05/09/2025
জনসংযোগ শ্রীভূমি || প্রেস বার্তা নম্বর ২৭০
শ্রীভূমি জেলায় শনিবার সকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিএনএসএস এর ১৬৩ ধারায় কিছু নিষেধাজ্ঞা
শ্রীভূমি ৫ সেপ্টেম্বর, ২০২৫ : শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে এক আদেশ জারি করে জানিয়েছেন যে, ৬ সেপ্টেম্বর, শনিবার শ্রীভূমি জেলায় কিছু দল সংগঠনে আহুত ১২ ঘন্টার বন্ধ আহ্বানের ফলে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে শান্তি সম্প্রতি স্বাভাবিক বজায় রাখতে ৬ সেপ্টেম্বর, শনিবার সকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। ওই নিষেধাজ্ঞা অনুসারে বিনা অনুমতিতে ৫ বা ততোধিক ব্যাক্তির জমায়েত নিষিদ্ধ। পাশাপাশি, বিনা অনুমতিতে বনধ, রেলি, স্টইক, ধর্ণা প্রদর্শন নিষিদ্ধ থাকবে। কোন ধরণের অস্ত্র শস্ত্র, বিস্ফোরক সামগ্রী বা সন্দেহ জনক সামগ্রী বহনে নিষেধাজ্ঞা থাকছে। যান বাহন চলাচল বাধা সৃষ্টি ও অবৈধ যানবাহনের বেআইনি পার্কিং করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া বিনা অনুমতিতে উচ্চ শব্দ সৃষ্টি করে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মরত কর্মচারী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি পরিসেবার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র শ্রীভূমি জেলায় বলবৎ হয়েছে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।