26/04/2022
নিজে এবং সমাজকে আলোকিত করতে কোরানের খেদমত করুন,,,,, আল্লামা হুসাম উদ্দিন চৌধূরী ফুলতলী
কোরআনের খেদমত করে নিজে আলোকিত হয়ে সমাজকে আলোকিত করার বার্তা দিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলার ছোট সাহেবজাদা আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। দুই দিনের সফরে ভারতে এলেও অনিবার্য কারণে মাত্র একদিন থেকেই বাংলাদেশে ফিরে যাচ্ছেন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। বুধবার বিকালে দোয়া মাহফিলে অংশ নেওয়ার কর্মসূচি থাকলেও শেষ পর্যন্ত সময়ের অভাবে মঙ্গলবার রাতেই বদরপুর বুন্দাশীল জামে মসজিদে স্থানীয় বিশিষ্টদের পাশে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দোয়া শেষে বুধবার সকালে দেশে ফিরে যাচ্ছেন তিনি। মঙ্গলবার সুতারকান্দি হয়ে ভারতে পা রাখেন তিনি। বদরপুরে পৌঁছেই হযরত শাহ ইয়াকুব বদরপুরী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে বেলা দুইটায় লতিফিয়া দারুল কিরাত সমিতির প্রধান কেন্দ্রের (খামিছ দ্বিতীয় বর্ষের) ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ তরবিয়ত প্রদান করেন তিনি। এরপর ইয়াকুবিয়া কমপ্লেক্সে পর্যায়ক্রমে সমিতির কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকবৃন্দ, কারীছাহেব গণ ও লতিফিয়া ফাউন্ডেশনের কর্মকর্তাদের নিয়ে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন তিনি। ওই সময় এলাকার যুবকদের উদ্যোগে তাঁকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জ্ঞাপন ও ছাত্রদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। তাঁর শুভাগমন উপলক্ষে এদিন লোকে লোকারণ্য হয়ে উঠে বুন্দাশীল। শেষ রাতে আবার বুন্দাশীল মসজিদে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, হযরত বদরপুরী ছাহেবের নির্দেশে ফুলতলী ছাহেব কিবলাহ কোরআনের যে খেদমত শুরু করেছিলেন তা আজও সমগ্র বিশ্বে অব্যাহত রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, হযরত আব্দুন নূর গড়খাপনী রহমাতুল্লাহ আলাইহির সেই স্বপ্নে ইঙ্গিত পাওয়ার পর হযরত ফুলতলী ছাহেব কিবলাহ তাঁর জীবনের সুদীর্ঘ ৮০ বছর শুধু কোরআনের খেদমত করেই সমাজকে সঠিক পথের দিশা দিয়েছেন। দারুল কিরাতের খেদমতের মাধ্যমে সৎ, নিষ্ঠাবান ও প্রকৃত মানবসেবক হওয়ার আহ্বান জানান তিনি। বদরপুরের বিধায়ক সহ বেশ কয়েকজন কলেজের অধ্যাপক, জনপ্রতিনিধি আলেম-উলামা, বিশিষ্ট নাগরিকদের পাশে রেখে বক্তব্য রাখতে গিয়ে প্রায় অর্ধশতাব্দীর বদরপুরে দারুল কিরাত প্রতিষ্ঠার সেই লালিত স্বপ্ন সাকার হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁকে এক নজর দেখা ও দোয়া নেওয়ার জন্য মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড় ছিল বদরপুর ইয়াকুবিয়া কমপ্লেক্সে। সবাইকে ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করে সমাজকে আলোকিত করার আহ্বান জানিয়ে বুধবার দেশে ফিরে যাচ্ছেন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।