
01/08/2025
বড় হয়ে সমাজ গড়ি
বড় হয়ে আমি হবো আলো,
সত্য-ন্যায়ে চলবো ভালো।
মিথ্যা-কুসংস্কার করবো দমন,
ভালোবাসায় গড়বো জীবন।
পরের দুঃখ নেবো বুকে,
সেবা করবো সুখে-দুখে।
হিংসা নয়, আনবো ঐক্য,
বন্ধন হোক ভালো বাক্য।
পরিশ্রমে গড়বো আমি,
নতুন যুগের স্বপ্নকামী।
বড় হয়ে একটাই চাই—
সুন্দর সমাজ গড়ে যাই।