11/09/2025
হাইলাকান্দি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার গ্রাহককে বাংলাদেশি বলা ও গ্রাহকের সাথে সব সময় অসভ্য আচরণ করার জন্য জেলা থেকে বদলি করা হয . আসাম রাজ্যের হাইলাকান্দি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার গ্রাহকের সাথে সব সময় অসভ্য আচরণ করেন। ইদানিং তিনি মদ খেয়ে ডিউটিতে এসে গ্রাহককে বাংলাদেশি বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ খবরটি হাইলাকান্দি তরুণ আইনজীবি ও সমাজকর্মী এডভোকেট তাহের আহমদ বড়ভূঁইয়ার নজরে পড়ে। তিনি তাতক্ষনিক ম্যানেজার এর বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর জেলা থেকে বদলি করা হলো ডেপুটি ম্যানেজারকে। সম্পুর্ন চাকুরী থেকে বরখাস্ত সহ তদন্ত শেষে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে এডভোকেট তাহের আহমদ বড়ভূঁইয়া কে জানালেন এসবিআইয়ের রিজওনাল মেনেজার।