ভাঙ্গাবাজার টাইম

ভাঙ্গাবাজার টাইম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভাঙ্গাবাজার টাইম, Digital creator, Bhanga bazar, Karimganj.
(1)

"তথ্যের গভীরে, সত্যের সন্ধানে।
আপনাদের জন্য প্রতিদিন নতুন কিছু — ইতিহাস, খবর, জ্ঞান ও বাস্তবতা তুলে ধরাই আমাদের লক্ষ্য।
পেইজে যুক্ত থাকুন, জানুন আর শেয়ার করুন। ❤️

08/08/2025

Hello everyone

08/08/2025

।।একজনের নাম কেনো নেওয়া হচ্ছে না।।

আমাদের সকলের পরিচিত আবুল হুসেন দাদার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে তিনি কিছু খাবার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করান।শ...
08/08/2025

আমাদের সকলের পরিচিত আবুল হুসেন দাদার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে তিনি কিছু খাবার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করান।শুধু নিজের সন্তানের জন্মদিন উদযাপন নয়, সেই আনন্দকে সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া আসল আনন্দ, তা সত্যিই প্রশংসনীয়।
আমরা সকলে এই ছোট্ট শিশুর জন্য আন্তরিকভাবে প্রার্থনা করি,,সে যেন সুস্থ ও সুখী জীবন পায়, বড় হয়ে একজন ভালো মানুষ হয়ে ওঠে।

শুভ জন্মদিন
তোমার জীবন হোক আনন্দ, ভালোবাসা ও আশীর্বাদে ভরা। 🎂🌸💖

Debojyoti Sujan Deb Roy Abul Hussain #ভাঙ্গা

08/08/2025

🌸 রাখি বন্ধন 🌸
রাখি শুধু একটি সুতো নয় এটা একটুকু বিশ্বাস, একফোঁটা ভালোবাসা, আর অপরিসীম স্নেহের প্রতীক।
এই বিশেষ দিনে, একটি ছোট্ট রাখির মধ্য দিয়ে বোন তার ভাইয়ের মঙ্গল কামনা করে, আর ভাই প্রতিজ্ঞা করে
জীবনের যেকোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকব, তোমাকে রক্ষা করব।
আমার সকল বোনকে রাখি বন্ধনের অগ্রিম শুভেচ্ছা

#রাখি

ফটোতে যাঁকে আপনারা দেখতে পাচ্ছেন উনার নাম হুসেইন আহমেদ। যদিও আমাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও তিনি আমার আপন ভা...
07/08/2025

ফটোতে যাঁকে আপনারা দেখতে পাচ্ছেন উনার নাম হুসেইন আহমেদ। যদিও আমাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও তিনি আমার আপন ভাইয়ের মতো শ্রদ্ধেয় একজন বড় ভাই। সবসময় হাসিখুশি, প্রাণোচ্ছল একজন মানুষ। জীবনে এমন একজন ভাইয়ের মতো মানুষের সান্নিধ্য পাওয়া সত্যিই আমার জন্য একটি আশীর্বাদ। ভাই হিসাবে তাঁকে পেয়ে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করি।
তিনি শুধু একজন বড় ভাই নন একজন অভিভাবকের মতো ছায়া,একজন নিঃস্বার্থ ভালোবাসার মানুষ। ভাই বলে ডাকতে পারা আমার জন্য গর্ব, সম্মান আর ভালোবাসার এক অমূল্য উপহার। এমন একজন মানুষকে জীবনে পাওয়া সত্যিই ঈশ্বরের বিশেষ আশীর্বাদ।❤️🙏

07/08/2025

ডা. পিনাকী রায়
MBBS, DNB (General Surgery), MCh (Urology)
বিশেষজ্ঞ –
👉 কিডনিতে পাথর
👉 প্রোস্টেটের সমস্যা
👉 মূত্রথলির জটিলতা
👉 প্রস্রাবের ইনফেকশন (UTI)
👉 পুরুষদের যৌন দুর্বলতা (Erectile Dysfunction)
👉 অণ্ডকোষের বিভিন্ন রোগ

🔹 রোগী দেখেন: প্রতি বুধবার বিকাল ৪টা থেকে
🔹 স্থান: SKYLINE MEDICOS & DIAGNOSTIC CENTER
মেইন রোড, ভাঙ্গা বাজার
📞 যোগাযোগ: 8133930281

Sky Line Medicos & Diagnostic Centre Abul Hussain Adil Choudhury Rubal

07/08/2025

।।এখন ও সময় আছে সঠিক পদক্ষেপ নিন।।

Fitness Guru

06/08/2025

৫ ঘণ্টা ধরে ছটফট করছিলাম গো..."
একটু মুখটা ঘুরিয়ে দেখলে,
একটু আগে এলেই,
বাঁচিয়ে নিতে পারতে আমায়।
কিন্তু কেউ এল না…
চাকমাঘাটে দুর্ঘটনার পর ভাইটা ৫-৬ ঘণ্টা ধরে গাড়ির নিচে চাপা পড়ে ছটফট করছিল।না ছিল প্রশাসনের কাছে জরুরি উদ্ধার যন্ত্র,
না ছিল JCB, না ছিল কোনও ব্যবস্থা।একটা প্রাণ এক মিনিটে বাঁচানো যেত,কিন্তু গাফিলতিতে আমরা হারালাম এক তরতাজা জীবন।
ধিক্কার ত্রিপুরা প্রশাসনকে —যাদের কাছে জরুরি পরিষেবার যন্ত্র নেই,শুধু ফাইন, এন্ট্রি আর চা-পানির খাতিরেই খুশি!

😭 ক্ষমা কর ভাই…
আমরা কিছু করতে পারিনি।
🌸 তোমার আত্মা শান্তি পাক ভাই। 🌸

#ত্রিপুরার_গাফিলতি
#মানবতার_মৃত্যু

06/08/2025

বাংলা ভাষার অপমান আমরা কোনোদিন মেনে নেব না
এই ভাষা আমাদের গর্ব, আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্বের চিহ্ন।

Debojyoti Sujan Deb Roy Abul Hussain করিমগঞ্জ টুডে Arpi’s Vlog #বাংলা #ভাষা

05/08/2025

FUNNY কাছাড়ী 😁 শেষ পর্যন্ত দেখবেন 👈।।

Debojyoti Sujan Deb Roy করিমগঞ্জ টুডে Abul Hussain সিলেটি ফুয়া Daily Pachali Nirmal Paul Ponaraghar boy Rajon Das Rosy’s - Lifesta Funny meherpuri silchar Arpi’s Vlog

04/08/2025

ঘৃণার এই ছবির মধ্য যে কুলাঙ্গার লুকিয়ে আছে, তার ঠিকানা বাংলাদেশ,,সে সোশ্যাল মিডিয়ায় একটি সম্পূর্ণ মিথ্যা পোস্ট ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়
এই দেশভাগকারী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা একসাথে গর্জে উঠব

কারণ ধর্ম নয়, মানবতা আমাদের পরিচয় 🙏

Debojyoti Sujan Deb Roy করিমগঞ্জ টুডে Abul Hussain Tanuj Das Md Sarwar Adil Choudhury Rubal সিলেটি ফুয়া Daily Pachali #করিমগঞ্জ #বাংলাদেশ

মানবতার চেয়ে বড় ধর্ম পৃথিবীতে আর কিছুই নেই🙏আমাদের সমাজে এখনও মানুষের অন্তরে মমতা, সহমর্মিতা ও মানবিকতার দীপ্তি বিদ্যমা...
03/08/2025

মানবতার চেয়ে বড় ধর্ম পৃথিবীতে আর কিছুই নেই🙏

আমাদের সমাজে এখনও মানুষের অন্তরে মমতা, সহমর্মিতা ও মানবিকতার দীপ্তি বিদ্যমান।
যেখানে রাজনৈতিক নেতারা বিভেদের বিষবাষ্প ছড়িয়ে সমাজে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন, সেখানে সাধারণ মানুষের মধ্যে আজও রয়েছে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

গত তিন-চার দিন আগে, আমাদের শ্রীগৌরী এলাকার সৌরভ শীলের স্ত্রী, যিনি "শীল" পদবির এক হিন্দু গৃহবধূ, প্রসব যন্ত্রণায় কাতর হয়ে বাড়ি থেকে টুকটুকিতে করে শ্রীগৌরী হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে, পশ্চিম শ্রীগৌরীর জামে মসজিদের গেটের সামনে এসে তাঁর যন্ত্রণা চরমে পৌঁছায়। এই সংকটময় মুহূর্তে এগিয়ে আসেন পার্শ্ববর্তী জয়ফরপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী, আসমা বেগম।

তিনি এক মুহূর্ত দেরি না করে মানবিকতার হাত বাড়িয়ে দেন। তাঁর সহায়তায় সেই টুকটুকিতেই এক ফুটফুটে শিশুর জন্ম হয়।
এই হৃদয়ছোঁয়া ঘটনার পর সৌরভ শীলের পরিবার সহ সকলেই কৃতজ্ঞতা জানিয়েছেন আসমা বেগমের প্রতি।

এই একটিমাত্র ঘটনা আবারও প্রমাণ করে দেয় — ভারত শুধু একটি দেশ নয়, এটি একটি সংস্কৃতি, একটি অনুভূতি, যেখানে মানবতাই সর্বপ্রধান।
সাম্প্রদায়িক বিভেদের দেয়াল যতই কেউ তুলতে চায়, সাধারণ মানুষ তাদের ভালবাসা, সহানুভূতি আর ঐক্যের হাত ধরে সেই দেয়াল ভেঙে দেয়।

বেঁচে থাকুক এমনই সম্প্রীতি। বেঁচে থাকুক আমাদের ভারতবর্ষের মানবতার অমর বার্তা।🙏🙏🙏

Debojyoti Sujan Deb Roy করিমগঞ্জ টুডে Abul Hussain Md Sarwar Adil Choudhury Rubal সিলেটি ফুয়া Nirmal Paul Daily Pachali Bubu Dutta #করিমগঞ্জ news source - Ershad uddin talukdar

Address

Bhanga Bazar
Karimganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাঙ্গাবাজার টাইম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share