Muhit.official

Muhit.official আসসালামু আলাইকুম, বন্ধুরা,(আমি মুহিত) আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই, আশা করছি সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ, ❤️❤️❤️❤️
(15)

জুম্মা মোবারক
21/11/2025

জুম্মা মোবারক

Hello everyone
18/10/2025

Hello everyone

শুভ সন্ধ্যা 🌙সোনালি রোদ মুছে যায় ধীরে,সন্ধ্যা নামে নীরব সীমানায়,আকাশ জুড়ে জ্বলে তারা,শান্তির পরশ মনের বারান্দায়।দিনের...
17/09/2025

শুভ সন্ধ্যা
🌙
সোনালি রোদ মুছে যায় ধীরে,
সন্ধ্যা নামে নীরব সীমানায়,
আকাশ জুড়ে জ্বলে তারা,
শান্তির পরশ মনের বারান্দায়।

দিনের ক্লান্তি যাক মুছে,
আনুক শান্তি নরম আলো,
এই সন্ধ্যায় হৃদয় জুড়ে,
রইলো আমার শুভেচ্ছা ভালো|

কেমন আছেন
15/09/2025

কেমন আছেন

Good night everyone   # @সেরা ফ্যান তোমায় আমি প্রথম দেখি কলেজের এক ক্লাসরুমে,  চোখে ছিল বই, তবু মন যে হারালো এক চুপচাপ র...
14/09/2025

Good night everyone # @সেরা ফ্যান তোমায় আমি প্রথম দেখি কলেজের এক ক্লাসরুমে,
চোখে ছিল বই, তবু মন যে হারালো এক চুপচাপ রূপে।
তুমি জানো না, আমি কতবার তাকিয়েছি চুপিচুপি,
তোমার হাসির ভেতর যেন বসন্ত খেলত ফুটি ফুটি।

প্রথম কথা? মনে নেই ঠিক, তবে ছিল খুবই হালকা,
একটা কলম চেয়ে নিয়েছিলে, গলার স্বর ছিল তালমিকা।
সেদিন থেকে প্রতিদিনই চেয়েছি হোক আরেকটু কথা,
তোমার পাশে বসার লড়াইটা ছিল যেন যুদ্ধের সাথে।

চায়ের কাপে ভাগ বসিয়ে, একদিন সাহস করে বলেছিলাম,
"তোমায় ভালো লাগে, খুব"—তুমি চুপ ছিলে, হাসলে নীরবতায় ভাসা।
সে নীরবতা বুঝিনি তখন, ভেবেছি তুমি রেগে গেছ,
কিন্তু এক সপ্তাহ পর যখন লিখলে—"আমিও…"—তখন বুকটা উলটে গেল।

সেই থেকে শুরু—একসাথে ক্লাস, সিনেমা, বৃষ্টিভেজা দিন,
তোমার হাত ধরে হাঁটা, যেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, অমলিন।
তোমার চুলে খেলা করা হাওয়া, আমার গালে এসে লাগত,
তুমি অভিমান করলে, আমি কবিতা লিখে ভুল ভাঙাতাম।

তবে সময় কি সবসময় প্রেমের পক্ষে দাঁড়ায়?
জীবন নামক ট্রেন তো থেমে থাকে না, চলেই যায়।
তুমি গেলে অন্য শহরে, স্বপ্ন খুঁজতে নিজের মতো,
আমি থেকেছি দূরে বসে, অপেক্ষায়, হৃদয়ের প্রতি ক্ষতে।

তুমি ধীরে ধীরে কমলে, আমি বোঝার চেষ্টা করলাম,
কিন্তু প্রেম তো মুছে যায় না, শুধু স্মৃতির সুর হয়ে বাজে বেলা-ভোরে।
তুমি হয়ত এখন অন্য কারো হাতে হাত রেখেছ,
তবুও আমার গল্পে তুমি এখনো ‘তুমি’ হিসেবেই লেখ।

আজও মাঝে মাঝে রাতে, পুরনো চ্যাটগুলো পড়ি,
তোমার পাঠানো একটা ইমোজি—জানি, তাতে ছিল অনেক গোপন কথা ভরি।
এই কাহিনী শেষ হয়নি হয়তো, শুধু থেমে আছে কোথাও,
হয়তো অন্য জন্মে, আমরা আবার শুরু করব—সেই এক ‘হ্যালো’ থেকে।

❝তুমি ছিলে আমার গল্পের প্রথম পাতায়,
শেষে নেই—তবু প্রতিটি পৃষ্ঠায় তুমি আছো, অক্ষয় ছায়ায়…❞

মনে রাখবেন হঠাৎ কেউ এসে বলবে আপনার বাবার নাম বদলাতে হবে , জন্মগত যে নাম ছিল সেই নামের কোন অর্থ নেই, সময়ের উপর নির্ভর কর...
14/09/2025

মনে রাখবেন হঠাৎ কেউ এসে বলবে আপনার বাবার নাম বদলাতে হবে , জন্মগত যে নাম ছিল সেই নামের কোন অর্থ নেই, সময়ের উপর নির্ভর করে,

চায়ের দাওয়াত, গল্প হাজার,তোমার লাভে সবই আমার!যেদিন খালি হাতে যাই,তোমার দুয়ার বন্ধ পাই।বন্ধু বলে ডাকো মুখে,পেছনে কাটি ছুর...
25/08/2025

চায়ের দাওয়াত, গল্প হাজার,
তোমার লাভে সবই আমার!
যেদিন খালি হাতে যাই,
তোমার দুয়ার বন্ধ পাই।

বন্ধু বলে ডাকো মুখে,
পেছনে কাটি ছুরি সুখে।
স্বার্থ গেলে, তুমি নেই,
এমন বন্ধুত্ব কে চায়, ভাই?

সকালে উঠে স্কুলে যাই,হাতের খাতা, মুখে ঠাই।বন্ধুদের সাথে হাসি-খেলা,শিক্ষক বলেন, "শিখতে মেলা!"টিফিন বেলায় দৌড়ঝাঁপ,স্মৃতিগু...
14/08/2025

সকালে উঠে স্কুলে যাই,
হাতের খাতা, মুখে ঠাই।
বন্ধুদের সাথে হাসি-খেলা,
শিক্ষক বলেন, "শিখতে মেলা!"

টিফিন বেলায় দৌড়ঝাঁপ,
স্মৃতিগুলো একেকটা চাঁপ।
সোনালী সে ছোট্ট দিন,
রয়ে গেছে মনে গেঁথে চিন।

হিন্দু-মুসলিম দুইটি নদী, এক সাগরে মেশে,ভাষা আলাদা, ধর্মও ভিন্ন—মন তো নয় শেষে।পূজা আর নামাজ থাকে, ঘরভেদে রীতি,তবু হৃদয়ে ...
13/08/2025

হিন্দু-মুসলিম দুইটি নদী, এক সাগরে মেশে,
ভাষা আলাদা, ধর্মও ভিন্ন—মন তো নয় শেষে।
পূজা আর নামাজ থাকে, ঘরভেদে রীতি,
তবু হৃদয়ে একটাই লেখা—ভালোবাসাই নীতি।

একসাথে হেঁটেছে যুগে যুগে, শত্রুর চোখে বালি,
এক মাটিতে জন্ম আমাদের, এক রক্তের কালি।
খেতে যদি ভাগাভাগি নাই, তবে ঘৃণা কেন ভাই?
মানুষ তো সব একটাই জাত, চোখে চোখে চাও তাই।

শত্রু চায় হোক বিভেদ, ভাঙুক মনের দেয়াল,
আমরা বলি—ভাইয়ে ভাই, একসাথেই হোক কাল।
ধর্ম থাক জীবনপথে, প্রেম থাক হৃদয়ে,
হিন্দু-মুসলিম মিলে গাই—একতার জয়গানে।

বড় হয়ে সমাজ গড়িবড় হয়ে আমি হবো আলো,সত্য-ন্যায়ে চলবো ভালো।মিথ্যা-কুসংস্কার করবো দমন,ভালোবাসায় গড়বো জীবন।পরের দুঃখ ...
01/08/2025

বড় হয়ে সমাজ গড়ি
বড় হয়ে আমি হবো আলো,
সত্য-ন্যায়ে চলবো ভালো।
মিথ্যা-কুসংস্কার করবো দমন,
ভালোবাসায় গড়বো জীবন।

পরের দুঃখ নেবো বুকে,
সেবা করবো সুখে-দুখে।
হিংসা নয়, আনবো ঐক্য,
বন্ধন হোক ভালো বাক্য।

পরিশ্রমে গড়বো আমি,
নতুন যুগের স্বপ্নকামী।
বড় হয়ে একটাই চাই—
সুন্দর সমাজ গড়ে যাই।

Address

Anipur. Roud. Bidyanagar
Karimganj
788734

Telephone

+919731262035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhit.official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category