Babul official

Babul official আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই আমার ছোট পেইজটি ফললো করেন

23/08/2024

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

23/08/2024
23/08/2024

23/08/2024

মানিয়ে নেওয়ার শহরে আবার আমাকে কলম ধরতে হলো

লজ্জা

ঘুমিয়ে পড়ে ছিলাম,
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে ছিলাম।
কয়েক জোড়া নখের যত্নে ভিজে,
হঠাৎ আমি ঘুমিয়ে পড়ে ছিলাম, মা।
শেষ খাবারে রাত ফুরালো যখন,
চিৎকার করে তোমায় ডেকেছি,
হয়তো তুমি শুনতে পাওনি মা।
সবার স্বপ্ন সত্যি হলো ঠিকই,
আমার সপ্ন আর সত্যি হলোনা!

ঘরে ফেরার সময় গেল চলে।
ঘরে ফেরা আর হোলো না আমার,
বাবার স্নেহের আবেগ টুকু ছিঁড়ে,
জানি, ঘুমিয়ে পড়ার ছিল না দরকার।

অদ্ভুত এক আঁধার নামলো ভোরে,
সূর্যটাকে ঢেকে দিল যেই,
তোমার কথা মনে পড়লো মা গো,
তখন তোমার তিলোত্তমা আর নেই।
চোখে রক্ত, ক্ষত বিক্ষত শরীর,
বেপরোয়া নখ খুবলে খেলো আমায়।
তবুও মাগো যুদ্ধ ছিল জারি,
আর কতক্ষন বলো যুদ্ধ করা যায়।
ঠোঁটে আমার রক্তে মাখামাখি,
পাঁজরের হাঁড় ভাঙছে সমঝোতায়,
তোমার মেয়ের স্বপ্ন ভাঙার শব্দে,
স্তব্ধ আকাশ ভীষণ অসহায়।
আমার ছিল ফেরার অঙ্গিকার,
বুকের ভেতর অনেক প্রত্যাশা,
ফেরার কথা অনেক বলেছি ওদের -
ওদের তখন রক্ত চোষার নেশা।
দেখো মা শরীরের কি হাল করলো ওরা,
এখানে রক্ত ওখানে অবক্ষয়।
এই লজ্জা ভেবনা একার আমার,
নগ্নতা আজ দেশের পরিচয়।

কে জানে এভাবে ঘুমিয়ে পড়তে হবে,
অনেক কথা বলাই হলো না!
সত্যি যদি ঘুমিয়ে পড়ি মাগো,
আমায় আর খেতে ডেকো না।
ঘুম ভাঙলে তোমার কাছে যাবো,
রক্তে ভেজা শরীর টাকে ধুয়ে।
হয়তো তুমি চিনতে পারবে না
হাজার ক্ষত তোমার সোনা মেয়ের,
সত্যি কি আমাকে চিনতে পারছো না?
নাকি ঝাপসা হয়ে আসছে তোমার চোখ!
এই তো আমি, আমার দিকে তাকাও,
মেয়ে ডাক্তার - সবার ভালো হোক।
সত্যি বলছি অনলাইনে খাবোনা আর আমি!
তোমার হাতে দু মুঠো ভাত চাই…..
আমার ভীষন ঘুম পাচ্ছে মা গো,
তোমার আঁচলে দেও গো এবার ঠাঁই।
খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়ি এবার,
আর হয়তো সকাল হবে না!
যদিও সকাল ফেরেও তোমার ঘরে,
ফেরারী মেয়ে ঘরে ফিরবে না।
তিলোত্তমা আর ঘরে ফিরবে না।

কাজল দাস

23/08/2024

বিয়া তো একদিন না একদিন করবো,প্রথমে কি দিয়ে কথাবার্তা শুরু করবো সেটা নিয়ে আমি ভীষণ চিন্তিত??

কি জিজ্ঞেস করবো?
🙄🙄

23/08/2024

Address

Ratabari
Karimganj
788733

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Babul official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babul official:

Share