বরাক টিভি BARAK TV

বরাক টিভি BARAK TV প্রতি মূহুর্তের খবর

দ্বীনি খেদমতে দক্ষিণ ভারতে সেটেলমেন্ট এর পীর সাহেবউত্তর পূর্ব ভারতের প্রখ্যাত পীর, আপোষহীন সুন্নী তারকা, করিমগঞ্জ সেটেলম...
01/07/2025

দ্বীনি খেদমতে দক্ষিণ ভারতে সেটেলমেন্ট এর পীর সাহেব

উত্তর পূর্ব ভারতের প্রখ্যাত পীর, আপোষহীন সুন্নী তারকা, করিমগঞ্জ সেটেলমেন্ট দরবার শরীফের গদ্দিনসীন হজরত মাওলানা শাহ সূফী সৈয়ীদ মুফিদুল ইসলাম মাদানী রজভী সাহেব এখন এক দ্বীনি সফরে দক্ষিণ ভারতে রয়েছেন। আগামীকাল সেখানে এক বিশাল "সুহাদায়ে কারবালা" মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
সেখানকার মাহফিল শেষ দিল্লীতেও কয়েকটি মাহফিলে অংশগ্রহণ করার কথা রয়েছে।
আল্লাহ তায়ালা উনার দ্বীনি খেদমতকে কবুল করুন, আমিন।

দক্ষিণ ভারতে বরাক যুব সংগঠন আসাম এর প্রজাতন্ত্র দিবস পালনবরাক উপত্যকা সহ ত্রিপুরা থেকে দক্ষিণ ভারতে কর্মসংস্থানের জন্য প...
26/01/2025

দক্ষিণ ভারতে বরাক যুব সংগঠন আসাম এর প্রজাতন্ত্র দিবস পালন

বরাক উপত্যকা সহ ত্রিপুরা থেকে দক্ষিণ ভারতে কর্মসংস্থানের জন্য পাড়ি দেওয়া যুবকদের সংগঠন বরাক যুব সংগঠন আসাম বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে স্বতঃস্ফূর্ত ভাবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে। এনিয়ে এক সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন সংগঠনের দায়িত্বশীলরা।
উল্লেখ্য, বরাক যুব সংগঠন আসাম এমন একটি সামাজিক সংগঠন,যারা দক্ষিণ ভারতে কর্মরত বরাক-ত্রিপুরার যুবকদের বিভিন্ন সমস্যা নিয়ে সব সময় সরব থাকেন। শুধু তাই নয়, আসাম ত্রিপুরার কোনো যুবক কোনো বিপদ আপদে পড়লে তাদেরকে আর্থিক সহায়তা সহ তাঁর বিপদে ঝাঁপিয়ে পড়েন। এজন্য মানবতার সেবায় এই সংগঠনের প্রচুর সুনাম রয়েছে। সুতরাং সবাই এই সংগঠনের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা একান্ত কর্তব্য।
(দক্ষিণ ভারত থেকে এ প্রতিবেদনটি পাঠিয়েছেন সংগঠনের অন্যতম দায়িত্বশীল হাইলাকান্দি নিবাসী জানাব জামাল লস্কর।)

শ্রীভূমি জেলা আহলে সুন্নতের জেলা কমিটির রাতাবাড়ী প্রতিনিধিসম্প্রতি নিলামবাজার নতুন মসজিদে সাধারণ সভার মাধ্যমে গঠিত হল শ...
09/01/2025

শ্রীভূমি জেলা আহলে সুন্নতের জেলা কমিটির রাতাবাড়ী প্রতিনিধি

সম্প্রতি নিলামবাজার নতুন মসজিদে সাধারণ সভার মাধ্যমে গঠিত হল শ্রীভূমি (করিমগঞ্জ) জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা কমিটি। এতে বৃহত্তর রাতাবাড়ী এলাকার পাঁচ জন প্রতিনিধি অন্তর্ভূক্ত করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা হলেন, গুলালকান্দির বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন এপি জানাব আলহাজ্ব আয়াজ আলী সাহেব, কচুখাউরীর উদীয়মান সমাজকর্মী জানাব আবুল আনছার সিদ্দিকী আবু সাহেব, দলগ্রামের বিশিষ্ট সমাজকর্মী জানাব একলাছ উদ্দিন সাহেব,জানাব খলিল উদ্দিন সাহেব, শিমুলতলার নিজামিয়া উর্দু একাডেমীর এমডি জুনিয়র ইঞ্জিনিয়ার জানাব আব্দুল হক সাহেব প্রমূখ।
উক্ত সাধারণ সভায় কেন্দ্রীয় আহলে সুন্নতের পক্ষে পর্যবেক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাতাবাড়ীর বিশিষ্ট সমাজসেবী ডঃ নুরুল হক তালুকদার সাহেব।

মানবতার সেবায় ঐতিহ্যবাহী হিজিম আহলে বায়াত দরবার শরীফের এক ব্যতিক্রমী উদ্যোগ।
18/12/2024

মানবতার সেবায় ঐতিহ্যবাহী হিজিম আহলে বায়াত দরবার শরীফের এক ব্যতিক্রমী উদ্যোগ।

02/12/2024

" A good condition ECO 5 sitter car for sale"

ECO 5 sitter এই গাড়িটি বিক্রিয় করা হইবে। ১১ বৎসরে গাড়ীর রাণ মাত্র ৪৯৮০০ কিঃমিঃ।
All documents ok.

ইচ্ছুক ক্রেতাগণ বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে----- 9101608783

কারবালার সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের কর্তব্য - মাওলানা Alim Uddin জুনাইদি।উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা ইসলামী আলোচক তথা ...
13/07/2024

কারবালার সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের কর্তব্য - মাওলানা Alim Uddin জুনাইদি।

উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা ইসলামী আলোচক তথা বিশিষ্ট সমাজকর্মী মাওলানা আলিম উদ্দিন জুনাইদি সাহেব বলেন, কারবালার ঘটনা নিছক এক ঐতিহাসিক ঘটনা নয়, বরং ত্যাগের সর্বোৎকৃষ্ট নিদর্শন। রাসুল সাঃ এর দৌহিত্র সায়্যিদুনা ইমাম হুসাইন রাঃ এর সাথে যে নির্মম আচরণ করেছে পাপিষ্ঠ ইয়াজিদ (লানত) বাহিনী তা মুমিন মাত্রই জানেন। বর্তমান সময়ে ঐতিহাসিকভাবে সুবিদিত এই ত্যাগের ইতিহাসকে বিকৃত করে নব্য ইয়াজিদ প্রেমীরা পাপিষ্ঠ ইয়াজিদ কে নির্দোষ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে।তাই কারবালার সঠিক ইতিহাস মানুষের কাছে তুলে ধরা আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

আজ বাদ মাগরিব কাজিরবাজারে বৃহত্তর রাতাবাড়ী এলাকায় অসহায় দুঃস্হ মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায় নিয়ে এক জরুরি সভা শেষে উত্তর পূর্ব ভারতের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী এবং মাওলানা কামরুল ইসলাম (ছাগিখিউরী) কে পাশে বসিয়ে কারবালা ট্রাজেডি বিষয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংক্ষিপ্তভাবে উপরোক্ত কথাগুলো বলেন, বৃহত্তর রাতাবাড়ী এলাকারই কৃতি সন্তান মাওলানা আলিম উদ্দিন জুনাইদি সাহেব।

দ্বীনি খেদমতে কলকাতার উদ্দেশ্যে মাওলানা Alim Uddin জুনাইদি সাহেবআলহামদুলিল্লাহ, শত ব্যস্ততা ব্যতিরেখে দ্বীনি খেদমত আঞ্জা...
29/01/2024

দ্বীনি খেদমতে কলকাতার উদ্দেশ্যে মাওলানা Alim Uddin জুনাইদি সাহেব

আলহামদুলিল্লাহ, শত ব্যস্ততা ব্যতিরেখে দ্বীনি খেদমত আঞ্জাম দিতে এইমাত্র সুদূর কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হলেন বরাক ত্রিপুরার জনপ্রিয় ইসলামী আলোচক, বিশিষ্ট কলম সৈনিক তথা বরাক টিভি BARAK TV র মহাপরিচালক, মাওলানা পীর আলিম উদ্দিন জুনাইদি সাহেব। আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত সেখানকার বিভিন্ন মাহফিলে তাশরীফ রাখবেন তিনি।
উল্লেখ্য, শত ব্যস্ততা থাকা সত্বেও এনিয়ে এমাসেই দ্বিতীয় বারের মত শুধুমাত্র দ্বীনি খেদমতের জন্য তিনি কলকাতায় রওয়ানা হলেন।

23/01/2024

বদরপুরে আসছেন শিহাব চত্তুর

22/01/2024

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান।

২২/১/২০২৪

সংগৃহীত,

আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে INDIA জোটের টিকিটের শক্ত দাবিদার উপত্যকার নির্যাতিত গণমানুষের বলিষ্ঠ কন্ঠস্ব...
14/09/2023

আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে INDIA জোটের টিকিটের শক্ত দাবিদার উপত্যকার নির্যাতিত গণমানুষের বলিষ্ঠ কন্ঠস্বর বিশিষ্ট সাংবাদিক হাফিজ মুজাম্মিল লতিফি সাহেবকে অগ্রিম শুভেচ্ছা।।
এগিয়ে চলুন, সাথে আছি।।

07/09/2023

Address

Ratabari
Karimganj
788734

Telephone

+917086304228

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরাক টিভি BARAK TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category