13/07/2025
#প্রতিবছরের ন্যায় এবারও মুলিয়ালা স্পোর্ট এসোসিয়েশন দ্ধারা আয়োজিত নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে আয়োজক মণ্ডলির আমন্ত্রণে আজ উপস্থিত হই। সেখানে উপস্থিত হয়ে ফাইন্যাল ম্যাচে অংশগ্রহণ করা চান্দমারি এফসি এবং রাতাবাড়ী এম এইচ সি এম এফসি দুটি দলের চমৎকার খেলাটি উপভোগ করি। প্রথম এবং দ্বিতীয়ার্ধের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে ট্রাইব্রেকারের মাধ্যমে জয় অর্জন করে চান্দমারি এফসি। খেলাতে হারজিত থাকাটাই খেলার ধর্ম, চান্দামারী এফসিকে জানাই অভিনন্দন এবং রাতাবাড়ীএম এইচ সি এম এফসিকে আগামীদিনে শক্তিশালি হয়ে উঠার জন্য উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। এই খেলার আনন্দ উপভোগ করতে প্রচুর দর্শক জমায়েত হন। আমাদের অঞ্চলের মানুষের ফুটবল খেলার প্রতি এত আকর্ষন দেখে আমি মুগ্ধ। এই ছোট্ট ছোট্ট গ্রামীণ খেলাধূলা থেকেই প্রতিভাবান খেলোয়াড় তৈরি হন। আগামীদিনে যেন আমাদের এই অঞ্চলগুলো থেকে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে এসে বড় বড় মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারেন তা কামনা করি। এদিন উপস্থিত ছিলেন দুর্লভছড়া জেলা পরিষদ সদস্য প্রনব মুখার্জি মহাশয়,পাতিয়ালা জিপির নবনির্বাচিত সভাপতি রহিম উদ্দিন মহাশয়,আনিপুর নয়াটিলা জিপির সভানেত্রীর প্রতিনিধি গুলজার হোসেন চৌধুরী মহাশয়,বিশিষ্ট শিক্ষক এ আর বাবুল মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সবশেষে আয়োজক মণ্ডলি,দর্শক শ্রোতা, খেলা পরিচালনাকারী সহ ফুটবল প্রেমী সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন।
Bijoy Malakar MLA 💕
Bijoy Malakar 🌹