Ratabari Today

Ratabari Today Media sports political issues

লামডিং বদরপুর হিল সেকশনের মুপা-ডিখাও এর মধ্যবর্তী এলাকায় ফের ধস। বড় বড় পাথরের নীচে রেলওয়ে লাইন।প্রতিটি স্টেশনে ট্রেন...
06/07/2025

লামডিং বদরপুর হিল সেকশনের মুপা-ডিখাও এর মধ্যবর্তী এলাকায় ফের ধস। বড় বড় পাথরের নীচে রেলওয়ে লাইন।
প্রতিটি স্টেশনে ট্রেন দাড়িয়ে আছে, 15617 লাংটিং স্টেশনে আটকানো, পিছনে রঙিয়া শিলচর ও প্যাসেঞ্জের লামডিং। কষ্ট যেন আর কমবে না।

12/05/2025

Pranab Mukherjee wins the ZPC post Dullacherra by 10820 vote...

11/05/2025

গৌতম
এখন পর্যন্ত ভৈরব নগর জেলা পরিষদ আসনে বিজেপি দলের প্রার্থী রাজেশ দাস এগিয়ে আছেন কংগ্রেস দলের প্রার্থী সুমন্ত দাসের থেকে। রাজেশ পেয়েছেন ৬৪৯৯ টি ভোট ও কংগ্রেস প্রার্থী সুমন্ত দাস পেয়েছেন ২৬৬৮ টি ভোট, চেরাগী জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পঙ্কজ রায় শর্মা বহু ভোটে এগিয়ে আছেন তিনি পেয়েছেন ৭৩১২টি ভোট ও কংগ্রেস প্রার্থী কুবের যাদব পেয়েছেন ১৬৭৭ টি ভোট। দুল্লভছড়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি পেয়েছেন ৭৩১৯ টি ভোট, নির্দল প্রার্থী মৃত্যুঞ্জয় নাথ ভোট পেয়েছেন ২৭৮৪ টি ভোট। আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম কংগ্রেস দলের প্রার্থী জাসমিন সুলতানা থেকে পিছিয়ে আছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন ১৮৯৬ টি ভোট ও কংগ্রেস দলের প্রার্থী পেয়েছেন ৫৩৭১ টি ভোট।

গতকাল রাত ৮-৯ টার সময় তিনি স্বাভাবিক ভাবেই হাসি খুশি একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। রাত ১...
08/05/2025

গতকাল রাত ৮-৯ টার সময় তিনি স্বাভাবিক ভাবেই হাসি খুশি একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। রাত ১২টা থেকে সকাল ৫টা পর্যন্ত চলল পর্যবেক্ষণ অপারেশন Sindoor, এর পরেও তিনি নিশ্চয়ই সারা বিশ্বের নেতাদের সাথে যোগাযোগ করেছেন।
সকালেই সিসিএস-এর গুরুত্বপূর্ণ মিটিং। তারপর মন্ত্রিসভার বৈঠক।এখন তিনি ভারতের স্পেস মিশনের উপর বক্তৃতা দিচ্ছেন। 🇮🇳❤️

অবিশ্বাস্য দৃশ্য!

মুখে কোনও ক্লান্তির ছাপ নেই, কোনো চিন্তা নেই, কোনও ভয় নেই। কিন্তু ভিতরে কি চলছে, তা কোথাও ফুটে ওঠে না। এখনও মিশন বাকী

দেশের উপর হামলার সন্দেহ, আন্তর্জাতিক চাপ—সবকিছুর মাঝে তিনি যেন এক অটুট শক্তি।
এক নির্ভীক, অদম্য এবং অতিমানবীয় নেতৃত্বের উদাহরণ নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অনেকে ছিল, আবারও আসবে কিন্ত এমন মানুষ প্রতিবার দেখতে পাবো না।

Prime Minister Sri Narendra Modi 🧿🦋❤️

22/01/2025

Big shout out to my newest top fans! Paul Subir

প্রিয় অভিভাবক ও বিভিন্ন খেলাধুলার আয়োজকমন্ডলী ভাই বন্ধু সকল।আসন্ন উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত ও মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পর...
15/01/2025

প্রিয় অভিভাবক ও বিভিন্ন খেলাধুলার আয়োজকমন্ডলী ভাই বন্ধু সকল।
আসন্ন উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত ও মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলছে।
ছাত্রসকল আবেগপ্রবন তারা এই জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে ভালো দিশা না পেলে ভবিষ্যত অন্ধকারের দিকে টেলে দেবে।
খেলাধুলো শরীরচর্চার মাধ্যম ঠিক এই মরসুমে খেলাধুলো একটি বিশেষ শ্রেণীর পেশা ও উপযুক্ত সময় তা ঠিকই কিন্তু পরীক্ষার মরসুমে এমন খেলাধুলার আয়োজন কিছুটা কমিয়ে আনা ভালো হবে।
অন্যতায় যুবকরা তার জীবনের গুরুত্বপূর্ণ সময়ে রাতে খেলাধুলায় যাওয়া থেকে বাধা দেওয়া অসম্ভব হবে।
আপনারা কিছুটা সজাগ হোন।

সংগঠনের পক্ষ থেকে সকল স্তরের পড়ুয়া ও অভিভাবকদের সচেতনতা কামনা করছি।

বিভিন্ন জিপির সংরক্ষিত ও উন্মুক্ত ওয়ার্ডের তালিকা
02/01/2025

বিভিন্ন জিপির সংরক্ষিত ও উন্মুক্ত ওয়ার্ডের তালিকা

07/11/2024

13/09/2024

১৫ সেপ্টেম্বর রবিবার, নিভিয়া বাজারে অবস্থিত বোধন হাইয়ার সেকেন্ডারি স্কুলে যে সকল পরীক্ষার্থীদের এক্সাম সেন্টার রয়েছে এবং আপনারা যারা চার চাকাযুক্ত বাহন নিয়ে আসবেন আপনারা সবাই আনিপুর তিমুখা থেকে বিদ্যানগর হয়ে নিভিয়া বাজারে আসবেন। কারণ দুল্লভছড়া ব্রিজটি বন্ধ অবস্থায় রয়েছে।

ব্রিজটি দিয়ে শুধু দুই চাকাযুক্ত বাইক নিয়ে আসতে পারবেন।

06/09/2024

Breaking-

করিমগঞ্জের নতুন জেলা শাসক প্রদীপ কুমার দিবেদী

*সম্মানিত  জনগন*       প্রথমেই জানাই *রূপাঞ্জলী ক্লাবের* তরফ থেকে  আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সবার আন্তরিক সহযোগিতায় আমর...
16/08/2024

*সম্মানিত জনগন*
প্রথমেই জানাই *রূপাঞ্জলী ক্লাবের* তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সবার আন্তরিক সহযোগিতায় আমরা ১৯৭১ সন থেকে আসাম রাজ্যের করিমগঞ্জ জেলাস্থিত দুল্লভছড়া বড়বাজারে *ঝুলন যাত্রা* সম্পন্ন করে চলছি। প্রতিবারের ন্যায় এবারও আপনাদের সহযোগিতায় ১৫ই আগষ্ট থেকে ১৯শে আগষ্ট অবধি ঝুলন যাত্রা পালিত হবে। ১৯শে আগষ্ট ২০২৪ ইং (সোমবার) রাখীপূর্নিমা উপলক্ষে ঝুলনযাত্রার সমাপ্তি। সেই উপলক্ষ্যে পরিবার, প্রিয়জন সবাইকে নিয়ে ১৯শে আগষ্ট *ঝুলন যাত্রা ও প্রদর্শনী* পরিদর্শন করার বিনীত অনুরোধ করি।

*::আহ্বায়ক::*

*রূপাঞ্জলী ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ।*
বড়বাজার, দুল্লভছড়া,
করিমগঞ্জ

Address

Ratabari Nivia Cheragi Anipur Ramkrishnanagar Chorgula Dullabcherra Goombhira Harinagar Patiala
Karimganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratabari Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share