তোমার জন্য-𝐅𝐎𝐑 𝐘𝐎𝐔 ツ

তোমার জন্য-𝐅𝐎𝐑 𝐘𝐎𝐔 ツ আমাদের পেইজের নিয়মিত সকল পোস্ট পেতে পেইজটি ফলো দিয়ে সাথে থাকুন আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা❤️

এটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম দিদিভাই, অনেক বার ম্যানশন দিয়েছি আপনাকে এদের উপর একশন নেওয়ার জন্য শেষ মেষ এটা দেখে অনেক...
06/08/2025

এটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম দিদিভাই, অনেক বার ম্যানশন দিয়েছি আপনাকে এদের উপর একশন নেওয়ার জন্য শেষ মেষ এটা দেখে অনেক অনেক ভালো লাগছে😌🙏❤️

দিদি আপনি খুব ভালো কাজ করলেন,
এরা অনেক দিন ধরেই এই নাটকের মাধ্যমে সমাজ কে খারাপ বার্তা দিয়ে চলেছে । এই বার একটু শুধরোবে 🙏
দিদি আপনাকে ধন্যবাদ 🙏এই ভাবেই এগিয়ে যান পাশে আছি 🙏🙏

06/08/2025
বুকে থাকলেই সবাই আপন হয় না, বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে 🖤
04/08/2025

বুকে থাকলেই সবাই আপন হয় না, বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে 🖤

Be careful🙂
04/08/2025

Be careful🙂

ভুয়ো চিকিৎসক অস্ত্রোপচারের সময় হাতেনাতে ধরা! শিলচরের শিবসুন্দরী হাসপাতালে তীব্র চাঞ্চল্যশিলচরের স্বাস্থ্য ব্যবস্থায় ন...
03/08/2025

ভুয়ো চিকিৎসক অস্ত্রোপচারের সময় হাতেনাতে ধরা! শিলচরের শিবসুন্দরী হাসপাতালে তীব্র চাঞ্চল্য

শিলচরের স্বাস্থ্য ব্যবস্থায় নেমে এল এক অপ্রত্যাশিত বিপর্যয়! শহরের অন্যতম পরিচিত শিবসুন্দরী নারীশিক্ষা সেবাশ্রম হাসপাতালে ধরা পড়েছে এক ভুয়ো চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে রোগীর জীবন নিয়ে চালিয়ে যাচ্ছিলেন মারাত্মক প্রতারণা।

ধৃত ব্যক্তির নাম পুলক মালাকার। অভিযোগ, তাঁর নেই কোনও বৈধ চিকিৎসা অনুমোদন, তবুও সে চলছিল অস্ত্রোপচার থেকে শুরু করে নানা চিকিৎসা কার্যক্রম। অবশেষে এক গর্ভবতী মহিলার অস্ত্রোপচারের সময় পুলিশের হস্তক্ষেপে হাতেনাতে ধরা পড়ে সে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিলচর শহরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও ক্ষোভ। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন— “কে দেবে এই চিকিৎসা-প্রহসনের দায়?”

কাছাড় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ চলছে হাসপাতাল কর্তৃপক্ষকে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে— এই জালচিকিৎসক কাদের মদতে এতদিন ধরে অনায়াসে চালিয়ে যেতে পারল এই ভয়ঙ্কর প্রতারণা!

এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও অনাস্থা।

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বউয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেক...
03/08/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বউয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না। এই কথাটা অনেকেই বলেন,বকিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক ?

আসলে কী জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা, মেয়ে সুখে থাকলেই আপনি সুখি, আপনি কখনও এটা তুলনা করেননা যে, আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে, আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন, মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন, সামর্থের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান।

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবীও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছে এতো খরচা করেছি।

ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে, মনে মনে ভেবে নেয় যে, বিয়ে করেছিস তোর সমস্যা তোর, তোকেই এর সমাধান করতে হবে, বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা, অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে, ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান।

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা, কোন দায়িত্ব আরোপ করেননা, তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব, অনেক কিছু আশা করেন, এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেননা সেটুকু ভেবেই ভাবেন যে, ছেলে অনেক খারাপ।

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এতো খরচা করেছি, ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে ?

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বউকেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে ?

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে
একটা বড়ো স্বার্থ থাকে!

পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ। পাগলি বলে যায়নি ছেড়ে, প্রসব ব্যথার ঢেউ। রাস্তায় ঘুরে কাটে দিন, আর রাস্তায় কাটে রাত...
02/08/2025

পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ। পাগলি বলে যায়নি ছেড়ে, প্রসব ব্যথার ঢেউ। রাস্তায় ঘুরে কাটে দিন, আর রাস্তায় কাটে রাত। পাগলি বলে স্বামী হয়নি, পায়নি সংসার স্বাদ। পাগলিও কি করেছিল যৌন আহ্বান?
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিট। পাইকগাছা মেইন রোডের হিরো শোরুমের বিপরীতে জনবহুল এক সড়কের পাশেই প্রসব ব্যথায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। কেউ তাকে চেনেন না, জানেন না কোথা থেকে এসেছেন—তবুও মানুষের ভালোবাসা তার জন্য থেমে থাকেনি।

আহা রে জীবন আহা জীবন🥺💔

#পোস্ট_এফবি_থেকে_পাওয়া🙂

31/07/2025

~জীবনের ছোট ছোট মুহূর্তগুলো
স্মৃতিতে সবচেয়ে বড় হয়ে থাকে!!😌🌸

কাল কে দেখেছে....🙂
30/07/2025

কাল কে দেখেছে....🙂

Address

Karimganj
788701

Website

Alerts

Be the first to know and let us send you an email when তোমার জন্য-𝐅𝐎𝐑 𝐘𝐎𝐔 ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share