08/09/2025
Message for everyone futures
আজকের দিনে mobile আমাদের life-এর অবিচ্ছেদ্য অংশ। পড়াশোনা (study) থেকে কাজ (work), যোগাযোগ (communication) থেকে বিনোদন (entertainment)—সবকিছুতেই mobile দরকার। কিন্তু আমরা কি ভেবে দেখেছি, এই mobile-ই ধীরে ধীরে আমাদের জীবন নষ্ট করছে?
নিজেদের মতো আমরা আমাদের সন্তানদের (children) জীবনও নষ্ট করে দিচ্ছি। ছোট ছোট বাচ্চাদের হাতে যখন mobile তুলে দিচ্ছি, তখন তারা খেলাধুলা (play), বই পড়া (reading), পরিবার ও সমাজের সাথে সময় কাটানো থেকে দূরে সরে যাচ্ছে। এতে তাদের শারীরিক (physical) ও মানসিক (mental) বিকাশ থেমে যাচ্ছে।
👉 Mobile ব্যবহার করুন শেখার (learning) জন্য, জ্ঞান অর্জনের (knowledge) জন্য, জীবনের উন্নতির (progress) জন্য।
👉 কিন্তু কখনোই mobile-কে জীবনের control নিতে দেবেন না।
👉 মনে রাখবেন, mobile মানুষের হাতে তৈরি (created by human), মানুষ mobile-এর দাস নয়।
চলুন আমরা সচেতন (aware) হই, নিজেদের future এবং সন্তানদের future-কে সঠিক পথে পরিচালিত করি। ✨
#সমাজ