
01/07/2025
দ্বীনি খেদমতে দক্ষিণ ভারতে সেটেলমেন্ট এর পীর সাহেব
উত্তর পূর্ব ভারতের প্রখ্যাত পীর, আপোষহীন সুন্নী তারকা, করিমগঞ্জ সেটেলমেন্ট দরবার শরীফের গদ্দিনসীন হজরত মাওলানা শাহ সূফী সৈয়ীদ মুফিদুল ইসলাম মাদানী রজভী সাহেব এখন এক দ্বীনি সফরে দক্ষিণ ভারতে রয়েছেন। আগামীকাল সেখানে এক বিশাল "সুহাদায়ে কারবালা" মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
সেখানকার মাহফিল শেষ দিল্লীতেও কয়েকটি মাহফিলে অংশগ্রহণ করার কথা রয়েছে।
আল্লাহ তায়ালা উনার দ্বীনি খেদমতকে কবুল করুন, আমিন।