজ গুয়াহাটির ছয়গাঁও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে ও সর্বভারতীয় কংগ্রেস সভাপতি শ্রী মহাশয় ও সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলপতি শ্রী Rahul Gandhi মহাশয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত কংগ্রেস কর্মীসভায় যোগ দিতে যাত্রা শুরু করেছে বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল। উক্ত প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন ব্লক কংগ্রেস সভাপতি Jakaria Ahmed Panna মহাশয় সহ অত্র ব্লকের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা।


Gaurav Gogoi Zindabad

Address

Karimganj

Alerts

Be the first to know and let us send you an email when Social Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Social Media:

Share