18/05/2024
380 No South Panighat L.P School at Panighat, North Karimganj, Assam India.
আজকের এই বিদায়কলীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানিঘাট জিপির প্রাক্তন জিপি সভাপতি ডা:ছুয়াব আলী মহাশয় , W.K ভিতরগোল সিনিয়র মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক মৌলানা কুতুব উদ্দিন মহাশয় এবং এই স্কুলের সমাবেশ কমিটির সভাপতি আনোয়ার হোসেন মহাশয় এবং মন্তাজ আলী L.P স্কুলের প্রধান শিক্ষক মকসুদ আহমেদ মহাশয় আরও ছন্দান আলী L.P স্কুলের প্রধান শিক্ষক বদরুল ইছলাম মহায় এবং পানিঘাট মডেল M.E স্কুলের শিক্ষকরা ও । এই স্কুলের পড়ারত ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এবং অত্র গ্রামের বয়স্ক এবং যুবকরা ও উপস্থিত ছিলেন।
#বিদায়ীস্যার শিক্ষক উনি ১৯৮৮ সনে প্রথম রাতপুর ( লাতু) স্কুলে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করেন । তারপর ১৯৮৯ সনে 380 No South Panighat L.P School এ যোগ দিয়ে এই স্কুলে প্রায় ৩৬ বৎসর কাজ করে আজকে উনি বিদায় নিলেন , সরকারী বিধান অনুসারে। উনি ২০১৪ সনে NCR তে ও কর্মে লিপ্ত ছিলেন। আমার মনে আছে উনি আমাদেরকে ২০০৮ সনে তৃতীয় শ্রেণীতে পরিবেশ পড়িয়ে ছিলেন। স্কুলের উন্নতি ও ছাত্রের প্রতি উনার অবদান অসীম। যাইহোক দোয়া করি উনার পরবর্তী জীবন সুন্দর সফলময় হয় ।
380 No South Panighat L.P School at Panighat, North Karimganj, Assam India উপস্থিত ছিলেন। এই স্কুলের শিক্ষকগণ । তালিকা নীচে দেওয়া হল:-
১) অবসর প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় সুনিল কুমার দাস মহাশয় ( Joining-1888 )
২) অবসর প্রাপ্ত শিক্ষক মকলিছ উদ্দিন মহাশয় (Joining-1889)
৩) অবসর প্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় পিতিলাল দাস মহাশয় ।
৪) প্রধান শিক্ষক মুজিবুর রহমান মহাশয় ।
৫) সহকারী শিক্ষক আসাদ আহমেদ মহাশয়।
৬) সহকারী শিক্ষক মাহবুবুর রাহমান মহাশয়।
৭) সহকারী শিক্ষিকা সুমি মহাশয়ী ।
৮) সহকারী শিক্ষক কিসালয় মহাশয় ।