Longai Local Video

Longai Local Video নিজের সামর্থ্য অনুযায়ী অসহায়কে সাহায্য করুন।
(2)

08/09/2025

Message for everyone futures
আজকের দিনে mobile আমাদের life-এর অবিচ্ছেদ্য অংশ। পড়াশোনা (study) থেকে কাজ (work), যোগাযোগ (communication) থেকে বিনোদন (entertainment)—সবকিছুতেই mobile দরকার। কিন্তু আমরা কি ভেবে দেখেছি, এই mobile-ই ধীরে ধীরে আমাদের জীবন নষ্ট করছে?

নিজেদের মতো আমরা আমাদের সন্তানদের (children) জীবনও নষ্ট করে দিচ্ছি। ছোট ছোট বাচ্চাদের হাতে যখন mobile তুলে দিচ্ছি, তখন তারা খেলাধুলা (play), বই পড়া (reading), পরিবার ও সমাজের সাথে সময় কাটানো থেকে দূরে সরে যাচ্ছে। এতে তাদের শারীরিক (physical) ও মানসিক (mental) বিকাশ থেমে যাচ্ছে।

👉 Mobile ব্যবহার করুন শেখার (learning) জন্য, জ্ঞান অর্জনের (knowledge) জন্য, জীবনের উন্নতির (progress) জন্য।
👉 কিন্তু কখনোই mobile-কে জীবনের control নিতে দেবেন না।
👉 মনে রাখবেন, mobile মানুষের হাতে তৈরি (created by human), মানুষ mobile-এর দাস নয়।

চলুন আমরা সচেতন (aware) হই, নিজেদের future এবং সন্তানদের future-কে সঠিক পথে পরিচালিত করি। ✨

#সমাজ

06/09/2025

করিমগঞ্জ না “শ্রীভূমি”? 🚨
করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র সমাজ পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

🔹 “শ্রীভূমি” নামকরণকে অনেকেই মেনে নিতে পারছেন না। তাদের দাবি – জেলার আত্মা করিমগঞ্জ নামের মধ্যেই লুকিয়ে আছে।
🔹 নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনাও আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে।
করিমগঞ্জ হোক কিংবা শ্রীভূমি—
👉 নাম যাই হোক, এ মাটির গন্ধ, মানুষের হাসি-কান্না, ঐতিহ্য আর ইতিহাস একই থাকবে।

🌾 করিমগঞ্জ নাম আমাদের শিকড়,
🌸 শ্রীভূমি নাম কারো ভাবনা—
কিন্তু আসল সত্য হলো,
নাম নয়, মানুষের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

✊ আমরা চাই করিমগঞ্জ-শ্রীভূমি নয়,
👉 আমরা চাই ভালোবাসা, শান্তি আর একতার ভূমি।

আপনার মতামত কমেন্টে
ধন্যবাদ

06/09/2025

করিমগঞ্জ 👍
শ্রীভূমি ❤️
আপনাদের মতামত জানান

06/09/2025

আমাদের পেইজ চলে গিয়েছিল
আবার এসেছে
সবাই সাপোর্ট করুন

23/08/2025

আমাদের পেইজে কিছু সমস্যা দেখাচ্ছে সবাই কিছু স্টিকার কমেন্ট দিয়ে সাহায্য করুন।

15/08/2025

Longai Local Video পেইজের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
১৫ই আগস্ট—স্বাধীনতার আনন্দ, ত্যাগের স্মৃতি আর গর্বের অনুভূতি একসাথে মিলে যাওয়া এক বিশেষ দিন।
আজ আমরা স্মরণ করি সেই সব বীরদের, যাদের জন্য মাথা উঁচু করে বলতে পারি—আমি ভারতীয়।
জয় হিন্দ! 🇮🇳

10/08/2025

"ভালো থাকতে হলে মাঝে মাঝে কিছু ভুল মানুষকে বিদায় জানাতেই হয়।"

মানুষকে বদলাতে পারো না—তোমার দৃষ্টিভঙ্গি বদলাও
09/08/2025

মানুষকে বদলাতে পারো না—তোমার দৃষ্টিভঙ্গি বদলাও

03/08/2025

"যে নিজের ভেতরের ভয়কে জিততে পারে, সাফল্য তার পিছনে হাঁটে।"

30/07/2025

"মানুষ তখনই বদলে যায়, যখন তাকে বাধ্য করা হয় বদলাতে!"

29/07/2025

"কেউ যদি তোমায় নিয়ে খেলতে চায়, তাকে খেলার মাঠেই রেখে চলে আসো!"

Address

Karimganj Longai
Karimganj

Alerts

Be the first to know and let us send you an email when Longai Local Video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Longai Local Video:

Share

Category