সত্যের সন্ধানে ২.০

  • Home
  • সত্যের সন্ধানে ২.০

সত্যের সন্ধানে ২.০ This page is my official page. This page is created to stay connected with people as my friendlist..

কাটিগড়া সেন্ট্রাল হসপিটালে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু বরণ করেন রমজানা বেগম বড়ভুইয়া(২১) নামের এক মহিলা 😢। আর এই নবজাতক ...
12/07/2025

কাটিগড়া সেন্ট্রাল হসপিটালে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু বরণ করেন রমজানা বেগম বড়ভুইয়া(২১) নামের এক মহিলা 😢। আর এই নবজাতক শিশু রমজানার পুত্র সন্তান। সে তার মায়ের মুখটা আর দেখবে না কোনোদিন।
এই সেন্ট্রাল হসপিটাল নামের কসাইখানা এর সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা উচিত।
এই রকম কসাইখানা থেকে সকল জনগণ সাবধানে থাকবেন।
চিরদিনের জন্য মায়ের কোল থেকে বঞ্চিত হলো সে। পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই, তিনি যেনো এই শিশুটিকে সুস্থ রাখেন।

12/07/2025

নাউযুবিল্লাহ । নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ
আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা।
আমরা যদি এই রকম নাস্তিকদের বয়কট না করি তাহলে আমরা কেউই ক্ষমা পাবো না।
এই রকম নাস্তিকদের বিরোধীতা করতে হবে।


#নাস্তিক

  পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar..পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি কর‍তে গিয়ে তার মৃ-ত-দে-হ খুঁজে পায়!সবচেয়ে...
12/07/2025


পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar..
পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি কর‍তে গিয়ে তার মৃ-ত-দে-হ খুঁজে পায়!
সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সে যে দুনিয়াতে না-ই,এইটা কেউ জানেই না! তার খোঁজ ও কেউ নেয় নাই!

সে দুনিয়া থেকে চলে গিয়েছে সম্ভবত ৭-৮ মাস আগে! এই এতোগুলা মাসে তার খবর ও কেউ নেয় নাই!!! অবিশ্বাস্য না?

ফেসবুকে তার লাস্ট পো-স্ট ২০২৪ সালে, যেই ফ্ল্যাটে থাকতো সেটার ভাড়া বাকি ৮ মাসের, তার বাসায় থাকার সব খাবারের মেয়াদ ও শে-ষ হয়ে গিয়েছে আগেই!

তার ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো ছিলোনা, সে ফ্যামিলি থেকে আলাদা হয়ে একা থাকতে শুরু করে।

বুঝলাম ফ্যামিলি নাই, তাই বলে কোনো ফ্রেন্ড ও কি ছিলোনা?
একজন মডেল, তার কি কোনো সহকর্মী ও ছিলোনা?
কেউ কি কখনো জানতে চায় নাই 'আচ্ছা এই মেয়েটা কই? তার তো কোনো খোঁজ নাই!'

একটা মানুষ এতোটা 'একা' হতে পারে?
১০-১৫ দিন কাউকে না দেখলেও আমরা তার কথা চিন্তা করি, সেখানে ৭-৮ মাস আগেই যেই মানুষ টা দু-নি-য়া থেকে চলে গেছে তার খবর নেওয়ার চেষ্টা করলো না কেউ? এমনকি তার মা বাবাও না?
এতোটা পা-ষা-ন কিভাবে হতে পারে??

৭-৮ টা মাস সে এভাবেই পড়ে রইলো,পুলিশ না গেলে আরো কয়েক মাস/বছর হয়তো এভাবেই পড়ে থাকতো! কেউ জানতো না, কেউ খবর নিতেও আসতো না!!

এতো দুর্ভাগ্যজনক 'বি-দা-য়' আর কারো সাথে না হোক!
এতো বেশি 'একা' আর কেউ না হোক 🙂
সত্যি অনেক কষ্টকর 😭 😭

Collected from fb

07/07/2025

Always love your mother and father

হৃদয়স্পর্শী ও আবেগপূর্ণ বাংলা গল্প দেওয়া হলো, যেখানে মা, বাবা ও ছেলের সম্পর্ক ও ভালোবাসা সুন্দরভাবে ফুটে উঠেছে:

গল্প: শেষ চিঠি
গ্রামের ছোট একটি ঘরে বাস করতো বৃদ্ধা মা-বাবা। তাঁদের একমাত্র ছেলে, অরুণ, শহরে চাকরি করে। ছোটবেলা থেকেই অরুণ খুব মেধাবী ছিল। মা সব সময় তার জন্য নতুন বই, ভালো খাবার জোগাড় করতেন, আর বাবা রাত জেগে মাঠে কাজ করতেন, যেন ছেলের স্বপ্ন পূরণ হয়।
সময় কেটে গেল। অরুণ ভালো চাকরি পেলো, শহরে নিজের পরিবার গড়লো। প্রথমদিকে নিয়মিত ফোন করতো, মা-বাবার খোঁজ নিত। কিন্তু সময়ের সাথে সব ব্যস্ততায় হারিয়ে গেল। এখন মাসে একবার ফোন আসে, তাও খুব সংক্ষিপ্ত।
একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। মা বারবার ফোন করেও ছেলেকে পায় না। ডাক্তার বললো, বাবার সময় বেশি নেই। মা ছেলেকে চিঠি লেখে:
“অরুণ, তোর বাবা আর বেশিদিন নেই। তোকে একবার দেখার খুব ইচ্ছা… চোখ বন্ধ হওয়ার আগে যদি একবার তোর মুখটা দেখতে পারতাম…”
কিন্তু চিঠি পৌঁছাতে দেরি হয়ে গেল।
অরুণ যখন বাড়ি পৌঁছালো, তখন বাবার নিথর দেহ সামনে পড়ে আছে। মা চুপচাপ কোণায় বসে কাঁদছে।
অরুণ মায়ের হাত ধরে বলে,
“মা, আমি দেরি করে ফেলেছি… আমাকে ক্ষমা করো।”
মা চোখ মুছে বলে,
“বাবা তোর জন্য অপেক্ষা করেছিল, শেষ নিঃশ্বাসেও তোর নাম বলেছিল… মা-বাবা কখনো অভিমান করে না, শুধু অপেক্ষা করে…
গল্পের শিক্ষা:

সময় থাকতে মা-বাবার সাথে সময় কাটাও। তারা চায় না উপহার বা টাকা, তারা চায় শুধু তোমার ভালোবাসা, একটু সময়, আর একটা “আমি ভালো আছি মা-বাবা”।
😢 😢


07/07/2025

গল্প: ছোট বেলার স্বপ্ন
একটা ছোট গ্রামে বাস করতো এক ছেলে, নাম রাজু। তার বাবা একজন কৃষক ছিলেন। সংসারে খুব কষ্ট হলেও রাজু পড়াশোনা করতে খুব ভালোবাসতো। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করতো, তারপর বাবার সাথে ক্ষেতে কাজ করতে যেত।
একদিন স্কুলে শিক্ষক জিজ্ঞেস করলেন, “তোমরা কে কী হতে চাও?”
সবাই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার খেলোয়াড় হতে চায় বলল। রাজু বলল, “আমি শিক্ষক হতে চাই, যাতে গ্রামের সব বাচ্চাদের শিক্ষিত করতে পারি।
বন্ধুরা তাকে হাসলো। “তুই শিক্ষক? তোদের তো পড়াশোনার খরচই জোটে না,” – বলল এক ছেলে।
কিন্তু রাজু হাল ছাড়ল না। সে আরও বেশি পড়াশোনা করলো, রাতে হারিকেনের আলোয় বই পড়তো, আর দিনে বাবার সাথে কাজ করতো।
বছর কেটে গেল। রাজু মাধ্যমিকে প্রথম হলো। তারপর বৃত্তি পেয়ে কলেজে পড়লো। অবশেষে সে একজন ভালো শিক্ষক হলো। আজ রাজু নিজেই সেই গ্রামের স্কুলে শিক্ষক, আর তার ক্লাসে সেই বন্ধুরাও পড়ে।

শিক্ষক রাজু বলে, “স্বপ্ন বড় হওয়া উচিত, আর তার জন্য পরিশ্রমই সবচেয়ে বড় হাতিয়ার।”
গল্পের শিক্ষা:
পরিশ্রম, আত্মবিশ্বাস ও স্বপ্ন মানুষকে যেকোনো অবস্থান থেকে সফল করে তুলতে পারে। কখনো হাল ছাড়বে না।
এই গল্পটি ছাত্রছাত্রীদের প্রেরণা দিতে পারে যে, কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তি থাকলে সবকিছু সম্ভব।

05/07/2025

পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর
কম্বিনেশন হইলো
অশিক্ষিত + টাকা + ক্ষমতা।

30/06/2025

হাসিম ভাইয়ের লম্বা নৌকা নিয়ে সুন্দর একটা গান।
সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ।
#নৌকাবাইচ

29/06/2025

এই পা*গলে বলে কি? 🤔💬

28/06/2025

জলের বুকে ছুটছে নৌকা, তাল মিলিয়ে একসাথে শত বৈঠা। গর্জে উঠছে দর্শক, জমজমাট লড়াইয়ে উঠে আসছে সাহস, ঐতিহ্য আর দর্শক এর দুর্দান্ত স্পিরিট!
গোলছড়া এলাকার হাসিম ভাইয়ের লম্বা নৌকা A.K 47 দুর্দান্ত গতি।
#নৌকাবাইচ
.

Address


Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00

Telephone

+919365748789

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের সন্ধানে ২.০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্যের সন্ধানে ২.০:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share