19/04/2024
পাথু সুরিগ্রাম মণডল কংরেসের সভাপতি আব্দুছ ছালামের সভাপতিত্বে এক বিরাট জন সভার আযোজন করা হইয়াছে. উক্ত জন সভায কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রসিদ আহমেদ সাহেব জনসম্মুখে ভাসন দান করেন। তথ সঙ্গে উপস্থিত চিলেন cpiর নেতা চন্ধন চঞবর্তী. adv আব্দুল জলিল.adv হুসেন আহমেদ.জিলাপরিসদ সংকর মালাকার. পিসারমেন সম্প্রদায়ের নেতা জলাল আহমেদ.উপস্থিত আরো কংগ্রেস কর্মী বৃন্ধ।