বরাক নিউজ Barak News

বরাক নিউজ  Barak News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বরাক নিউজ Barak News, Media/News Company, Karimganj.

শ্রীভূমি জেলা আহলে সুন্নতের জেলা কমিটির রাতাবাড়ী প্রতিনিধিসম্প্রতি নিলামবাজার নতুন মসজিদে সাধারণ সভার মাধ্যমে গঠিত হল শ...
09/01/2025

শ্রীভূমি জেলা আহলে সুন্নতের জেলা কমিটির রাতাবাড়ী প্রতিনিধি

সম্প্রতি নিলামবাজার নতুন মসজিদে সাধারণ সভার মাধ্যমে গঠিত হল শ্রীভূমি (করিমগঞ্জ) জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা কমিটি। এতে বৃহত্তর রাতাবাড়ী এলাকার পাঁচ জন প্রতিনিধি অন্তর্ভূক্ত করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা হলেন, গুলালকান্দির বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন এপি জানাব আলহাজ্ব আয়াজ আলী সাহেব, কচুখাউরীর উদীয়মান সমাজকর্মী জানাব আবুল আনছার সিদ্দিকী আবু সাহেব, দলগ্রামের বিশিষ্ট সমাজকর্মী জানাব একলাছ উদ্দিন সাহেব,জানাব খলিল উদ্দিন সাহেব, শিমুলতলার নিজামিয়া উর্দু একাডেমীর এমডি জুনিয়র ইঞ্জিনিয়ার জানাব আব্দুল হক সাহেব প্রমূখ।
উক্ত সাধারণ সভায় কেন্দ্রীয় আহলে সুন্নতের পক্ষে পর্যবেক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাতাবাড়ীর বিশিষ্ট সমাজসেবী ডঃ নুরুল হক তালুকদার সাহেব।

আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে INDIA জোটের টিকিটের শক্ত দাবিদার উপত্যকার নির্যাতিত গণমানুষের বলিষ্ঠ কন্ঠস্ব...
14/09/2023

আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে INDIA জোটের টিকিটের শক্ত দাবিদার উপত্যকার নির্যাতিত গণমানুষের বলিষ্ঠ কন্ঠস্বর বিশিষ্ট সাংবাদিক হাফিজ মুজাম্মিল লতিফি সাহেবকে অগ্রিম শুভেচ্ছা।।
এগিয়ে চলুন, সাথে আছি।।

21/01/2023

বিশ্ব বিখ্যাত সাধক, প্রখ্যাত ওলী ও আলিমে দ্বীন মাওলানা জালাল উদ্দিন রুমী রহঃ এর মাজার শরীফ ।

10/05/2022

🛰দৈনিক খবর আমাদের পত্রিকা নিয়ে একটি গান লিখেছেন উধারবন্দের গীতিকার, বিশিষ্ট শিক্ষাবিদ শরদিন্দু ভট্টাচার্য। গানটি শিলচর দূরদর্শন কেন্দ্রের এক শিল্পী'র কন্ঠে পরিবেশিত।

27/04/2022

ভারতেই রয়েছে হজরত আদম আঃ এর ছোট পুত্র হজরত শিষ আঃ এর কবর!
ঠিকানা সহ ভিডিওতে বিস্তারিত ।

হযরত খাজা ওসমান হারুনী রহঃ এর রওজা শরীফ। তিনি খাজা মঈনুদ্দিন চিশতী রহঃ এর পীর সাহেব ছিলেন নিশাপুর, ইরান।
27/04/2022

হযরত খাজা ওসমান হারুনী রহঃ এর রওজা শরীফ। তিনি খাজা মঈনুদ্দিন চিশতী রহঃ এর পীর সাহেব ছিলেন নিশাপুর, ইরান।

নিজে এবং সমাজকে আলোকিত করতে কোরানের খেদমত করুন,,,,, আল্লামা হুসাম উদ্দিন চৌধূরী ফুলতলীকোরআনের খেদমত করে নিজে আলোকিত হয়ে...
26/04/2022

নিজে এবং সমাজকে আলোকিত করতে কোরানের খেদমত করুন,,,,, আল্লামা হুসাম উদ্দিন চৌধূরী ফুলতলী

কোরআনের খেদমত করে নিজে আলোকিত হয়ে সমাজকে আলোকিত করার বার্তা দিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলার ছোট সাহেবজাদা আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। দুই দিনের সফরে ভারতে এলেও অনিবার্য কারণে মাত্র একদিন থেকেই বাংলাদেশে ফিরে যাচ্ছেন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। বুধবার বিকালে দোয়া মাহফিলে অংশ নেওয়ার কর্মসূচি থাকলেও শেষ পর্যন্ত সময়ের অভাবে মঙ্গলবার রাতেই বদরপুর বুন্দাশীল জামে মসজিদে স্থানীয় বিশিষ্টদের পাশে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দোয়া শেষে বুধবার সকালে দেশে ফিরে যাচ্ছেন তিনি। মঙ্গলবার সুতারকান্দি হয়ে ভারতে পা রাখেন তিনি। বদরপুরে পৌঁছেই হযরত শাহ ইয়াকুব বদরপুরী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে বেলা দুইটায় লতিফিয়া দারুল কিরাত সমিতির প্রধান কেন্দ্রের (খামিছ দ্বিতীয় বর্ষের) ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ তরবিয়ত প্রদান করেন তিনি। এরপর ইয়াকুবিয়া কমপ্লেক্সে পর্যায়ক্রমে সমিতির কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকবৃন্দ, কারীছাহেব গণ ও লতিফিয়া ফাউন্ডেশনের কর্মকর্তাদের নিয়ে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন তিনি। ওই সময় এলাকার যুবকদের উদ্যোগে তাঁকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জ্ঞাপন ও ছাত্রদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। তাঁর শুভাগমন উপলক্ষে এদিন লোকে লোকারণ্য হয়ে উঠে বুন্দাশীল। শেষ রাতে আবার বুন্দাশীল মসজিদে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, হযরত বদরপুরী ছাহেবের নির্দেশে ফুলতলী ছাহেব কিবলাহ কোরআনের যে খেদমত শুরু করেছিলেন তা আজও সমগ্র বিশ্বে অব্যাহত রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, হযরত আব্দুন নূর গড়খাপনী রহমাতুল্লাহ আলাইহির সেই স্বপ্নে ইঙ্গিত পাওয়ার পর হযরত ফুলতলী ছাহেব কিবলাহ তাঁর জীবনের সুদীর্ঘ ৮০ বছর শুধু কোরআনের খেদমত করেই সমাজকে সঠিক পথের দিশা দিয়েছেন। দারুল কিরাতের খেদমতের মাধ্যমে সৎ, নিষ্ঠাবান ও প্রকৃত মানবসেবক হওয়ার আহ্বান জানান তিনি। বদরপুরের বিধায়ক সহ বেশ কয়েকজন কলেজের অধ্যাপক, জনপ্রতিনিধি আলেম-উলামা, বিশিষ্ট নাগরিকদের পাশে রেখে বক্তব্য রাখতে গিয়ে প্রায় অর্ধশতাব্দীর বদরপুরে দারুল কিরাত প্রতিষ্ঠার সেই লালিত স্বপ্ন সাকার হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁকে এক নজর দেখা ও দোয়া নেওয়ার জন্য মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড় ছিল বদরপুর ইয়াকুবিয়া কমপ্লেক্সে। সবাইকে ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করে সমাজকে আলোকিত করার আহ্বান জানিয়ে বুধবার দেশে ফিরে যাচ্ছেন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

26/04/2022

Address

Karimganj
788734

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরাক নিউজ Barak News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share