08/05/2025
গতকাল রাত ৮-৯ টার সময় তিনি স্বাভাবিক ভাবেই হাসি খুশি একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। রাত ১২টা থেকে সকাল ৫টা পর্যন্ত চলল পর্যবেক্ষণ অপারেশন Sindoor, এর পরেও তিনি নিশ্চয়ই সারা বিশ্বের নেতাদের সাথে যোগাযোগ করেছেন।
সকালেই সিসিএস-এর গুরুত্বপূর্ণ মিটিং। তারপর মন্ত্রিসভার বৈঠক।এখন তিনি ভারতের স্পেস মিশনের উপর বক্তৃতা দিচ্ছেন। 🇮🇳❤️
অবিশ্বাস্য দৃশ্য!
মুখে কোনও ক্লান্তির ছাপ নেই, কোনো চিন্তা নেই, কোনও ভয় নেই। কিন্তু ভিতরে কি চলছে, তা কোথাও ফুটে ওঠে না। এখনও মিশন বাকী
দেশের উপর হামলার সন্দেহ, আন্তর্জাতিক চাপ—সবকিছুর মাঝে তিনি যেন এক অটুট শক্তি।
এক নির্ভীক, অদম্য এবং অতিমানবীয় নেতৃত্বের উদাহরণ নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অনেকে ছিল, আবারও আসবে কিন্ত এমন মানুষ প্রতিবার দেখতে পাবো না।
Prime Minister Sri Narendra Modi 🧿🦋❤️